দিনাজপুরে যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি কোচের সাথে ইজিবাইক চালকের মুখোমুখি সংঘর্ষের ইজিবাইক চালক নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে।
নিহত ইজিবাইক চালক সৌরভ হেমব্রম (২৪) দিনাজপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের কসবা এলাকার মিশন পাড়া গ্রামের দামিনিক হেমব্রম এর ছেলে।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকাল ৩ টার দিকে দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কের চুনিয়াপারা মোড়ে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার সংবাদ নিশ্চিত করেন।
অফিসার ইনচার্জ বলেন, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামী হানিফ পরিবহনের একটি কোচ দিনাজপুর সদরের শশরা ইউনিয়নের চুনিয়াপাড়া মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকের সংঘর্ষের ঘটনায় চালক ও দুজন যাত্রী গুরুতর আহত হয়।
স্থানীয় ও পথচারীরা তিনজনকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে আসার পর ইজিবাইক চালক সৌরভ হেমব্রম নিহত হয়। ইজিবাইকের যাত্রী মোঃ জনি আক্তার ও তাজিম উদ্দিন গুরুতর আহত হয়। দুজনেই দিনাজপুর সদরের কসবা এলাকার বাসিন্দা।
তিনি আরো বলেন, স্থানীয়রা যাত্রীবাহী কোচকে আটক করে। পরিবারের সদস্যরা এ ব্যাপারে সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা দায়ের করার প্রস্তুতি গ্রহণ করছেন।