চট্টগ্রাম শহরের ফ্লাইওভারের ওপর থেকে নাটবল্টু ও লোহা চুরির সময় ১১ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বুধবার (১৩ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকত্যা (ওসি) সলেমান।
তিনি জানান, বিকেলে শহরের পাঁচলাইশ এলাকায় ২ নাম্বার গেট ফ্লাইওভারের ওপরের অংশ থেকে প্রথমে তিনজনকে আটক করে স্থানীয়রা পুলিশে দেন। এরপর সেখান থেকে আরও আটজনকে আটক করে পুলিশ। আটক যুবকদের থানায় নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন যুবক ওই ফ্লাইওভারের কাঠামো থেকে নাটবল্টু খুলে সংগ্রহ করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা এগিয়ে যান। ধাওয়া দিলে চোররা পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেন স্থানীয়রা।
উল্লেখ্য, ১৫ কোটি টাকা ব্যয়ে ২০১৪ সালে মুরাদপুর থেকে লালখানবাজার পর্যন্ত ৪ কিলোমিটার ফ্লাইওভারটির নির্মাণ কাজ শুরু হয়। এরপর ২০১৭ সালে যান চলাচল শুরু হয়। ২০১৯ সালে সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়। রক্ষণাবেক্ষণ ও তদরকির অভাবে মুরাদপুর থেকে দুই নম্বর গেইট পর্যন্ত লোহার নিরাপত্তাবেষ্টনী খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ওপরে ফেলেছে গাছ আর লাইট স্ট্যান্ড। রক্ষণাবেক্ষণের অভাবে প্রতিনিয়ত চুরি হয় ফ্লাইওভারের নাট-বল্টু। বর্তমানে এই ফ্লাইওভার দিয়ে দিনে ৮০ হাজারের মতো যানবাহন চলাচল করে।
আমার বার্তা/এল/এমই