ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মিরাসানী কৃষি ব্লকে 'উত্তম কৃষি চর্চা (GAP)' নীতিমালা অনুসরণ করে করলার চাষে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন স্থানীয় কৃষক জনাব আব্দুল জলিল।
তিনি উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে প্রশিক্ষণ গ্রহণের পর ১ একর জমিতে করলার চাষ শুরু করেন। সঠিক পদ্ধতি ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করায় তিনি এই ফসলে ভালো ফলন এবং আর্থিকভাবে লাভবান হয়েছেন।
চাষাবাদের পুরো প্রক্রিয়াটি পরিচালিত হয়েছে উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউল ইসলামের দিকনির্দেশনায় এবং উপসহকারী কৃষি অফিসার জনাব রুহুল আমিন খানের নিয়মিত পরামর্শ ও তদারকিতে। কৃষক আব্দুল জলিল নিরাপদ ও বিষমুক্ত কৃষিপণ্য উৎপাদনের লক্ষ্যে মাটি ও পানি পরীক্ষা করে জৈবসার ও জৈব বালাইনাশকের সঠিক ব্যবহার নিশ্চিত করেছেন।
সম্প্রতি কৃষি ব্লকটি পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তিল্কতমা রায় তমা এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জনাব নুরে আলম।
বিজয়নগর উপজেলা কৃষি অফিসার মোঃ জিয়াউল ইসলাম জানান, “সিঙ্গারবিল ইউনিয়নের চাউরা দৌলতবাড়ির কৃষক আব্দুল জলিলের এই সফলতা আমাদের সকলের জন্যই অনুপ্রেরণা। আমাদের লক্ষ্য, উপজেলার আরও বেশি কৃষক যেন GAP নীতিমালা অনুসরণ করে নিরাপদ কৃষিপণ্য উৎপাদনে উদ্বুদ্ধ হন। আমরা তাদেরকে প্রশিক্ষণ, পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানে সর্বদা সচেষ্ট থাকব। ইনশাল্লাহ, ভবিষ্যতে বিজয়নগরে আরও সফল কৃষকের উদাহরণ তৈরি হবে, যা দেশের কৃষি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।”