ফরিদপুরের আলফাডাঙ্গায় এক ইয়াবা ব্যবসায়ী রফিকুল মোল্লাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
৫ সেপ্টেম্বর( শুক্রবার) দুপুরের দিকে বোয়ালমারী সেনা ক্যাম্প ও আলফাডাঙ্গা থানার সমন্বয়ে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়। আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক ইকবাল হোসেনের নেতৃত্বে সঙ্গী ফোর্স এ অভিযানে অংশ নেন।
যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বানা ইউনিয়নে রুদ্রবানা গ্রামে পিতা আবুল খায়ের মোল্লা ছেলে রফিকুল মোল্লা(৪৫) তার নিজ বাড়ির সামনে পাকা রাস্তা থেকে ইয়াবা বিক্রির সময় আটক করে। পরে উক্ত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে আলফাডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণী ১০ ( ক), তাং ৫-৯-২৫, ৫০ পিচ ইয়াবাসহ রফিকুল মোল্লা নামে মামলা হয়েছে। আগামীকাল ফরিদপুর জেলহাজতে পাঠানো হবে। তার বিরুদ্ধে আগেও মাদকের রয়েছে।
স্থানীয় আলেক সরদার নামে এক ব্যক্তি বলেন, রফিকুল মোল্লা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত, তার কারণে যুব সমাজ ধ্বংসের পথে। এ ব্যাপারে স্হানীয়রা নিষেধ করলে সে কর্ণপাত না প্রকাশ্যে ব্যবসা করে যাচ্ছে।লোকমুখে শোনা যায় তিনি সবসময় ক্ষমতাসীন নেতাদের ম্যানেজ করে এ ব্যবসা করছে। পুলিশ বারবার গ্রেপ্তার করলেও ছাড়া পেয়ে আবারও তার অপকর্ম চালিয়ে যায়। তারা বলেন শুধু রফিকুল মোল্লা নয় তার সহযোগীদেরও গডফাদারদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন,বোয়ালমারী সেনাবাহিনী ক্যাম্প ও আলফাডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক বিক্রেতা রফিকুল মোল্লাকে আটক করা হয়েছে। তাকে নিয়মিত মামলায় আদালতে পাঠানো হয়েছে।