মেহেরপুরের কুতুবপুর-কাথুলী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত ভূখণ্ডে প্রবেশের অভিযোগে আটক ইকবাল হোসেনকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত মধ্যেরাতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়। ইকবাল হোসেন মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী কুতুবপুর গ্রামের জারাবাত হোসেনের ছেলে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মোর্শেদ রহমান বলেন, ইকবাল হোসেন অবৈধভাবে শূন্যলাইন অতিক্রম করে ১শ গজ ভারতের অভ্যন্তরে ১৩২/১৫-আর সীমান্ত পিলারের নিকট কুতুবপুর মাঠ নামকস্থানে ঘাস কাটার সময় ভারতের ৫৬ ব্যাটালিয়ন বিএসএফের তেইনপুর ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। পরে তাকে ফেরত আনার ব্যাপারে কাথুলী কোম্পানি কমান্ডার কর্তৃক প্রতিপক্ষ ৫৬ ব্যাটালিয়ন বিএসএফ-এর রাউথবাড়ী কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা হলে আন্তজার্তিক সীমান্ত পিলার ১৩৩/৩-এস এর নিকট কাথুলী কোম্পানি কমান্ডার (৪৭ বিজিবি) এবং প্রতিপক্ষ ৫৬ ব্যাটালিয়ন বিএসএফ-এর রাউথবাড়ী কোম্পানি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশি নাগরিক ইকবাল হোসেনকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় বিজিবি’র নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। পরে তাকে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরপূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়।
আমার বার্তা/এমই