গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করছে পুলিশ। তারা সবাই আ'লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। আজ বুধবার দুপুরে উপজেলা চত্বর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার উড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান কামাল পাশা, কঞ্চিপাড়া সোহেল রানা শালু, ফজলুপুর ইউনিয়নের আনসার আলী মন্ডল, ফুলছড়ি ইউনিয়নের আজহারুল ইসলাম হান্নান, এরেন্ডাবাড়ি - আব্দুল মান্নান আকন্দ, গজারিয়া - খোরশের আলম খুশু।
পুলিশ জানায়, ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সক্রিয়ভাবে আ'লীগের রাজনীতির সাথে জড়িত। আ'লীগ নিষিদ্ধের পর অনলাইনে পলাতক সাবেক এমপি মাহমুদ হাসান রিপনের সাথে যোগাযোগ করে আসছেন। রাষ্ট্রকে অকার্যকর পরিস্থিতি সৃষ্টির করার জন্য দলীয় নেতা কর্মীদের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ রাখছেন এমন তথ্য পুলিশে আছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা মিটিং শেষ করে বের হওয়ার সময় ৬জনকে আটক করা হয়। এ সময় উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন পালিয়ে যায়।
ফুলছড়ি থানার ভারপ্রপাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, আ'লীগের রাজনীতি সাথে জড়িত থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রকে অচল করা পরিকল্পনা করে আসছেন তারা । তাই ডেভিল হান্টের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। পলাতক উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতারের জন্য মাঠে পুলিশ কাজ করছে। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে বিকালে জেল হাজতে পাঠানো হয় ।