সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার রামবাড়ি মহল্লার আলোচিত হত্যাকান্ড বিএনপি নেতা আজমীর হোসেন বিপুলকে নির্মমভাবে হত্যা করার ঘটনায় দ্রুত আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সন্মেলন করেছে নিহতের পরিবার পরিজনরা।
বুধবার (২১ মে ) বিকেলে পৌর এলাকার রামবাড়ি নিহত বিপুলের বাসভবনে সংবাদ সন্মেলনে বক্তব্য রাখেন নিহত বিপুলের বড়ভাই আলহাজ নুরুজ্জামান।
তিনি বলেন, গত ১৮ এপ্রিল একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রামবাড়ি মহল্লার ইয়াবা ব্যাবসায়ী শহিদুলের নেতত্বে তার ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। আলোচিত হত্যার এক মাসের বেশী অতিবাহিত হলেও এখনও মূল আসামীদের গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। শুধু পান্না, রাজিব ও আজাদকে গ্রেফতার করে। তবে ইতিমধ্যে ৫ জন আসামী আরাফাত, মফিজ, কাওসার, রুবেল ও রিপন হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে এসেছে। জামিনে বের হয়ে এসে তারা আবারও আমাদের পরিবারকে হুমকি প্রদর্শন করছে। এতে আমরা আতংক গ্রস্থ হয়ে পড়েছি। তবে ঘটনার মূল আসামী ইয়াবা ব্যবসায়ী শহিদুল সহ সকলকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।
সংবাদ সন্মেলনে আরও বক্তব্য রাখেন, নিহতের স্ত্রী আমেনা খাতুন, মেয়ে বিপাশা, পিয়াসা ও ছেলে আরমান আলী।
উল্লেখ্য গত ১৮ এপ্রিল পৌর এলাকারর রামবাড়ি মহল্লার বিএনপি নেতা বিপুলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। ১৯ এপ্রিল নিহতের বড় ভাই হাজী নুরুজ্জামান বাদী হয়ে শহিদুলকে ১নং আসামী করে ২৬ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে।
এদিকে ২২ এপ্রিল বিপুলকে হত্যার প্রতিবাদে শাহজাদপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে।
থানার অফিসার ইনচার্জ আছলাম আলী জানান, ইতিমধ্যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। খুব শীঘ্রই মূল আসামীদের গ্রেফতার করা হবে।