রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন নাবিস্কো মোড় এলাকা থেকে বিদেশি পিস্তলসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। রোববার (৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
আটক ব্যক্তিরা হলেন: মো. জহিরুল ইসলাম (২১) ও মো. লিয়াকত আলী লিমন (৩৩)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব ২- এর একটি আভিযানিক দল শনিবার (২ আগস্ট) তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাবিস্কো মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দুজন অস্ত্রধারীকে আটক করা হয়। একজনের দেহ তল্লাশি করে তার সঙ্গে ১টি বিদেশি পিস্তল পাওয়া যায়। পরে তাদের জিজ্ঞাসাবাদে একজনের বাসার ছাদ থেকে কাগজে মোড়ানো ২ রাউন্ড তাজা অ্যামুনেশন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা র্যাবকে জানিয়েছেন, তারা পরস্পর যোগসাজশে ঢাকাসহ আশপাশের বিভিন্ন জায়গায় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তারা ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে জমি দখল, চাঁদা আদায়সহ বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষের মাঝে ভীতির সঞ্চার সৃষ্টি করতেন।
র্যাব বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া আলামত ও আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমার বার্তা/এল/এমই