আজ বিশ্ব বন্ধু দিবস। আগস্ট মাসের প্রথম রোববার পালিত হয় দিবসটি। বাংলাদেশেও পালিত হচ্ছে।
সেই উদযাপনের অংশ হিসেবে শুক্রবার (২ আগস্ট) ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে মুক্তি পেয়েছে তরুণ নির্মাতা জোবায়দুর রহমানের সিনেমা ‘উড়াল’।
একঝাঁক নতুন অভিনয়শিল্পীকে নিয়ে তৈরি এ সিনেমা শুধুই বন্ধুত্বের গল্প নয়—বিশ্বাস-অবিশ্বাস, ক্ষমতা-অবিচার এবং বিচারহীনতার বিরুদ্ধে তরুণদের সংগ্রামকে কেন্দ্র করেও আবর্তিত হয়েছে গল্পটি।
রোববার (৩ আগস্ট) বন্ধু দিবস। বন্ধুত্বের এই উৎসবমুখর সময়ে দর্শকদের জন্য রয়েছে বিশেষ চমক। ‘উড়াল’ দেখার জন্য থাকছে বিশেষ সুযোগ—একটি টিকিটে ছবি উপভোগ করতে পারবেন দুই বন্ধু। অর্থাৎ একটি টিকিট কিনলে আরেকটি মিলবে একদম ফ্রি। ব্লকবাস্টার সিনেমাসে ৪ আগস্ট পর্যন্ত এই অফার চলবে।
ছবিতে অভিনয় করেছেন মাহাফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র সূত্রধর, কাব্যকথা, কে এম আবদুর রাজ্জাক, করবী দাশ, রোশেন শরিফ, মীর সরওয়ার আলীসহ অনেকে। বেশির ভাগ শিল্পীর এটি প্রথম সিনেমা। প্রযোজনা করেছেন শরীফ সিরাজ।
আমার বার্তা/এল/এমই