ই-পেপার শনিবার, ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

হাসপাতালে কাতরাচ্ছে বাসের রেডিয়েটর বিস্ফোরণে দগ্ধ শিশু

আমার বার্তা অনলাইন
০২ আগস্ট ২০২৫, ১১:১৭

মা-বাবাকে দেখতে ফরিদপুর থেকে বড় বোনের সঙ্গে বাসে রাজবাড়ীর কালুখালীতে গ্রামের বাড়িতে যাচ্ছিল শিশু প্রকৃতি হিয়া হালদার (৬)। কিন্তু পথে রাজবাড়ী আসতেই বাসের রেডিয়েটর বিস্ফোরণে গরম পানিতে ঝলসে যায় প্রকৃতির দুই পা।

ফরিদপুর থেকে কালুখালী যাওয়ার পথে গত ২৪ জুলাই দুর্ঘটনার শিকার হয় সে। বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে শিশুটি। ঝলসানো পায়ের যন্ত্রণা নিয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে সে।

প্রকৃতি হিয়া হালদার রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া গ্রামের গোবিন্দ হালদারের মেয়ে। ফরিদপুর শহরের চরকমলাপুর ভাড়া বাসায় বড় বোন শিল্পী হালদারের পরিবারের সঙ্গে থাকে সে এবং ফরিদপুর সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের প্লে গ্রুপে পড়ে।

শিশু প্রকৃতির বড় বোন শিল্পী হালদার জানান, গত ২৪ জুলাই মা-বাবাকে দেখার জন্য মেজ বোন পূর্ণিমা হালদারের সঙ্গে গ্রামের বাড়িতে যাচ্ছিল প্রকৃতি। প্রথমে ফরিদপুর থেকে গোয়ালন্দ পর্যন্ত একটি লোকাল বাসে পৌঁছায় তারা। সেখান থেকে কুষ্টিয়াগামী রাজবাড়ী বাস মালিক সমিতির লোকাল যাত্রীবাহী বাস আলিফে ওঠে। বাসটির চেয়ার খালি না থাকায় সামনের অংশে ইঞ্জিনের পাশে থাকা একটি সিটে বসেন পূর্ণিমা হালদার এবং তার কোলে বসে ছিল প্রকৃতি।

তিনি বলেন, আমরা যখন থেকে বাসটিতে উঠেছিলাম, তখন থেকে ইঞ্জিনের পাশে থাকা সিটগুলো গরম হতে থাকে। একপর্যায়ে বিকেল ৫টায় রাজবাড়ী জেলা শহরের মুরগির ফার্ম এলাকায় পৌঁছালে বাসের চালক সালাম হোসেন হেলপারকে বাসটির ইঞ্জিনের কাভার খুলে দেখতে বলেন। তখন কোনো যাত্রীকে নামতে বলা হয়নি। ওই অংশ খুলে দেখেন, ভেতরের পাখাটি বন্ধ রয়েছে। এরপরই রেডিয়েটরের মুখ খুলতে গিয়ে বিস্ফোরণ ঘটে। চারদিকে গরম পানি ছড়িয়ে-ছিটিয়ে পড়ে এবং ধোঁয়ায় ভরে যায়। তখন অনেকে ভয়ে জানালা দিয়েও বের হতে থাকে, কিন্তু আমার ছোট বোনকে নিয়ে বের হতে পারিনি। এ সময় প্রকৃতির দুই পা গরম পানি লেগে ঝলসে যায়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়।

বড় বোন শিল্পী হালদার বলেন, প্রকৃতির দুই পায়ের হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত দগ্ধ হয়েছে, যা শরীরের প্রায় ১০ শতাংশ। চিকিৎসক বলেছে তার স্বাভাবিক হাঁটাচলা করতে সময় লাগবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আমরা রাজবাড়ী বাস মালিক সমিতিতে অভিযোগ জানাতে গেলে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন তারা। পরে জানতে পারি বাসটির ফিটনেস সনদ, লাইসেন্স এমনকি কোনো কাগজপত্র নেই। তিনি বলেন, আমার বোনের যে ক্ষতি হয়েছে, সে বিষয়ে দ্রুতই আইনগত ব্যবস্থা নেব। যেন সড়কে ফিটনেসবিহীন বাস না চালাতে পারে, এমন যেন আর কারও সঙ্গে না হয়।

এ বিষয়ে রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বলেন, যখন কোনো বাস রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের আন্ডারে অন্তর্ভুক্ত করা হয় তখন তার কগজপত্র ও ফিটনেস দেখেই করা হয়। বাসের ফিটনেস সাধারণত ১ বছরের জন্য হয়ে থাকে। নতুন করে ফিটনেস সনদ দেওয়া হচ্ছে না। এ ছাড়া সড়কে চলতে গেলে অনেক দুর্ঘটনা ঘটতে পারে। তবুও ঘটনার পর থেকে আমরা খোঁজখবর রাখছি। পরিবারটির সঙ্গে আমরা বসে কি করা যায় সেটা দেখবো। আমাদের পক্ষ থেকে আমরা আন্তরিক রয়েছি।

আমার বার্তা/জেএইচ

সুন্দরবন স্কয়ার মার্কেটের ব্যবসায়ীদের কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের নিচতলা থেকে পাঁচতলা পর্যন্ত ছিল মোবাইল এক্সেসরিজের গোডাউন। সকাল

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানের প্রাণকেন্দ্রের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি

মাইকিং করেও ভবন থেকে নামানো যাচ্ছে না দোকানদারদের

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের

গুলিস্তানে সুন্দরবন মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় আগুন লাগার ঘটেছে। খবর পেয়ে ফায়ার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল চারজনের

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি পোশাক শিল্পের জন্য ইতিবাচক: ফজলে শামীম এহসান

জুলাইয়ের মায়েরা স্মরণসভায় কান্নায় ভেঙে পড়েন শহীদের মায়েরা

র‍্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় ডাকাত দলের আট সদস্য গ্রেপ্তার

বিএনপির পাঁচ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেফতার ৫

রাত দশটার পর হলের বাইরে থাকলে চবিতে ছাত্রীদের সিট বাতিল

সাশ্রয়ী মূল্যে চট্টগ্রাম-মোংলা বন্দরের সেবা নিশ্চিত করতে হবে

সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই: খসরু

সুন্দরবন স্কয়ার মার্কেটের ব্যবসায়ীদের কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি

ক্ষমতার পালাবদল হলেও চাঁদাবাজির সংস্কৃতি অপরিবর্তিত

শাহবাগে জুলাই যোদ্ধাদের মারামারির ঘটনা জাতিকে ব্যাথিত করেছে: এ্যানি

মেধাবী জাতি তৈরিতে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: শিক্ষা উপদেষ্টা

জলবায়ু পরিবর্তন ইস্যুতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে: রিজওয়ানা হাসান

শুল্ক চুক্তির পর যুক্তরাষ্ট্রের সম্মতিতে গোপনীয়তার চুক্তি প্রকাশ করবো

কারখানা বন্ধের জন্য সরকার দায়ী নয়: শ্রম উপদেষ্টা

ফের এয়ার ইন্ডিয়া, যান্ত্রিক ত্রুটির জেরে উড্ডয়ন বাতিল করল বিমান

বৈষম্যবিরোধী আন্দোলনের প্লাটফর্ম এখন বৈষম্য সৃষ্টির প্লাটফর্ম

রোহিঙ্গা নেতৃত্ব বিকাশ ও অধিকার আদায়ের সংগ্রাম

জেনে নিন দাঁতের মাড়িতে লুকিয়ে থাকা ক্যানসারের লক্ষণগুলো

এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে দেশ ছাড়লেন আফঈদা-সাগরিকারা