ফেনীতে অনুষ্ঠিত 'জুলাইয়ের মায়েরা' স্মরণসভা পরিণত হয় এক বেদনার্ত আবহে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদের মায়েরা স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন, আর তাদের অশ্রুসজল চোখ দেখে সভাকক্ষ জুড়ে নেমে আসে নীরব বিষাদ। উপস্থিত অতিথি, শহীদ পরিবার ও সুধীজনদের চোখ বেয়ে তখন গড়িয়ে পড়ে নীরব অশ্রুধারা।
শনিবার (২ আগস্ট) দুপুরে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আয়োজনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। সভায় একে একে স্মৃতিচারণ করেন ২০২৪ সালের জুলাইয়ে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত শহীদদের জননীরা।
স্মৃতিচারণে ইশতিয়াক আহমেদ শ্রাবনের মা ফাতেমা আক্তার, সরোয়ার জাহান মাসুদের মা বিবি কুলসুম, ওয়াকিল আহমেদ সিহাবের মা মাহফুজা আক্তার, ছাইদুল ইসলামের মা রাহেনা বেগম ও জাকির হোসেন সাকিবের মা কোহিনুর আক্তার যখন তাদের হারানো সন্তানদের কথা বলছিলেন, তখন তারা বারবার কান্নায় ভেঙে পড়েন। উপস্থিত সকলে তখন বোঝেন, শহীদের মা হওয়া যেমন গর্বের, তেমনি এক আজন্ম পুড়ে চলা যন্ত্রণার নাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করীম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক নাসরীন আক্তারসহ বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এই অনুষ্ঠানে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন।
অনুষ্ঠানের শেষে আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে সবাই কান্নাভেজা কণ্ঠে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
আমার বার্তা/এল/এমই