শাহবাগে জুলাই যোদ্ধাদের পক্ষে বিপক্ষে মারামারির ঘটনা জাতিকে ব্যাথিত করেছে বলে মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শনিবার (০২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, শাহবাগে জুলাইযোদ্ধারা পক্ষে বিপক্ষে মারামারি করেছে। বিষয়টি আমাদেরকে ব্যাথিত করেছে। এ অবস্থায় আমরা আশাহত, দূর্ভাগ্য এ জাতির। এটা আমাদের জন্য কষ্টের। নামেই জুলাইযোদ্ধা, প্রকৃতপক্ষে গতকাল শাহবাগে যেটা হয়েছে, কামে কি তা আর জোলাইযোদ্ধা রয়েছে? জুলাইযোদ্ধারা এটা করতে পারে? কিছুসংখ্যক জুলাই যোদ্ধা নামে যদি আমাদের বদনাম করে এবং আমাদেরকে ব্যাথিত করে, আহত করে, আমরা যদি তাদের কারণে কষ্ট পাই, স্বাভাবিক কারণে ফ্যাসিস্ট সেখানে সুযোগ পাবে।
এ্যানি আরও বলেন, সবাই মিলে আন্দোলন করলাম হাসিনার বিরুদ্ধে। লড়াই-সংগ্রাম, গুম-খুন, হেলিকপ্টার থেকে পর্যন্ত শিশু বাচ্চাটাকে হত্যা করেছে, ছাত্রকে-সাধারণ মানুষকে হত্যা করেছে। হাসিনা পালিয়ে গিয়েছে। কিন্তু সারা বাংলাদেশে সব যোদ্ধারা এক এবং ঐক্যবদ্ধ থাকতে পারবো না একটি বছরের মাথায়? এটি দেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে আমাদের জন্য বিপদ আছে। সবাই আবার অত্যাচারিত হবেন, নির্যাতিত হবেন। আমি-আপনি অত্যাচারিত হওয়া আর সাধারণ মানুষ অত্যাচারিত হওয়া এক নয়। আমার কারণে কেন সাধারণ মানুষ অত্যাচারিত হবে। আমার কারণে কেন সাধারণ জনগণ নির্যাতিত হবেন। এজন্য সকল রাজনৈতিক দলের প্রতি রাজনৈতিক নেতৃত্বের প্রতি উদাত্ত আহ্বান আসুন ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করি।
লাহারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম- আহ্বায়ক হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর জজ আদালতের সরকার কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম-আহ্বায়ক শাহ মো. এমরান, সদস্য সচিব মোখলেছুর রহমান হারুন প্রমুখ।
আমার বার্তা/এমই