রাজধানীর কামরাঙ্গীরচরের মোল্লাবাড়ি মসজিদ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের আটতলা থেকে পড়ে মোঃ বাবুল(২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বাবুল টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার রাজাপুর গ্রামের মকবুল তালুকদারের ছেলে। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনেই থাকতো।
রবিবার (১০ নভেম্বর) সকাল পৌনে নয়টা নাগাদ মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী জুয়েল রানা জানান, আমরা দুজনেই নির্মাণ শ্রমিকের কাজ করি। আজ সকালের দিকে কামরাঙ্গীরচরের মোল্লাবাড়ি মসজিদের পাশে একটি নির্মাণাধীন ভবনের আট তলায় আমরা দুজনই কাজ করছিলাম। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় বাবুল। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান বাবুল আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বাবুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান আজ সকালের দিকে কামরাঙ্গীরচর থেকে ওই যুবককে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
আমার বার্তা/এম রানা/জেএইচ