বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার ‘লাল সন্ত্রাস’ ঘোষণাকারী মেঘমোল্লার বসুকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
শুক্রবার (১৮ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল শেষে এ দাবি জানান তিনি।
বিগত ১৫ বছর বাম সংগঠনগুলো আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করেছে দাবি করে মাহিন সরকার বলেন, এই বামরা এখন নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চায়। লাল সন্ত্রাসী অপতৎপরতা চালিয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ডাকসু নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র চলছে। ৯২ সালের ডাকসু বন্ধের পেছনেও এই লাল সন্ত্রাসীদের হাত ছিলো।
স্বাধীনতার পরে প্রতিটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে লাল সন্ত্রাসের হাত ছিলো মন্তব্য করে এই ছাত্রনেতা বলেন, বিগত বছরগুলোতে ছাত্রলীগ তাদের অনুগতদের রাজনীতি করার সুযোগ দিয়েছে। সেজন্য এই বামেরা এখনও আওয়ামী লীগের ন্যারেটিভ প্রচার করে যাচ্ছে। মেঘমোল্লার বসুদের অপতৎপরতার চেষ্টা রুখে দেয়া হবে।
তিনি বলেন, কিছুদিন আগে ক্যাম্পাসের নিরাপত্তা ঠিক করতে উদ্যানের গেট বন্ধ করে দিলে বামেরা এর বিপক্ষে কথা বলে। গতকালও তারা প্রক্টর স্যারের সঙ্গে চরম মাত্রার বেয়াদবি করেছে। আজকে তারা প্রকাশ্যে লাল সন্ত্রাসের ঘোষণা দিয়েছে। আমরা এই রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এ লাল সন্ত্রাসী মেঘমল্লার বসুকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানাই।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে এক পোস্টে প্রকাশ্যে ‘লাল সন্ত্রাস’ ঘোষণা দেওয়া ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মেঘমল্লার বসুকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় মেঘমল্লার বসুকে ‘লাল সন্ত্রাসী’ আখ্যা দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন তারা।
শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে হলপাড়া থেকে মিছিল শুরু করে শতাধিক শিক্ষার্থী। পরে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এর আগে শুক্রবার রাতে অস্ত্র হাতে তুলে নিয়ে লাল সন্ত্রাস কায়েমের ঘোষণা দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু। তার ওই পোস্টের প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন।
আমার বার্তা/জেএইচ