ই-পেপার বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

আমার বার্তা অনলাইন:
১৪ জানুয়ারি ২০২৫, ১০:৩৪
আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ১০:৩৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনকে আটক করে পুলিশে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।

এরআগে রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী অর্ণব সিংহ রায়কে মারধর করেন শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছিল।

খোঁজ নিয়ে জানা যায়, ডেপুটি রেজিস্ট্রার জাকির হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তরে নিয়ে যান শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা প্রক্টরের সঙ্গে আলোচনায় বসেন। এরপর প্রশাসনিক কর্মকর্তারা, প্রক্টর এবং শিক্ষার্থীদের সহায়তায় জাকিরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন অভিযোগে গত বছরের ১৮ সেপ্টেম্বর কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা করেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মো. শাখাওয়াত হোসেন।

মামলায় নিজেকে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক বলে দাবি করেন। এ মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়। মামলায় ১১ নম্বর আসামি করা হয় জাকির হোসেনকে।

রোববার বিকেলে মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়া অর্ণব সিংহ রায় একই মামলার ১২ নম্বর আসামি। এই মামলায় প্রধান আসামি করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এফ এম আবদুল মঈনকে। মামলার আসামি হলেও জাকির হোসেন এতদিন নিয়মিত কার্যালয়ে এসেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক মো. আবু রায়হান বলেন, জাকির হোসেন আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেন। তিনি আওয়ামী লীগের পক্ষে শিক্ষার্থীদের আন্দোলন দমনের জন্য চেষ্টা চালান। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হওয়া মামলার আসামি তিনি। এজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আবদুল হাকিম বলেন, অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাসহ জাকির হোসেন আমার দপ্তরে আসেন। তার নামে মামলা থাকায় সবার সঙ্গে আলোচনার পর তিনি নিজেই বলেন তাকে পুলিশের হাতে তুলে দিতে। পরে পুলিশ সদস্যরা তাকে নিয়ে যান।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হওয়া একটি মামলায় এজাহারভুক্ত ১১ নম্বর আসামি জাকির হোসেন। ওই মামলা বর্তমানে তদন্ত করছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাকে ডিবি পুলিশের কাছে সোপর্দ করেছি।

আমার বার্তা/এমই

সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পুরনজিত মহালদার মারা গেছেন।

অনশন প্রত্যাহার করে জবি শিক্ষার্থীদের নতুন কর্মসূচি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ আগামী বুধবার সেনাবাহিনীর নিকট হস্তান্তর করা হবে মর্মে লিখিত চিঠি

বুধবার সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তর হবে: জবি উপাচার্য

ইউজিসি থেকে চিঠি মন্ত্রণালয়ে গেছে। বুধবার সভা নির্ধারিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা হবে

আবাসিক হলের ডাইনিংয়ে খাবারের মূল্য বৃদ্ধি : দুর্ভোগে শিক্ষার্থীরা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বঙ্গবন্ধু হলের ডাইনিংয়ে খাবারের দাম দফায় দফায় বেড়েছে;
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ৪৫ ভাগ ডাক্তার ভুয়া: পিনাকী ভট্টাচার্য

ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক

সব খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনা: গোলাম পরওয়ার

জুলাই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক: মাহফুজ আলম

এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি-পলাশী সংযোগ সড়ক নির্মাণ বন্ধের দাবি

এলপিজির নতুন মূল্য নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৪৫৯ টাকা

কারিগরির ১৯ চিফ ইন্সট্রাক্টরকে অধ্যক্ষ পদে পদোন্নতি

বিসিবিকে ঢাকার ক্লাবগুলোর ৩ দিনের আল্টিমেটাম দিয়ে না খেলার হুমকি

সরাইল উপজেলা বিএনপির কমিটি ঘিরে রাজনৈতিক অস্থিরতা

সরাইল উপজেলা বিএনপির কমিটি ঘিরে রাজনৈতিক অস্থিরতা

গ্রেপ্তারের পর কারাগারে সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর

সরাইলে অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে গ্রেফতার ১

ভোটার হালনাগাদ নিয়ে ইসির বিশেষ ১৬ নির্দেশনা

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬০তম সভা অনুষ্ঠিত

বাউফলে সড়ক দূর্ঘটনায় চালক নিহত, গুরুতর আহত ২

গাজায় সংঘাতে নিহত সাংবাদিকের সংখ্যা ২০৪ জন

শিল্পের সঙ্গে আবাসিকেও গ্যাসের দাম বাড়াতে চায় তিতাস

কুয়েতে বাংলাদেশ থেকে আরও দক্ষ জনবল নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

মঈন খান ও আমির খসরুকে প্রধান করে বিএনপির দুই কমিটি

অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের ফের সতর্ক করল সরকার