সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তাই আজ জিততে পারলে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। অন্যদিকে মান বাঁচাতে আজ মাঠে নামছে পাকিস্তান।
তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
গত ম্যাচের একাদশ থেকে আজ পাঁচটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বিশ্রাম দেওয়া হয়েছে পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনকে। তাদের জায়গায় একাদশে ফিরেছেন নাঈম শেখ, তানজিদ তামিম, মেহেদী মিরাজ, সাইফউদ্দিন ও নাসুম আহমেদ।
বাংলাদেশ একাদশ - তানজিদ হাসান, নাইম শেখ, লিটন দাস (অধিনায়ক), মেহেদী মিরাজ, শামীম হোসেন, জাকের আলী, শেখ মেহেদী, সাইফউদ্দিন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
পাকিস্তান একাদশ - শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নেওয়াজ, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আহমেদ দানিয়েল।
আমার বার্তা/এমই