ই-পেপার শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

রিশভ পন্তকে হারিয়ে মহাবিপদে ভারত, বিকল্প কে?

আমার বার্তা অনলাইন:
২৪ জুলাই ২০২৫, ১৬:১৪

শঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্ত। ম্যানচেস্টার টেস্টের প্রথম দিন ব্যাটিংয়ের সময় তিনি পায়ে আঘাত পেয়েছিলেন। স্ক্যান রিপোর্টে জানা গেছে, পান্তের ডান পায়ের পাতার হাড় ভেঙে গেছে। চোট পুনর্বাসনসহ সবমিলিয়ে ৬-৮ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই তারকাকে।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, চলমান চতুর্থ টেস্টে আর উইকেটকিপিংয়ে দাঁড়াবেন না পান্ত। এ ছাড়া দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাটিংয়ে নামবেন কি না সেটি বিসিসিআইয়ের মেডিকেল বিভাগের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন ভারতীয় ম্যানেজমেন্ট। ওল্ড ট্রাফোর্ডে গতকাল (বুধবার) থেকে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট শুরু হয়েছে। ভারতের প্রথম ইনিংসে ক্রিস ওকসের ইয়র্কার ডেলিভারি সরাসরি আঘাত করে পান্তের ডান পায়ে। ওই সময় তিনি ৪৮ বলে ৩৭ রানে ব্যাট করছিলেন।

রিভার্স সুইপ করতে গিয়ে ক্রিস ওকসের ইয়র্কার বল তার পায়ে আঘাত করে। পরে দেখা যায় ফুলে গেছে পান্তের পায়ের পাতা। ওপরের অংশে রক্ত বেরোতেও দেখা যায়। ওই সময় ব্যথায় কাতরাতে থাকা ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটার উঠে দাঁড়াতেও কষ্ট হচ্ছিল। পরে তাকে রিটায়ার্ড হার্ট দেখিয়ে ক্যাবি অ্যাম্বুলেন্সে করে উঠিয়ে নেওয়া হয়। আগের টেস্টে পান্ত হাতে চোট পেয়েছিলেন, সে কারণে চতুর্থ টেস্টে তিনি উইকেটকিপার নন বরং বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে নামবেন বলে ধারণা করা হচ্ছিল। এবার নতুন করে আক্রান্ত হলো তার পা–ও। দ্রুততম সময়েই তার পায়ের স্ক্যান করানো হয়।

অবশ্য ক্রিকইনফো, ইন্ডিয়ান টাইমসসহ বেশ কয়েকটি গণমাধ্যমে পান্তের ছিটকে পড়ার কথা জানালেও, এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিসিআই। তাদের ঘোষণায় অবশ্য পঞ্চম টেস্টের জন্য পান্তের রিপ্লেসমেন্টও জানানো হবে। এই মুহূর্তে ভারতীয় একাদশে উইকেটরক্ষক ব্যাটার লোকেশ রাহুল তো আছেনই, এ ছাড়া স্কোয়াডে আছেন উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুরেল। তবে পান্তের বদলি হিসেবে নেওয়া হতে পারে আরেক উইকেটরক্ষককে। ক্রিকইনফোর মতে, সেই ব্যক্তি হতে পারেন ঈষান কিশান। যিনি বর্তমানে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে টেস্ট খেলছেন।

চোট নিয়ে গতকাল মাঠ ছাড়ার আগেই পান্ত একটি রেকর্ডও গড়েন। ইংল্যান্ডের মাটিতে টেস্টে প্রথম কোনো সফরকারী উইকেটরক্ষক ব্যাটার হিসেবে পান্ত এক হাজার রানের মাইলফলক (১০০৪) পূর্ণ করেছেন। দুইয়ে থাকা সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির রান ৭৭৮। চলমান সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করে নাম তুলেছিলেন ইতিহাসের পাতায়। এ ছাড়া দুটি ফিফটিও আছে এই সিরিজে। তবে ইংলিশ ভূমিতে পান্তের সেই ছন্দময় যাত্রা সহসাই শেষ করতে হচ্ছে।

চতুর্থ টেস্টের প্রথম দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২৬৪ রান। ব্যক্তিগত সর্বোচ্চ ৬১ রান করেছেন সাই সুদর্শন। যা দ্বিতীয় টেস্ট খেলতে নেমে তার প্রথম হাফসেঞ্চুরি। এ ছাড়া যশস্বী জয়সওয়াল ৫৮, রাহুল ৪৬ রানে ফেরার পর দিন শেষে সমান ১৯ রান করে অপরাজিত আছেন রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর।

আমার বার্তা/এমই

রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান মারা গেছেন

রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ছিলেন পেশাদার রেসলিংকে সারাবিশ্বে জনপ্রিয়

ইকুয়েডরকে উড়িয়ে কোপার সেমিফাইনালে আর্জেন্টিনা

প্রমিলা ফুটবলেও দারুণ ছন্দে আছে আর্জেন্টিনা। ইকুয়েডরে চলমান নারী কোপা আমেরিকায় গ্রুপপর্বের চার ম্যাচের সবকটিতেই

মিটিং ভালো হয়েছে, আতিথেয়তার জন্য বিসিবিকে ধন্যবাদ: নাকভি

ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বসেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। ভারত-শ্রীলঙ্কা অনলাইনে যোগ দিলেও

একাদশে ৫ পরিবর্তন নিয়ে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তাই আজ জিততে পারলে পাকিস্তানকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল দখলকারীদের মনোনয়ন দেওয়া হবে না: আমীর খসরু

সুস্থ, সতেজ এবং উজ্জ্বল ত্বক পেতে করণীয়

মহেশপুর সীমান্ত থেকে ৬ কোটি টাকা মূল্যের ৩১ স্বর্ণের বার উদ্ধার

ট্রিলিয়ন ডলারের ইন্টেরিয়র ডিজাইন ব্যবসায় বাংলাদেশের রয়েছে উজ্জ্বল সম্ভাবনা

নামাজে দুই পায়ের মাঝে যতটুকু ফাঁকা রাখা যাবে

ঢাকা শিক্ষা বোর্ডের আট পরীক্ষককে আজীবন অব্যাহতি

আবার ১৩ বছর পর অষ্টম শ্রেণিতে ফের চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা

এমিরেটস নেবে ১৭৩০০ কর্মী

আহতদের সর্বোচ্চ চিকিৎসা দিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: স্বাস্থ্য উপদেষ্টা

মেয়ে ফোবি গেটস-এর নতুন স্টার্টআপে কাস্টমার সার্ভিস দিলেন বিল গেটস

আয় বাড়াতে আরও ৩ জাহাজ কেনা হচ্ছে: সাখাওয়াত হোসেন

ইন্টারনেট ছাড়াই বিটচ্যাট ব্যবহার করবেন যেভাবে

ভাড়া করা লোক দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না: মির্জা ফখরুল

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩১ জন

গ্রিসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২১০ বাংলাদেশি পাচ্ছেন বিনামূল্যে পাসপোর্ট

মানবাধিকার সংস্কৃতি হিসেবে গড়ে তুলতে হবে: আসিফ নজরুল

বিমান দুর্ঘটনায় নিহত রজনীর পরিবারের পাশে বিএনপি নেতা সোহেল

নতুনধরা বাংলাদেশের আবাসন খাতে মানুষের মৌলিক চাহিদা পূরণ করছে

দুই শিক্ষার্থীকে রিলিজ দেওয়া হচ্ছে, ভর্তি আছে ৩৬ জন: বার্ন ইনস্টিটিউট

মেঘনা নদীতে ডুবল ছয়টি বাল্কহেড