ই-পেপার সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

বর্ণাঢ্য আয়োজনে ক্রীড়া দিবস উদযাপিত

আমার বার্তা আনলাইন
০৬ এপ্রিল ২০২৫, ১৫:৩৫

প্রতিবছরের মত বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ‘জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫’ উদযাপিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সকাল সোয়া ৯টায় বেলুন ও পায়রা উড়িয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে থেকে শুরু হওয়া র‌্যালির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

র‌্যালিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ, বিভিন্ন ফেডারেশন, এ্যাসেসিয়েন অংশ নেয়। ঘোড়ার গাড়ি ও ব্যান্ড পার্টিসহ সুসজ্জিত র‌্যালিটি গুলিস্তানে অবস্থিত জাতীয় স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

এ দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত অনূর্ধ্ব-১৭ শিশুদের ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধন শেষে প্রথম ম্যাচের খেলা কিছুক্ষণ উপভোগ করেন আসিফ মাহমুদ।

আন্তর্জাতিক ক্রীড়া দিবসের সাথে সামঞ্জস্য রেখে এবারের ক্রীড়া দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’।

এরপর জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে প্রতিপাদ্য বিষয়ের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এক বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা আজ জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করছি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে ক্রীড়া ক্ষেত্রে কিছু পলিসি নিয়ে কাজ করছে। যার মধ্যে বিগত সময় বিভিন্ন সেক্টরকে যেভাবে ধ্বংস করা হয়েছে, ঠিক একইভাবে ক্রীড়া ক্ষেত্রেও আমাদের ফেডারেশনগুলো এবং উপজেলা-জেলা, বিভাগীয় সংস্থাগুলো অনেকাংশেই রাজনৈতিকভাবে বেদখল হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই, যে সরকারই ক্ষমতায় থাকুক বাংলাদেশ যে পরিস্থিতিতেই যাক না কেন, ক্রীড়া ক্ষেত্রটা প্রকৃত যারা ক্রীড়া সংগঠক, যারা সাবেক ক্রীড়াবিদ আছেন, ক্রীড়া সংশ্লিষ্ট-ক্রীড়ানুরাগী তাদের হাতেই থাকা উচিত এবং তাদের হাতেই নিরাপদ। অন্তর্বর্তীকালীন সরকার সেই উদ্দেশ্য ও লক্ষ্যকে সামনে রেখে ক্রীড়া ফেডারেশনগুলোতে পরিবর্তন এবং ফেডারেশনগুলো কমিটি পুনঃগঠন কাজ চলমান আছে। ক্রীড়া ক্ষেত্রে মান উন্নয়নের জন্য সকলেই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে যাচ্ছেন এবং বিগত সাত মাসে অনেক ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন ক্রীড়াবিদরা। এজন্য তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানাতে চাই।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদসহ আরও অনেকে।

সবশেষে সুবিধাবঞ্চিত অনূর্ধ্ব-১৭ শিশুদের ফুটবল টুর্ণামেন্টে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন আসিফ মাহমুদ।

এছাড়াও তারুণ্যের শক্তি ধারণ করে দিবসটি উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, দেশি ও আন্তর্জাতিক সংস্থা, ক্রীড়া ফেডারেশন, এ্যাসোসিয়েশন, বোর্ড, ক্রীড়া সংগঠকসহ ক্রীড়াঙ্গনের সর্বস্তরে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়।

খেলাধুলা শিশু ও তরুণদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এর মাধ্যমে প্রতিযোগিতামূলক মনোভাব, শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্বজ্ঞান ও কর্তব্যপরায়ণতার সৃষ্টি হয়। দেশ বদলের প্রত্যয়ে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারুণ্য নির্ভর বাংলাদেশের এ বিশাল জনগোষ্ঠীকে পুনর্জীবিত করতে দেশব্যাপী ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন করেছে। সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত মূল্যবোধের মেলবন্ধনে আয়োজিত এই উৎসবে তরুণরা দেশ পুর্নগঠনে তাদের সৃজনশীলতা, মেধা, যোগ্যতা ও মননশীলতার স্বাক্ষর রেখেছে।

সময়ের পরিক্রমায় দেশের ক্রীড়াঙ্গনের ব্যাপক বিস্তৃতি ঘটেছে। পাশাপাশি ক্রীড়া অবকাঠামোর বুনিয়াদ শক্ত হয়েছে। রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চলে ক্রীড়ার ব্যাপ্তি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দেশের সকল উপজেলায় ইতোমধ্যে ১২৫টি মিনি স্টেডিয়াম নির্মিত হয়েছে। আরও ২০১টি উপজেলায় মিনি স্টেডিয়ামের নির্মাণের পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ৪টি বিভাগীয় স্টেডিয়াম, ৬৪টি জেলায় ৬৮টি জেলা স্টেডিয়ামসহ দেশব্যাপী ১৮টি সুইমিংপুল, ১০টি কিট ইনডোর স্টেডিয়াম, ৭টি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের কাজ এগিয়ে চলেছে। জাতীয় ক্রীড়া পরিষদের সার্বিক তত্বাবধানে এ সকল কাজ পরিচালিত হচ্ছে।

আমার বার্তা/এল/এমই

ফিলিস্তিনিদের পক্ষে যা বললেন টাইগার ক্রিকেটাররা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বছরের পর বছর ধরে বর্বরতা চালিয়ে আসছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রতিদিনই দীর্ঘ

স্কটল্যান্ডকে হারিয়ে বাছাই পর্বের প্রস্তুতি শুরু বাংলাদেশের

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী দল। গতকাল আনুষ্ঠানিক

তোমরা আমাদের হৃদয়ে আছো, ফিলিস্তিনিদের নিয়ে জামাল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বর হামলা অব্যাহত রয়েছে। এ ভূখন্ডে গত একদিনে

গাজার ওপর ধ্বংসযজ্ঞ চালানোর প্রতিবাদে নেমেছে ক্রীড়াঙ্গনের তারকারা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরাইল। প্রতিদিনই বাড়ছে লাশের মিছিল। গাজার ওপর এমন ধ্বংসযজ্ঞ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল আফ্রিকান ইউনিয়ন

বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ পুনর্বহালের দাবি

মার্চে ৪৪২ নারী নির্যাতনের শিকার, ধর্ষণ ১৬৩: মহিলা পরিষদ

বাংলাদেশকে তার মানচিত্র নতুনভাবে আঁকতে হতে পারে: রিজওয়ানা হাসান

রাষ্ট্র সংস্কারে সাধারণ মানুষের মতামত নিতে জরিপ চালাবে ঐকমত্য কমিশন

বিনা মূল্যে মাইক্রোসফটের এআই কোর্স, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙার সুযোগ

ফিলিস্তিনিদের পক্ষে যা বললেন টাইগার ক্রিকেটাররা

বরখাস্ত হলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহমিনা রহমান

রোববার তিন পার্বত্য অঞ্চলে ব্যাংক বন্ধ

বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে অভূতপূর্ব সাড়া: বিডা চেয়ারম্যান

মুন্সীগঞ্জে মেডিকেল কলেজের জন্য জায়গা নির্ধারণ হয়ে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসরায়েলি পণ্য ‌স্প্রাইট মাটিতে ফেলে ঢাকা উত্তর বিএনপির প্রতিবাদ

ত্বকে রেটিনল বা সিরাম ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা

শুল্ক প্রস্তাব ৩ মাসের জন্য স্থগিত চেয়ে ট্রাম্পকে ইউনূসের চিঠি

ফিলিস্তিনে ইসরায়েলি অব্যাহত গণহত্যায় বাংলাদেশের নিন্দা

বাংলাদেশ চা বোর্ডের লিখিত পরীক্ষা ১৮ এপ্রিল

অর্থবছরের ৯ মাসে রপ্তানি প্রবৃদ্ধি ১০.৬৩ শতাংশ

বিচার বিভাগ বাদ দিয়ে কোনো সংস্কার স্থায়িত্ব পাবে না: প্রধান বিচারপতি

গাজার অর্ধেক ইসরায়েলের দখলে, নিজভূমে পরবাসী ফিলিস্তিনিরা

শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়ায় তেলের দামে ধস