বাংলাদেশ চা বোর্ডের চারটি পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চা বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, গাড়িচালক, প্লাম্বার ও স্টোরকিপার (ভান্ডাররক্ষক) পদের লিখিত পরীক্ষা ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের নাসিরাবাদের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা নেওয়া হবে।
সঠিক আবেদনকারীদের অনুকূলে ইতিমধ্যে প্রবেশপত্র ইস্যু করা হয়েছে। কোনো যোগ্য প্রার্থী লিখিত পরীক্ষার প্রবেশপত্র ১২ এপ্রিলের মধ্যে না পেয়ে থাকলে এই নম্বরে (০১৬৭৫-২৩১৫৭৮) যোগাযোগ করতে বলা হয়েছে।
বাংলাদেশ চা বোর্ডের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য ২০২৪ সালের ১৭ এপ্রিল, ২৮ আগস্ট ও ৩১ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।
আমার বার্তা/এল/এমই