ই-পেপার শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩২

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে পাকিস্তানের প্রস্তাবে রাজি ভারত

আমার বার্তা অনলাইন
০৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪৪

ভারত অনড়। পাকিস্তানও অনড়। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি অবস্থানে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নিয়ে জটিলতা চরমে। টুর্নামেন্টটি মাঠে গড়াতে আর দুই মাসের মতো সময় বাকি আছে। কিন্তু এখনও পর্যন্ত দুইবার বৈঠকে বসলেও ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা—আইসিসি।

ভারতের পাকিস্তানে যেতে অনাগ্রহ এবং পাকিস্তানের হাইব্রিড মডেলে অনীহার কারণে সৃষ্টি হওয়া জটিলতায় পড়েছে বৈশ্বিক এই আসর। চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে গত ২৯ নভেম্বর প্রথমবার বৈঠকে বসেছিল আইসিসি। কিন্তু মাত্র ১৫ মিনিটেরও কম সময়ের মাঝে বোর্ড সভা পণ্ড হয়ে যায়। জয় শাহ আইসিসির সভাপতি হওয়ার পর তার অধীনে গতকাল (বৃহস্পতিবার) প্রথম সভা হওয়ার কথা ছিল। যার জন্য বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড সভাপতি দুবাই আইসিসির কার্যালয়ে হাজির ছিলেন। কিন্তু স্থগিত হয়ে গেছে এবারের সভাও।

সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, আগামী ৭ ডিসেম্বর পুনরায় সভায় বসবে আইসিসি। পাকিস্তানের অবস্থানের বিষয়ে ভারত প্রতিক্রিয়া না জানানোয় সভা করতে দেরী হচ্ছে। এদিকে, সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে আরেকটি খবর সামনে এসেছে। চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে জট কেটেছে বলেই সূত্রের খবর।

আইসিসির এক সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, হাইব্রিড মডেল নিয়ে পাকিস্তানের প্রস্তাব মেনে নিয়েছে ভারতীয় বোর্ড। পাক বোর্ডের দাবি ছিল, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত যদি হাইব্রিড মডেলে খেলে তাহলে আগামী দিনে ভারতের আয়োজিত টুর্নামেন্টগুলোতে পাকিস্তানও হাইব্রিড মডেলে খেলবে। শোনা যাচ্ছে, পিসিবির এই দাবিতে সায় দিয়েছে বিসিসিআই।

আইসিসির এক কর্মকর্তা বলছেন, সবপক্ষের সম্মতিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি খেলা হবে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে। ভারত দুবাইয়ে ম্যাচ খেলবে। আইসিসি মনে করছে এতে সব পক্ষের দাবিই মানা হলো।

প্রসঙ্গত, আগামী বছরের ফেব্রুয়ারি এবং মার্চে চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা। পাকিস্তানে প্রতিযোগিতা না হলে নাম তুলে নেওয়ার হুমকি দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। কিন্তু তারা নিজেদের দাবি থেকে পিছিয়ে এসে হাইব্রিড মডেল মেনে নিচ্ছে। কিন্তু ২০৩১ সাল পর্যন্ত ভারতে খেলতে না গিয়ে তাদেরও হাইব্রিড মডেলে নিরপেক্ষ দেশে খেলা আয়োজনের সুযোগ দিতে হবে বলে দাবি করেছিল পিসিবি। কিন্তু সেটা ২০২৭ সাল পর্যন্ত মানা হয়েছে।

এই সময়ের মধ্যে ভারত নারীদের ওয়ানডে বিশ্বকাপ এবং ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। এই নিয়ম মেনে ওই দু’টি প্রতিযোগিতায় পাকিস্তান ভারতে খেলতে আসবে না। ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে আয়োজক দেশ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা। ফলে পাকিস্তানের ম্যাচগুলো সে দেশে দেওয়া হতে পারে। মেয়েদের বিশ্বকাপে হয়তো পাকিস্তান অন্য কোনো নিরপেক্ষ দেশে ম্যাচগুলো খেলবে।

টুর্নামেন্ট শুরুর অন্তত ৯০ দিন আগে সূচি ঘোষণা করার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। শনিবার যদি বৈঠক হয় সেখানে আইসিসি কী সিদ্ধান্ত নেয় সেই দিকে নজর থাকবে। সেই সঙ্গে সূচি ঘোষণা করা হয় কি না তাই নিয়েও আগ্রহ থাকবে।

মেয়াদ শেষের আগেই চাকরি ছাড়লেন পোথাস

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহকারি কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নিক পোথাস। পারিবারিক কারণ দেখিয়ে

নারী ফুটবলারকে ‘মোটা’ বলায় বরখাস্ত হলেন ফেডারেশন সভাপতি

ফুটবল মাঠে হরহামেশায় বর্ণবাদের শিকার হন ফুটবলাররা। তবে সম্প্রতি বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে কঠোর অবস্থান

কার্লোর চাকরি বাঁচিয়ে বড় জয় এনে দিলেন এনড্রিক

স্প্যানিশ সুপার কোপার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। এরপরই লস ব্লাঙ্কোস কোচ

মিস ইউ লিখে বিসিবির চাকরি ছাড়লেন নিক পোথাস

পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহকারী কোচের চাকরি ছাড়লেন সাবেক প্রোটিয়া ব্যাটার নিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করল ইসরাইল

১৮ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

সাভারের আরন ডেনিম লিমিটেডের সুনাম নষ্ট করার পাঁয়তারা

বেনাপোলে ১২৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ১

প্রিমিয়াম হোল্ডিংসের পিঠা উৎসব ও আবাসন মেলা

আজই যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেবে ইসরায়েল

পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে : চরমোনাই পীর

ভবনের ছিল না সেফটি প্ল্যান, নোটিশ দেওয়া হয় কয়েকবার

সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের মোবাইল চুরি

‘উত্তর কোরিয়া স্টাইলে’ চুক্তি সই করতে মস্কোয় ইরানের প্রেসিডেন্ট

নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিলেন সারজিস আলম

তিন ঘণ্টা পর হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে

শেখ হাসিনা এখনও কী স্ট্যাটাসে ভারতে আছেন

আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করেছে ইসরায়েল ও হামাস

হাজারীবাগে ট্যানারি গুদামের আগুন নিয়ন্ত্রণে ১২ ইউনিট

অতি মুনাফা ও বাজার অর্থনীতি পরিবেশ ধ্বংসের মূল কারণ

মেয়াদ শেষের আগেই চাকরি ছাড়লেন পোথাস

নারী ফুটবলারকে ‘মোটা’ বলায় বরখাস্ত হলেন ফেডারেশন সভাপতি

হোয়াইট হাউসে হামলার চেষ্টার দায়ে ভারতীয় নাগরিকের কারাদণ্ড

সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ-বুরহানের ওপর নিষেধাজ্ঞা