শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকে ১-০ ব্যবধানে সিরিজ হারের পর রঙিন পোশাকের মিশন শুরু বাংলাদেশের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় খেলা শুরু হবে।
ওয়ানডের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে প্রথমবার মাঠে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে নতুন করে যাত্রা শুরু হচ্ছে তার। নতুন যুগের সূচনা হলো বাংলাদেশেরও।
বাংলাদেশ ক্রিকেট বহুল উচ্চারিত পঞ্চপান্ডব—মাশরাফি বিন মোর্ত্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া কোনো ওয়ানডে হচ্ছে ২০ বছর পর। মাঝের সময়ে এই পাঁচ জনের কেউ না কেউ ছিলেন বাংলাদেশের স্কোয়াডে। শেষবার এই পাঁচজনের একজনও ছিলেন না এমন ওয়ানডে হয়েছিল ২০০৫ সালে আর প্রেমাদাসাতে। কাকতালীয়ভাবে এবার একই মাঠে পঞ্চপাণ্ডবহীন মেহেদির নতুন বাংলাদেশ নামছে।
দুই অভিষিক্ত ক্রিকেটার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ওয়ানডে অভিষেক হচ্ছে উইকেটকিপার–ব্যাটার পারভেজ হোসেন ইমন ও বাঁহাতি স্পিনার তানভীর হোসেনের। অন্যদিকে, স্বাগতিক দলেও এক অভিষেক হচ্ছে। প্রথম ওয়ানডে খেলতে নামছেন পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকে।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ : নিশান মাদুস্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহিশ থিকশানা, ইশান মালিঙ্গা ও আসিথা ফার্নান্দো।
আমার বার্তা/এমই