যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট বিশ্বজুড়ে ৯ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। কোম্পানিটি বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে আরও বড় পরিসরে বিনিয়োগ এবং সংগঠনকে আরও দক্ষ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়, বাজার ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে কোম্পানির বিভিন্ন টিমে সাংগঠনিক পরিবর্তন আনা হচ্ছে। এরই অংশ হিসেবে এই ছাঁটাই।
২০২৪ সালের হিসাব অনুযায়ী, মাইক্রোসফটের বৈশ্বিক কর্মীসংখ্যা প্রায় ২ লাখ ২৮ হাজার। সেখান থেকেই ৯ হাজারের বেশি কর্মী ছাঁটাই করা হচ্ছে, যা মোট কর্মীবলের প্রায় ৪ শতাংশ।
এর আগে চলতি বছরের মে মাসেও প্রতিষ্ঠানটি ৬ হাজার কর্মী ছাঁটাই করেছিল।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবস্থাপনার স্তর কমানো এবং এআই প্রযুক্তিকে বিভিন্ন পণ্যে আরও বেশি অন্তর্ভুক্ত করাই এ সিদ্ধান্তের মূল কারণ। কোম্পানিটির লক্ষ্য, কর্মীরা যেন এআই-এর সহায়তায় আরও সৃজনশীল ও ফলপ্রসূভাবে কাজ করতে পারেন।
বিশ্লেষকেরা বলছেন, ওপেনএআই-এর সঙ্গে অংশীদারত্ব এবং জেনারেটিভ এআই প্রযুক্তির উন্নতির সঙ্গে তাল মিলিয়ে মাইক্রোসফট ব্যাপক বিনিয়োগ করছে। এতে অবকাঠামোগত খরচ বেড়ে গেছে। ব্যয় নিয়ন্ত্রণ এবং ভবিষ্যতের জন্য সংগঠনকে প্রস্তুত করতেই কর্মী কমানোর পথ নিয়েছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফট বলেছে, ছাঁটাই হওয়া কর্মীদের জন্য সেভারেন্স প্যাকেজ, স্বাস্থ্যবীমা এবং পুনঃকর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে।
বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে ছাঁটাই ও পুনর্গঠনের প্রবণতা বাড়ছে। গুগল, মেটা এবং অ্যামাজনের মতো বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানও এরই মধ্যে একই পথে হাঁটছে। বিশ্লেষকদের মতে, এই ধারা ভবিষ্যতে আরও বাড়তে পারে।
আমার বার্তা/জেএইচ