ই-পেপার মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

বার্সেলোনার বিরুদ্ধে মামলা করলেন অ্যাগুয়েরো

আমার বার্তা অনলাইন:
১২ অক্টোবর ২০২৪, ১৫:৩২

বার্সেলোনার বিরুদ্ধে মামলা করেছেন আর্জেন্ট্নিা সাবেক ফুটবলার সার্জিও অ্যাগুয়েরো। স্প্যানিশ লা লিগার ক্লাবটির কাছ থেকে ৩২ লাখ মার্কিন ডলার পাওনা আদায়ের লক্ষ্যে এই মামলা করেন তিনি।

গেল কয়েকদিন ধরেই অ্যাগুয়েরোর মামলার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল। তবে আনুষ্ঠানিকভাবে কোনো নথিপত্র সামনে না আসায় নিশ্চিত করে কিছু বলা যায়নি। এবার সেই মামলার নথি প্রকাশিত হয়েছে। বার্সার কাছে একটি কপি পাঠানো হয়েছে। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে জানিয়েছে ইএসপিএন।

২০২১ সালে ম্যানচেস্টার সিটি থেকে ফ্রি-এজেন্ট হিসেবে বার্সার সঙ্গে চুক্তি করেছিলেন অ্যাগুয়েরো। কিন্তু দুই বছরের চুক্তি করেও স্বপ্নের ক্লাবে তিনি খেলতে পেরেছেন মাত্র ৪ ম্যাচ। অ্যাগুয়েরোর হৃদপিন্ডের সমস্যা দেখা দিলে তাকে অবসরে পাঠায় স্প্যানিশ লা লিগার ক্লাবটি।

ওই বছরের ডিসেম্বরে অ্যাগুয়েরো যখন আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন, তখন মনে হয়েছিল ক্লাব সঙ্গে পারস্পরিক সমঝোতার মাধ্যমেই সবকিছু করেছেন তিনি। কিন্তু নতুন করে অ্যাগুয়েরো আইনি পদক্ষেপে বোঝা গেল, এর পেছনে ভিন্ন ঘটনাও রয়েছে।

এদিকে অ্যাগুয়েরোর মামলা মোকাবেলার প্রস্তুতির কথা জানিয়েছে বার্সা।

আগামী ১৯ অক্টোবর বার্সার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেখানের আলোচনায় অ্যাগুয়েরোর বিষয়টি উঠে আসবে। ওই বৈঠকে সভার সদস্যগণ গেল অর্থ বছরের চূড়ান্ত আর্থিক বিবৃতিকে চ্যালেঞ্জ করতে পারেন। একই সঙ্গে গেল মৌসুমে ৯ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার ক্ষতির হিসাবও উত্থাপন করবে বার্সা।

এর আগে স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দিপোর্তিভো জানিয়েছে, বার্সার ২০২৩-২৪ সালের বার্ষিক আর্থিক প্রতিবেদনে অ্যাগুয়েরোর অর্থ দাবির বিষয়টি উঠে আসে। প্রতিবেদনে দেখা গেছে, বার্সার বিপক্ষে আইনি লড়াইয়ে যাচ্ছেন অ্যাগুয়েরো। চলতি বছরের মে মাসে ক্লাবটির কাছে ৩২ লাখ মার্কিন ডলার পাওনা দাবি করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার, এমনটি উল্লেখ করা হয়েছে।

২০২১ সালের ডিসেম্বরে অবসরের সময় বার্সায় দ্বিতীয় মৌসুমের অর্থ মওকুফ করেছিলেন অ্যাগুয়েরো। আর্জেন্টাইন তারকার প্রত্যাশা ছিল, প্রথম মৌসুমের অর্থ তাকে পরিশোধ করবে বার্সা। সেটি দেওয়ার অঙ্গীকারও করেছিলেন বার্সার তৎকালীন ক্রীড়া পরিচালক মাতেউ আলেমানি।

আলেমানি জানায়, অ্যাগুয়েরোকে বিমার মাধ্যমে অর্থ পরিশোধ করবে বার্সা। তবে ক্লাবে যোগ দেওয়ার আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন আর্জেন্টাইন তারকা, এমন অভিযোগে সে অর্থ দিতে অস্বীকৃতি জানায় বিমা সংস্থা। পরে বিমা কোম্পানির দেখানো পথে হাঁটে বার্সাও এবং অর্থ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। যার শেষ পরিণতি দেখা গেল এবার।

আমার বার্তা/এমই

পন্টিং-স্টিভ ওয়াহকে সরিয়ে সর্বকালের সেরা অধিনায়কের আসনে রোহিত

ক্রিকেটের দুনিয়ায় অধিনায়কের গুরুত্বটাই আলাদা। খেলার মাঠে ক্রিকেটে একজন অধিনায়কের উপস্থিতিই অনেকটা সময় বদলে দেয়

চলতি বছরে সর্বোচ্চ বেতন পাবেন তাসকিন, বাকিরা কত

আসন্ন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। এ ছাড়াও টেস্ট ক্রিকেটে বাড়তি

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার রিয়াদের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবি’কে তিনি অনুরোধ

আফগানিস্তানের ক্রিকেটকে নিষিদ্ধ করতে আইসিসিকে হিউম্যান রাইটসের চিঠি

২০২১ সালে ক্ষমতায় যাওয়ার পর আফগানিস্তানে নারীদের ক্রিকেটকে নিষিদ্ধ ঘোষণা করে তালেবান সরকার। এরপরই বিশ্বক্রিকেট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুর জেলা প্রেসক্লাবের কমিটি গঠন

বাংলাদেশে গ্যাস অনুসন্ধান কাজের ধারাবাহিকতা চায় রাশিয়া

বাংলাদেশ বিষয়ে চীনের নীতিতে কোনও পরিবর্তন আসবে না: ইয়াও ওয়েন

নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে: ফরিদা আখতার

প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখের পদযাত্রায় হাতাহাতি, আহত পুলিশ

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা: ১০ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

অনেকেই পাচারের টাকা ফেরত দিতে অফার করেছেন: আনিসুজ্জামান

১৭ মিনিটের অবরোধ শেষে ৬ দাবি জানালেন শিক্ষার্থীরা

কক্সবাজা‌রে বর্জ‌্য ব‌্যবস্থাপনায় ইউএনডিপি-জাপা‌নের চু‌ক্তি সই

সাগরমাথা সম্বাদ সংলাপ ফোরামে পররাষ্ট্র উপ‌দেষ্টা‌কে আমন্ত্রণ

নরসিংদীতে ধর্ষকের বিচার দাবিতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন

রাখাইন পরিস্থিতি ও বাংলাদেশ – প্রত্যাশা ও প্রস্তুতি

চুক্তির ফাঁকফোকরে অধরা বিদেশি প্রতিষ্ঠানের আয়কর

শেখ হাসিনা-জয়-রেহানার ১২৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

মুস্তফা কামাল ও নিজাম হাজারীসহ ১২ এজেন্সি মালিকের বিরুদ্ধে মামলা

এলডিসি থেকে উত্তরণ পেছাতে জাতিসংঘে আবেদন করবে সরকার

জিয়ার স্বাধীনতা পদক পুনর্বহাল, এবার পুরস্কার পাচ্ছেন ৭ জন

জাবিতে সায়েন্স ক্লাব কর্তৃক ইফতার মাহফিল ও সায়েন্টিফিক টক অনুষ্ঠিত

সুদা সদনসহ শেখ হাসিনা পরিবারের সম্পত্তি জব্দের আদেশ

রাখাল রাহার বিরুদ্ধে কাগজ কেনায় ৪০০ কোটি টাকা বাণিজ্যের তথ্য ভুয়া