কারো ঘরে প্রবেশের আগে অনুমতি নেওয়া জরুরি। সবাই নিজের ঘরে স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পছন্দ করেন। এ সময় ঘরে অন্য কারো প্রবেশ পছন্দ নাও হতে পারে। একান্ত মুহূর্তটিতে কারো ঘরে বা তার কাছে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই অনুমতি নিতে হবে। সালাম দিয়ে তাকে জিজ্ঞেস করতে হবে— ঘরে বা আপনার কাছে আসার অনুমতি আছে কিনা?
অন্যের ঘরে প্রবেশের সময় অনুমতি গ্রহণের বিষয়টি রাসুল (সা.) নিজেই সাহাবিদের শিখিয়েছেন। হজরত কেলাদা ইবনে হাম্বল বলেছেন, আমি একবার বিনা সালামে ও বিনা অনুমতিতে রাসুল (সা.)-এর ঘরে প্রবেশ করলাম । রাসুল (সা.) তখন বললেন, বাইরে যাও এবং বলো—আসসালামু আলাইকুম, আমি ভিতরে প্রবেশ করতে পারি? (আবু দাউদ, তিরমিজি)
অন্য হাদিসে হজরত জাবের (রা.) বলেছেন, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি প্রথমে সালাম বলবে না, তাকে প্রবেশের অনুমতি দিয়ো না। (বায়হাকী)।
বাগবী লিখেছেন, এক লোক হজরত ইবনে ওমরের (রা.) বাড়িতে গিয়ে বললেন, আমি কি ভিতরে প্রবেশের অনুমতি পেতে পারি? হজরত ইবনে ওমর বললেন, না। ওই লোকের সঙ্গী বললেন, প্রথমে সালাম বলো, তারপর ঘরে প্রবেশের অনুমতি চাও। লোকটি তাই করলো। তখন হজরত ইবনে ওমর (রা.) তাকে প্রবেশের অনুমতি দিলেন।
সাহাবিরা এই বিষয়টিতে খুব গুরুত্ব দিতেন। তারা নিজের একান্ত আপনজনদের কাছে যাওয়ার আগেও অনুমতি চাইতেন। হজরত আবু মুসা ও হজরত হুজায়ফা (রা.) ঘরের মাহরাম নারীদের কাছে যাওয়ার আগেও অনুমতি চাইতেন।
হজরত আতা ইবনে ইয়াসার থেকে হাসান বর্ণনা করেন, এক লোক একবার রাসুল (সা.)-কে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল (সা.)! আমি কি আমার মায়ের কাছে যাওয়ার আগেও অনুমতি চাইবো? রাসুল (সা.) বললেন, হ্যা। লোকটি বললো, আমি তো তার সঙ্গেই থাকি। রাসুল (সা.) বললেন, তবুও। লোকটি বললো, আমি তো তার সেবক । রাসুল (সা.) বললেন, তবুও । তুমি কি তোমার আম্মাকে বিবস্ত্র দেখতে চাও। লোকটি বললো, না। রাসুল (সা.) বললেন, তবে তার কাছে যাওয়ার আগেও অনুমতি চেয়ে নিও ৷ (মুয়াত্তা ইমাম মালেক, হাদিস : ১৭২৯)
হাদিস থেকে জানা যায়, মহানবী (সা.) কারো ঘরে প্রবেশের আগে প্রথমে সালাম দিতেন এবং পরে প্রবেশ করার অনুমতি নিতেন। অনেক সময় তিনি কারো ঘরে প্রবেশের আগে তিন তিনবার অনুমতি চাইতেন। কখনো কখনো কোন উত্তর না পেলে তিনি ফিরে যেতেন। ঘরে প্রবেশের অনুমতি চাওয়ার সময় দরজার ডানে অথবা বামে দাঁড়াতেন, একেবারে সামনে দাঁড়াতেন না যেনো (দরজা খোলা থাকলে অথবা খোলা হলে) সরাসরি ভিতরে নজর না পড়ে। (বুখারি, আবু দাউদ)
হাদিসের আলোকে কারো ঘরে প্রবেশের সুন্নত পদ্ধতি হলো— প্রথমে বাইরে থেকে সালাম করবে, এরপর নিজের নাম নিয়ে বলবে যে, অমুক ব্যক্তি সাক্ষাত করতে চায়।
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন,
یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَدۡخُلُوۡا بُیُوۡتًا غَیۡرَ بُیُوۡتِكُمۡ حَتّٰی تَسۡتَاۡنِسُوۡا وَ تُسَلِّمُوۡا عَلٰۤی اَهۡلِهَا ؕ ذٰلِكُمۡ خَیۡرٌ لَّكُمۡ لَعَلَّكُمۡ تَذَكَّرُوۡنَ
হে মুমিনগণ! তোমরা নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে তাদের অনুমতি না নিয়ে এবং তাদেরকে সালাম না করে; এটাই তোমাদের জন্য শ্রেয়, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর। (সুরা নুর, আয়াত : ২৭)
আমার বার্তা/জেএইচ