সিজদা আরবি শব্দ। এর অর্থ হচ্ছে -- বিনয়, মাথানত করা, ঝুঁকে পড়া, চেহারা মাটিতে রাখা ইত্যাদি। পবিত্র কোরআনে এমন কিছু আয়াত রয়েছে, যেগুলো তিলাওয়াত করলে বা শুনলে মুমিন পাঠক ও শ্রোতাকে আল্লাহর উদ্দেশে একটি সেজদা করতে হয়। একে সেজদায়ে তিলাওয়াত বা তিলাওয়াতে সেজদা বলা হয়। এই সেজদা করা ওয়াজিব।
তিলাওয়াতে সিজদার পদ্ধতি হলো, হাত না উঠিয়ে দাঁড়ানো থেকে আল্লাহু আকবার বলে সোজা সিজদায় চলে যেতে হবে। সুবহানা রাব্বিয়াল আলা তিনবার পড়ে আল্লাহু আকবার বলে দাঁড়াতে হবে। সিজদা মাত্র একটি হবে। এতে তাশাহহুদ নেই, সালামও নেই। এ সেজদার জন্য হাত উঠাতে বা হাত বাঁধতে হবে না। দুটি সেজদাও করতে হবে না। এক সেজদাই যথেষ্ট। যদি একসঙ্গে কয়েকটি তিলাওয়াতে সেজদা পড়া হয় তবে এক তাকবিরে আলাদা সেজদা দেবে।
কোরআন তেলাওয়াতের সিজদা কয়টি ও কী কী
কোরআনে মোট ১৪ টি সেজদার আয়াত আছে। ১. সুরা আরাফ ২০৬ (পারা ৯)। ২. সুরা রাদ ১৫ (পারা ১৩)। ৩. সুরা নাহল ৫০ (পারা ১৪)। ৪. সুরা বনি- ইসরাঈল ১০৯ (পারা ১৫)। ৫. সুরা মারইয়াম ৫৮ (পারা ১৬)। ৬. সুরা হজ্জ ১৮ (পারা ১৭)। ৭. সুরা ফুরকান ৬০ (পারা ১৯)। ৮. সুরা নামল ২৬ (পারা ১৯)।
৯. সুরা সাজদাহ ১৫ (পারা ২১)। ১০. সুরা সোয়াদ ২৪ (পারা ২৩)। ১১. সুরা হা মীম সেজদাহ ৩৮ (পারা ২৪)। ১২. সুরা নাজম ৬২ (পারা ২৭)। ১৩. সুরা ইনশিকাক ২১ (পারা ৩০)। ১৪. সূরা আলাক্ব ১৯ (পারা ৩০)।
আমার বার্তা/এল/এমই