ই-পেপার বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

হারাম টাকা দিয়ে ইবাদত হয়না: ধর্ম উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
০৯ এপ্রিল ২০২৫, ১৬:৩৬
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন : ছবি- সংগৃহীত

হজ ভাগ্যের ব্যাপার। টাকা কিংবা বিত্তবৈভব থাকলেই হজ করা যাবে, এ কথা ঠিক নয়। অনেকের টাকা থাকা সত্ত্বেও আজ যাবে, কাল যাবে করে যেতে পারে না। মানুষ যখন মায়ের পেটে থাকে তখনই কে কতদিন দুনিয়ায় থাকবে, কী পরিমাণ রিজিক পাবে, সৎকর্ম করবে কিনা, হজ করতে পারবে কিনা- এ বিষয়গুলো নির্ধারিত হয়ে যায়।

বুধবার (৯ এপ্রিল) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হজযাত্রী প্রশিক্ষণ ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, হালাল টাকা খরচ করে হজ করতে হবে। হারাম টাকা দিয়ে ইবাদত হয় না।

ধর্ম উপদেষ্টা বলেন, মানুষের মাঝে সুদ-ঘুষ, দুর্নীতির মাধ্যমে অর্থ কামানোর প্রবণতা রয়েছে। তবে অসৎপথে উপার্জিত অর্থে হজ কবুল হবে না। হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, কোনো দুর্নীতিবাজ, লুটেরা, সুদখোর, ঘুষখোররা যখন হারাম শরিফে গিয়ে বলে আল্লাহ আমি হাজির, তখন ফেরেশতারা সমস্বরে বলতে থাকে তোমার হাজিরা কবুল হয়নি। তিনি সবাইকে সৎপথে অর্থ উপার্জনের অনুরোধ জানান।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, হজব্রত পালনে শারীরিক কষ্ট ও অর্থ ব্যয়ের প্রশ্ন জড়িত রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে পরিবহন সেবা নাও পাওয়া যেতে পারে। পায়ে হেঁটে মিনা-আরাফাত-মুজদালিফায় যেতে হতে পারে। হাজিদেরকে কষ্ট বা ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে, সবকিছু সহজে মেনে নিতে হবে। আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করতে হবে।

প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, প্রশিক্ষণ মানুষকে কুশলী করে তোলে। প্রশিক্ষণের মাধ্যমেই কর্মে সিদ্ধিলাভ করা যায়। যতবেশি মনোযোগ সহকারে হজ প্রশিক্ষণ গ্রহণ করা যাবে হজের আনুষ্ঠানিকতা পালন ততবেশি সহজ হবে। তিনি হজযাত্রীদেরকে মনোনিবেশ সহকারে প্রশিক্ষণ গ্রহণের অনুরোধ জানান।

কবুল হজের ফজিলত বর্ণনা করে ড. খালিদ বলেন, কবুল হজের প্রতিদান হলো জান্নাত। হাজিদেরকে আল্লাহতায়ালা সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ করে দেন।

হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক ও হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বক্তৃতা করেন।

এ সময় উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ ও হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা জেলার বেসরকারি মাধ্যমে হজযাত্রীদের মধ্য হতে আজ দুটি ব্যাচে সাত শতাধিক হজযাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামী ১৬ এপ্রিল পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

আমার বার্তা/এমই

নামাজে অজু ভেঙে যাওয়ার সন্দেহ হলে কী করবেন

নামাজের সময় যদি সুনিশ্চিতভাবে বোঝা বা জানা না যায় যে, অজু ভেঙে গেছে বা বায়ু

দেশের সব মসজিদে একই সময় জুমা আদায়ের আহ্বান ইফার

মুসল্লিদের সুবিধার্থে দেশের সব মসজিদে একই সময় (দুপুর ১.৩০ মিনিট) জুমার নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে

আজ থেকে ওমরাহ করতে যেতে পারবেন না কেউ

সৌদি আরবে ওমরাহ করতে আজ রোববার (১৩ এপ্রিল) থেকে  আর কেউ প্রবেশ করতে পারবেন না।

আল্লাহর নবি আইয়ুব (আ.) ও শীতল পানির ঝরনা

আল্লাহ নবি আইয়ুব (আ.) ছিলেন হজরত ইবরাহিমের (আ.) ছেলে হজরত ইসহাকের (আ.) বংশধর। কোরআনের প্রখ্যাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে পরিস্থিতি খারাপ হবে: ফখরুল

ঢাকায় এলেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

স্বাস্থ্যের সেই গাড়িচালক মালেকের ৫ ও স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ডাকসু নির্বাচনের দাবি ছাত্র অধিকার পরিষদের

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের ফলাফল নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি

যে যাই বলুক জুনের পরে নির্বাচন যাবে না: আইন উপদেষ্টা

সিএইচসিপি কর্মীদের তিন দফা দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন

দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

ট্রাম্প প্রশাসনের দুই কূটনীতিক ঢাকায়

চব্বিশের শহীদদের প্রতি রাষ্ট্র উদাসীন: ব্যারিস্টার ফুয়াদ

নতুন মামলায় গ্রেপ্তার মোজাম্মেল-রুপা ও শাকিল

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে এনসিপির নেতাদের বৈঠক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে সরকার কাজ করছে: বশিরউদ্দীন

জনতা ব্যাংক স্টাফ কলেজের আয়োজনে ৩০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু

বিদেশি কূটনীতিকদের মুখে প্রধান বিচারপতির রোডম্যাপের প্রশংসা

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

আন্তর্জাতিক সম্মানজনক পুরস্কারে ভূষিত হলেন বিএমইউর তিন চিকিৎসক

আদালত চত্বরে পুলিশের ওপর হামলা, বিএনপির ৬ নেতা আটক

শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন, হামলাকারীদের ধরতে নির্দেশ