ই-পেপার রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

বিএনপির তৃণমূলে কোন্দলে ৮ মাসে অর্ধশতাধিক নেতাকর্মী নিহত

আমার বার্তা অনলাইন
০৪ মে ২০২৫, ১০:৩৫

গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর শক্তিশালী রাজনৈতিক দল হিসাবে দৃশ্যমান বিএনপি। এরপর থেকে রাজেনৈতিক অন্তর্কোন্দল দলটির প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী নিহত হয়েছেন। এতে বাড়ছে দলটির তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে বৈরিতা।

এদিকে সংঘাত সহিংসতার বিষয়টি স্বীকার করছেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাও। তাদের দাবি, ব্যবস্থা নেয়ার কারণেই সহিংসতার মাত্রা কমে এসেছে। তবে পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দলটির স্থানীয় পর্যায়ের সহিংসতা।

বিশ্লেষকরা বলছেন, দ্বন্দ্বের পেছনে অর্থনৈতিক স্বার্থ এবং আধিপত্য সৃষ্টির মতো বিষয় ফ্যাক্টর হিসেবে কাজ করছে। একইসঙ্গে নির্বাচন এগিয়ে এলে এই ধরনের ঘটনা আরও বাড়বে বলেও মনে করছেন তারা।

গত পাঁচই এপ্রিল রংপুরের বদরগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে মারা যান দলটির কর্মী লাভলু মিয়া। উপজেলায় আধিপত্য বিস্তার ও ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে ডাকা মানববন্ধনের সময় বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মারা যান তিনি। এই ঘটনায় মামলা দায়ের করেন নিহতের ছেলে মো. রায়হান কবির। তার দাবি, এরইমধ্যে ‘টাকার জোরে আগাম জামিন নিয়েছে’ অভিযুক্তরা।

মো. রায়হান কবির বলেন, আমার বাবা বিএনপির একজন নিবেদিত কর্মী ছিলেন। জ্বালাও-পোড়াওসহ একাধিক মামলায় জেলে গেছেন। গুলিও খেয়েছি আমরা বাপ-ছেলে। অথচ আজ বিএনপির নেতারা নীরব। এই যদি হয় রাজনীতি, তাহলে দেশের জনগণের কাছে অনুরোধ কেউ যেন রাজনীতি না করে। কারণ দলের জন্য গেলাম, গুলি খাইলাম, অথচ দলের কেউ এগিয়ে এসে সহায়তা করলো না।

এই ঘটনার এক সপ্তাহ না যেতেই গত ১১ই এপ্রিল গাজীপুরের ধীরাশ্রম এলাকায় কৃষকদল নেতা রাকিব মোল্লাকে নিজ বাড়ির খুব কাছেই কুপিয়ে হত্যা করা হয়। ডিশ ও ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জেরে খুন হন তিনি। পরিবারের অভিযোগ, খুনের সঙ্গে সংশ্লিষ্টরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত কিংবা দলটির ছত্রছায়ায় রয়েছে।

নিহত রাকিবের মা রুবিনা আক্তার সীমা বলেন, বিএনপির যে জায়গায় রাকিব পৌঁছাতে পারতো, বাকিরা সেই জায়গায় পৌঁছাতে পারবে না বলেই তাকে খুন করা হয়। বিএনপির কিছু লোকজনও আছে, চায় না যে আমার মামলাটা হোক। এরা বলতাছে, বিএনপির লোক থাকলে মামলা হালকা হয়ে যাবে। তাইলে কি বিএনপির লোক অপরাধ করে না? দলের জন্যে কি তাইলে অপরাধ করলে মাফ?।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে, জানুয়ারি থেকে মার্চ মাসে রাজনৈতিক সহিংসতায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল বিএনপির দলীয় কোন্দলেই মৃত্যু হয়েছে ২৬ জনের। একই সংস্থার হিসাবে, গত অগাস্ট থেকে মার্চ মাস পর্যন্ত আট মাসে ৭৬ জন নিহত হয়েছে, যার মধ্যে কেবল বিএনপির অভ্যন্তরীণ সহিংসতায় মারা গেছেন ৫৮ জন।

এ নিয়ে প্রশ্ন করলে অভ্যন্তরীণ বিবাদের বিষয়টি শিকার করে নেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সংঘাত-সহিংসতা হচ্ছে না, সেটা আমরা বলবো না। কিন্তু দেখতে হবে এটাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে কিনা। মোটেই তা হচ্ছে না। জড়িতদের বহিষ্কার করা হয়েছে, পদ স্থগিত করা হয়েছে, শোকজ করা হচ্ছে এবং সেখানে জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূলে– কেউ এখান থেকে বাদ যাচ্ছে না।

আমার বার্তা/জেএইচ

নির্বাচন নিয়ে সরকার মুলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে মনে হয়, তারা

বিএনপি আমলে সাংবাদিকের ওপর নির্যাতন কম হতো: মির্জা ফখরুল

বিএনপি আমলে সাংবাদিকদের ওপর নির্যাতন-নিপীড়নের পরিমাণ অনেক কম ছিল বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা

গণমাধ্যমের ওপর সরকারি হস্তক্ষেপ অনেক কমে গেছে: নাহিদ ইসলাম

গণমাধ্যমে ওপর সরকারি হস্তক্ষেপ আগের তুলনায় অনেকটাই কমে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির

নির্বাচন কবে—বিএনপির কাছে জানতে চেয়েছে রাশিয়া: আমীর খসরু

বাংলাদেশে কবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তা জানতে চেয়েছে রাশিয়া। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিঃসঙ্গতা কাটাবেন যেভাবে

পশুর দাম যেন না বাড়ে সেজন্য কাজ করছে সরকার: ফরিদা আখতার

ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় প্রায় ১৫ একর জমির ধান পুড়ে নষ্ট

জামায়াত নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন

বাংলাদেশিদের জন্য সীমিত পরিসরে আমিরাতের ভিজিট ভিসা চালু

আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের দল ঘোষণা, অধিনায়ক লিটন

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ১৯ টাকা

নারায়ণগঞ্জের আগুনে পুড়ে যাওয়া পাসপোর্ট অফিস চালু হলো

তৌহিদা সুলতানা রুনুর এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম এক্সিলেন্ট অ্যাওয়ার্ড অর্জন

এনা ও স্টারলাইন পরিবহনের ১৯০ গাড়ি জব্দের আদেশ

ঢাবি ক্যাম্পাসে যানজট নিরসনের দাবিতে প্রশাসনকে স্মারকলিপি

এবার কারিগরি শিক্ষকরা দিলেন ৪ দিনের আল্টিমেটাম

উপদেষ্টাদের ৩ এপিএস-পিওর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

নির্বাচন নিয়ে সরকার মুলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে: রিজভী

গরুর মাংসের আঁচার রেসিপি:

গণমাধ্যমগুলোর ১৫ বছরের কার্যকলাপ নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং দরকার

চিন্ময় দাসের জামিন শুনানি হচ্ছে না আজ

সোমবার বিদায় নিচ্ছে স্কাইপ, এক প্রযুক্তি ইতিহাসের সমাপ্তি

আরও ২৫ জনের কৃত্রিম পা সংযোজন করল ‘স্বপ্ন নিয়ে’ সংগঠন

এবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ