ই-পেপার রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

নারী সংস্কার কমিশনের সঙ্গে সংশ্লিষ্টদের প্রকাশ্যে বিচারের দাবি

আমার বার্তা অনলাইন:
২৬ এপ্রিল ২০২৫, ১৮:১৭
বায়তুল মোকাররমে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিলবায়তুল মোকাররমে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, নারী সংস্কার কমিশনের প্রতিটি পৃষ্ঠায় ধর্মের অবমাননা করা হয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে। ঢাকায় তাদের প্রকাশ্যে বিচার করতে হবে। যেন ভবিষ্যতে কেউ এমন প্রস্তাব দেওয়ার সাহস না পান।

শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে ভারতে ওয়াকফ আইনের নামে মুসলিম নির্মূলের চক্রান্তের প্রতিবাদ এবং ‘নারী সংস্কার কমিশন’ বাতিলের দাবিতে গণমিছিল পূর্ব-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ যৌথ কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম। সমাবেশের পর গণমিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে পল্টন হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়।

সৈয়দ ফয়জুল করীম বলেন, নারী সংস্কার কমিশনের নামে ইসলাম অবমাননার এই প্রস্তাব মানা তো দূরের কথা, এ প্রস্তাব দেওয়ার সাহস কোথায় পেয়েছে, সরকারের কাছে জানতে চাই।

তিনি বলেন, সংস্কারের পক্ষে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে ইসলামী আন্দোলন। সরকার যাতে এর জন্য বেশি সময় পায়, আমরা সে সুযোগ দিয়েছি। অথচ মনে হচ্ছে, সরকারের ‘সুখে থাকতে ভূতে কিলায়’।

তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, এ দেশের মানুষ ধর্মের বিরুদ্ধে কোনও কিছু মেনে নেবে না। ধর্মের বিপক্ষে গিয়ে মানুষের পুরো শরীরকে স্বর্ণ দিয়ে বাঁধাই করে দিলেও এ দেশের মানুষ মানবে না। শেখ হাসিনা মেট্রোরেল ও পদ্মাসেতু করলেও তার কথা মানুষ মনে আনে না। তাই এ বিষয়ে সাবধান হয়ে যান। তিনি বলেন, আমরা আপনার প্রশংসা করি বলে অন্যায় করলে বদনাম করতেও সময় নেবো না।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ড. ইউনূসকে একবার বলেছিলাম— কোনও অবস্থাতেই পাশ্চাত্য সংস্কৃতি আমাদের ওপর চাপিয়ে দেবেন না। তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন, এমনটি কখনও হবে না। অথচ আজকে আমাদের মা-বোনদের পতিতা ও পুরুষদের চরিত্রহীন বানাতে চান। তাই পতিতা শব্দের পরিবর্তে যৌনকর্মীদের শ্রমিক বলার প্রস্তাব দেওয়া হয়েছে।

আমরা মনে করি, খারাপ শব্দগুলোর পরিবর্তে ভালো শব্দ লাগিয়ে নারীদের খারাপ কাজে লিপ্ত করতে চায় কমিশন। চোরকে চোর ও ধর্ষককে ধর্ষক কেন বলা হয়? যেন মানুষ এ খারাপ কাজগুলো করতে না পারে। আর সরকার খারাপ কাজগুলো ভালো শব্দে প্রয়োগ করে মানুষকে খারাপ বানানোর চক্রান্ত করছে। এটা এক ধরনের শয়তানি। তিনি নারী সংস্কার কমিশনের তীব্র সমালোচনা করেন। বলেন, ইউনূস সরকারে আশাপাশে যারা আছে, সবগুলোর সঙ্গে ভারতের যোগাযোগ আছে।

ফয়জুল করীম ভারতে ওয়াকফ আইন পুরোপুরি বাতিলের দাবি জানান।

‘মার্চ ফর ঢাকা’ কর্মসূচি

ফয়জুল করীম বলেন, দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। অনেকে নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আমরা বলি, আগে সংষ্কার তারপর নির্বাচন। আগে সংস্কার না নির্বাচন হবে— এ নিয়ে আমরা অচিরেই মার্চ ফর ঢাকা ঘোষণা দেবো। বিষয়টি জনগণই পর্যালোচনা করবে। সংস্কারবিহীন প্রহসনের নির্বাচন জনগণ মানবে না। তিনি বলেন, আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই। যদি স্থানীয় নির্বাচন সুষ্ঠু হয়, তাহলে জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন— ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, সিনিয়র যুগ্মসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসুদ, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন কাসেমী, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা মকবুল হোসাইন, ঢাকা বিভাগীয় নেতা দেলোয়ার হোসাইন সাকী, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমেদ সাকী, ইসলামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হানিফ মিয়া, ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক ইদক অ্যাডভোকেট আব্দুল হানিফ মিয়া, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা জয়নাল আবেদীন, ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শাহাদাৎ হোসেন প্রধানিয়া, ইসলামী যুব আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি হান্নান বিন মোশাররফ, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মুনতাসীর আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আবু বকর সিদ্দিক।

ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইউনুস আহমাদ ইসলামের বিরুদ্ধে অবস্থান না নিতে সরকারকে আহ্বান জানান। তিনি ভারতে ওয়াকফ আইন করে মুসলিম নির্যাতনের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন।

আমার বার্তা/এমই

চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক গভীর হচ্ছে বিএনপির

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় ১৫ বছর চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক রাখা না গেলেও

আ.লীগকে সুযোগ দেওয়া মানে শহীদদের সঙ্গে বেঈমানি করা: ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, গণ-অভ্যুত্থানের পরাজিত শক্তি আওয়ামী লীগের

বাংলাদেশ নতুনধারা জনতার পার্টি নামে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

‘বাংলাদেশ নতুনধারা জনতার পার্টি’ নামে নতুন আরেকটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। শনিবার (২৬ এপ্রিল) সকালে রাজধানী

দুই উপদেষ্টার এপিএসের দুর্নীতির কথা শুনলে হাসিনাও বিস্মিত হবেন

ছাত্রদের কাজ মন্ত্রণালয়ে নয়, তাদের ঠিকানা ক্যাম্পাস মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১ জন

ক্যান্সার রোগীদের দীর্ঘ সময় ভালো রাখা' র ঔষধ!

চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক গভীর হচ্ছে বিএনপির

চরফ্যাশনে বিপুল পরিমাণ গলদা ও বাগদা রেনু জব্দ

‘কাশ্মীরে হামলা সাজানো’ বিস্ফোরক মন্তব্য ভারতীয় সেনার

আ.লীগকে সুযোগ দেওয়া মানে শহীদদের সঙ্গে বেঈমানি করা: ফুয়াদ

নতুন ভোটার ৬৩ লাখ, বাদ গেল ২৩ লাখ মৃত ভোটার

গজারিয়ার বাউসিয়ায় বিএনপি কর্মীদের ঈদ পুনর্মিলন মতবিনিময় সভা

পৌনে দুই ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

বিদ্যুতের লোডশেডিং হলেও মাত্রা সহনীয় থাকবে: ফাওজুল কবির

কর্ণফুলীতে হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে স্বাস্থ্য উপদেষ্টা

দেশেই ভবিষ্যৎ গড়বে শিক্ষার্থীরা, নেতৃত্ব দেবে বিশ্বকে: শিক্ষা উপদেষ্টা

রুয়া নিয়ে একদল চূড়ান্ত নোংরামি শুরু করেছে: রাবি উপাচার্য

ববি অধ্যাপককে অব্যাহতির প্রতিবাদে বরিশালে মানববন্ধন

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচের দল ঘোষণা বাংলাদেশ ‘এ’ দলের

নারী সংস্কার কমিশনের সঙ্গে সংশ্লিষ্টদের প্রকাশ্যে বিচারের দাবি

বৈদ্যুতিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ

নাটকীয় জয়ে ফাইনালে মোহামেডান, অপেক্ষায় আবাহনী

কুমার নদের বালু উত্তোলনকারীদের কঠোর হুঁশিয়ারি শামা ওবায়েদের

অটোরিকশা তৈরির ওয়ার্কশপ-চার্জিং স্টেশন বন্ধে শুরু হচ্ছে অভিযান