ই-পেপার সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

পুলিশ অ্যাকটিভ হলেই বলে বেশি করে ফেলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আমার বার্তা অনলাইন
৩১ আগস্ট ২০২৫, ১৪:০০

পুলিশ অ্যাকটিভ হলে সবাই বলে বেশি করে ফেলেছে। রোববার (৩১ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এমনই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মূলত সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ অ্যাক্টিভ হলে সবাই বলে বেশি করে ফেলেছে। ক্রিকেট খেলায় দাগ দিয়ে তো বলা সম্ভব হয় না, কোনটা ‘ওয়াইড’ হবে। গতকাল (শনিবার) আগুন ধরার পর পুলিশ বাধা দিয়েছে। কিন্তু নিয়ম হচ্ছে আগুন ধরার আগেই অ্যাকশনে যাওয়া। গতকাল চট্টগ্রামেও একটি ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো যেন আস্তে আস্তে কমে যায়, সেজন্য সবার সহযোগিতা দরকার।

নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর ওপর নির্ভর করে নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচনে নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা ঠিক রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহায়তা করবে আইনশৃঙ্খলা বাহিনী। এজন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। জনগণের অবাধ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। এটি রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করতে হবে। সবার সহযোগিতায় অন্তর্বর্তী সরকার অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পারবে বলে আশা করি।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যে দলের কার্যকলাপ নেই, তারা তো চাইবেই নির্বাচন না হোক। এটা প্রতিহত করার দায়িত্ব জনগণ, রাজনৈতিক দলসহ সবার। কেউ যেন নির্বাচন কোনোভাবে বাধাগ্রস্ত করতে না পারে। নির্বাচনের জন্য যতটা প্রস্তুতি দরকার, ততটা প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। বাকিটা নির্ভর করে জনগণ ও রাজনৈতিক দলের ওপর।

আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের বিষয়ে জানিয়ে তিনি বলেন, রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির মিটিং ছিল। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনে পুলিশ যেন নিরপেক্ষ আচরণ করে, সেটি নিয়ে আলোচনা হয়েছে।

উপদেষ্টা বলেন, বৈঠকে প্রধানত আলোচনা হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। পুলিশ সংস্কার কমিশন, রাজনৈতিক দলের সাম্প্রতিক কার্যকলাপ, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ও মাদক নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি ও ফেক নিউজ নিয়েও আলোচনা হয়েছে।

এছাড়াও বৈঠকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জাতির বৃহত্তর স্বার্থ এবং গণতন্ত্রের পথে উত্তরণের জন্য সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থ পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যে ফাটল ধরলে দোসরারা বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকা ও এর আশপাশে এক হাজার ৬০৪টি অবরোধ হয়েছে। ১২৩টি সংগঠন এসব অবরোধ করেছে। এগুলো যদি রাস্তায় না করে, তাহলে জনদুর্ভোগ অনেকটাই কমবে। যানজটের বড় একটি কারণ এটি। এ সময় জনদুর্ভোগ এড়াতে সড়ক বাদ দিয়ে খোলা মাঠ কিংবা উদ্যানে নিজেদের দাবি-দাওয়া চাওয়ার আহ্বান জানান তিনি।

আমার বার্তা/জেএইচ

সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের চেষ্টা করব: সিইসি

সর্বশক্তি দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে একটা সুন্দর নির্বাচন আয়োজনের চেষ্টা করব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন

ডাকসু নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে

নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: আসিফ নজরুল

সরকারের ঘোষিত সময় অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা হবে

৯৩১ কোটি টাকা পাচারের আসামি পুতুল, ব্যবসায়ী ও এনবিআর চেয়ারম্যানসহ ৩৫

সূচনা ফাউন্ডেশনের অনুকূলে অর্থ প্রদান ও কর ফাঁকির মাধ্যমে প্রায় ৪৪৯ কোটি টাকা আত্মসাৎ এবং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের চেষ্টা করব: সিইসি

সংস্কার জিনিসটা যমুনার দেয়ালের ভেতরে আটকে আছে: হোসেন জিল্লুর

গজারিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিলে জনসমুদ্র

বুলগেরিয়া যাওয়ার পথে রুশ জিপিএস জ্যামিংয়ের শিকার ইইউর প্রধানের বিমান

যা দেখছি তাতে এ সরকারের কাছে নিরাপদ বোধ করছি না: মান্না

ডাকসু নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: আসিফ নজরুল

আগস্ট মাসে দেশে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ডলার

নৌ পরিবহন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসকারী মিজানুর রহমান গ্রেপ্তার

দক্ষিণ এশিয়াতে সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি: আমীর খসরু

বাণিজ্য সহজ হলে অর্থনৈতিক সক্ষমতা বাড়বে: বাণিজ্য উপদেষ্টা

৯৩১ কোটি টাকা পাচারের আসামি পুতুল, ব্যবসায়ী ও এনবিআর চেয়ারম্যানসহ ৩৫

দুই বছরের চুক্তিতে বিসিবিতে নিয়োগ পেলেন সাইমন টোফেল

অন্তর্বর্তী সরকার নিয়ে আমাদের মোহভঙ্গ হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য

শুধু দলিলে স্বাক্ষর করলেই সংস্কার হয় না: রেহমান সোবহান

একাদশে দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল যুক্তরাষ্ট্রের কোম্পানি

নওগাঁয় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজ হাসপাতালের কক্ষে মিললো চিকিৎসকের মরদেহ

কামরাঙ্গীরচরে ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু