ই-পেপার বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

জুলাইযোদ্ধাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে নিয়োগ আটকানোর অভিযোগ

চাকরি পরীক্ষায় প্রথম
আমার বার্তা অনলাইন:
২০ আগস্ট ২০২৫, ১৪:৫৩
আশরাফুল ইসলাম তুষার

প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাধারণ বীমা করপোরেশনের জুনিয়র অফিসার (গ্রেড-১০) পদে প্রাথমিকভাবে নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আশরাফুল ইসলাম তুষার। ৬৭ জনের তালিকার প্রথমেই ছিল তার রোল নম্বর। কিন্তু শেষ পর্যন্ত তিনি নিয়োগপত্র পাননি।

তুষারের অভিযোগ, রাজনৈতিক ট্যাগের কারণে তাকে ইচ্ছাকৃতভাবে চাকরিতে যোগদানের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি জানান, গত ১৫ জানুয়ারি ফল প্রকাশের পর ২২ জুলাই নিয়োগপত্র ইস্যু হলেও তা তার হাতে পৌঁছেনি। ১২ আগস্ট ওই পদে অন্যরা যোগদান সম্পন্ন করলেও তিনি পারেননি।

তুষারের অভিযোগ, রাজনৈতিক ট্যাগ দিয়ে তাকে চাকরিতে যোগদানের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। করপোরেশনের প্রধান কার্যালয়ে যোগাযোগ করলে কর্মকর্তারা অনানুষ্ঠানিকভাবে ইঙ্গিত দেন, গোয়েন্দা প্রতিবেদনে তার রাজনৈতিক পরিচয় নিয়ে ‘বিরূপ মন্তব্য’ থাকতে পারে। কেউ কেউ ধারণা দেন, হয়তো প্রতিবেদনে তাকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তবে আশরাফুল এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে বলেন, ‘আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত— তা প্রমাণ করার কোনো সুযোগ নেই। বরং শেখ হাসিনার আমলে আওয়ামী রেজিমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বহুবার ছাত্রলীগের হাতে মার খেয়েছি, পুলিশের গুলি ও টিয়ারশেলে আহত হয়েছি। ২০১৮ সালের নিপীড়নবিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, ডাকসু আন্দোলন এবং ২০২৪ সালের গণ–অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। সেই আমাকে আওয়ামী ট্যাগ দেওয়া কীভাবে সম্ভব?’

জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীকে সরিয়ে নিচ্ছেন আশরাফুল ইসলাম তুষার।

তিনি আরও জানান, আওয়ামী লীগবিরোধী রাজনীতিতে সক্রিয় থেকেও শেখ হাসিনার আমলে তিনি তিনটি সরকারি চাকরির নিয়োগপত্র পেয়েছিলেন, যদিও ব্যক্তিগত কারণে যোগ দেননি। ‘তখন কোনো সমস্যা হয়নি, এখন নতুন বাংলাদেশে এভাবে বৈষম্যের শিকার হতে হচ্ছে,’ বলেন তিনি।

আশরাফুলের দাবি, এ ঘটনার কারণে তিনি ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায়ও অংশ নিতে পারেননি। বর্তমানে বাবা-মায়ের অসুস্থতা এবং পারিবারিক দায়িত্বের কারণে চাকরিটি তার জন্য অত্যন্ত জরুরি। তিনি জানান, তিনি টিউশনি ও ফ্রিল্যান্সিং করে পরিবারের খরচ চালাচ্ছেন, আর গ্রামের বাড়ির কৃষিজমি থেকে কিছু অর্থ আসে।

সাধারণ বীমা করপোরেশন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে প্রতিষ্ঠানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘গোয়েন্দা প্রতিবেদনে বিরূপ কোনো মন্তব্য থাকতে পারে এবং সাধারণত এ ধরনের প্রতিবেদনকে আমলে নেওয়া হয়।’ কী লেখা আছে, তা তিনি সুনির্দিষ্টভাবে জানেন না।

তুষার ইতোমধ্যে করপোরেশনের এমডি, জিএম ও ডিজিএমসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করেছেন এবং লিখিত আবেদন জমা দিয়েছেন। ৭ আগস্টের চিঠিতে তিনি পুলিশ ভেরিফিকেশন পুনরায় করার অনুরোধ জানান। এর আগের দিন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খানও নিয়োগপত্র প্রাপ্তির বিলম্বের বিষয়টি সদয় বিবেচনার অনুরোধ করে করপোরেশনকে চিঠি দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী বলেন, বোর্ড সভায় আলোচনার আগে তিনি কোনো মন্তব্য করতে চান না।

উল্লেখ্য, গত জুলাইয়ের মাঝামাঝি অন্তর্বর্তী সরকার চাকরিতে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় যাচাইয়ের বিধান বাতিলের সিদ্ধান্ত নেয়। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত হয়। কিন্তু আশরাফুলের অভিযোগ থেকে বোঝা যাচ্ছে, বাস্তবে এখনো গোয়েন্দা প্রতিবেদনের প্রভাব বহাল রয়েছে।

ফেসবুকে দেওয়া দীর্ঘ পোস্টে আশরাফুল লিখেছেন, ‘ছাত্রলীগের হাতে মার খাওয়া আর পুলিশের টিয়ারশেল খাওয়ার হিসাব দিলে তা উপন্যাস হবে। ২০২৪ সালের গণ–অভ্যুত্থানে অনলাইন থেকে রাস্তায় সব জায়গাতেই ছিলাম। সেই আমাকে আওয়ামী ট্যাগ দেওয়া বা নিয়োগপত্র না দেওয়া— এটা কীভাবে সম্ভব, তা আমার মাথায় আসে না। ক্ষমতাধর কেউ এই অন্যায়কে আমলে নিচ্ছেন না।’

আমার বার্তা/এমই

দেশি মাছের প্রজাতি রক্ষা করতে হবে: ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সারাদেশ জলাশয়গুলো চিহ্নিত করে দেশি মাছের প্রজাতি রক্ষা

আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে ইসি

আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২০ আগস্ট) নির্বাচন কমিশনের

দুদকের আরও এক উপ-পরিচালক সাময়িক বরখাস্ত

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আরও এক উপ-পরিচালক কমলেশ মন্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে

বঞ্চিত ৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণের আবেদনের দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে মির্জা ফখরুলের স্বাস্থ্যের খোঁজ নিলেন জামায়াত নেতারা

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে ১৯১ পদ বড় নিয়োগ

দেশি মাছের প্রজাতি রক্ষা করতে হবে: ফরিদা আখতার

আখেরি চাহার সোম্বার তাৎপর্য ও শিক্ষা

আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে ইসি

পেঁয়াজ আমদানির অনুমতি উন্মুক্ত রাখার দাবি

ফেসবুক ও ইনস্টাগ্রামের ভিডিও নিখুঁত ডাবিং করবে এআই

হঠাৎ পেঁয়াজ আমদানিতে আইপি পারমিট বন্ধ

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল নেদারল্যান্ডস

পাস করেও কলেজে ভর্তির আবেদন করেনি লক্ষাধিক শিক্ষার্থী

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

আধিপত্যবাদী শকুরীরা দেশের মানচিত্র খুবড়ে খাওয়ার চেষ্টা করেছে: রিজভী

বাগেরহাটের মোংলায় স্বামীকে তালাক দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

যোগ্য প্রার্থী সংকটে শূন্যই থাকল ৫৮ হাজার শিক্ষক পদ

ইবিতে ‌অভ্যুত্থানবিরোধীদের তালিকা নিয়ে জুলাই স্বপক্ষের নেতৃবৃন্দের অসন্তোষ

চাহিদার চেয়ে এক কোটি মেট্রিক টন খাদ্য বেশি উৎপাদন হয়েছে

গাইবান্ধার হরিপুর-চিলমারী সড়কের মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যা করে যুবকের আত্মহত্যা

দুদকের আরও এক উপ-পরিচালক সাময়িক বরখাস্ত

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা