ধামরাইয়ে সাবেক স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অসুস্থ অবস্থায় অভিযুক্ত স্বামী বদর উদ্দিনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনিও। প্রাথমিকভাবে পুলিশের ধারনা স্ত্রীকে হত্যার পর বিষপান করেন তিনি।
বুধবার (২০ আগস্ট) সকালে ধামরাইয়ের কালামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, কালামপুরের আনসার আলীর মেয়ে পিংকি আক্তারের সঙ্গে ৬ মাস আগে বিবাহবিচ্ছেদ হয় স্বামী বদর উদ্দিনের। বুধবার সকালে বদর উদ্দিন তার সাবেক স্ত্রীর বাসায় তাদের ৪ বছর বয়সী সন্তান কে দেখতে যান। এ সময় বদর উদ্দিন পিংকি আক্তারকে কুপিয়ে হত্যা করে এবং ঘরের মেঝেতে অচেতন অবস্থায় নিজেও লুটিয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে বদর উদ্দিনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে স্বামী বদর উদ্দিন স্ত্রী পিংকি আক্তারকে হত্যার পর বিষপানে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে জানিয়ে পুলিশ বলছে, মরদেহগুলো ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
আমার বার্তা/এল/এমই