দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (১৬ জুলাই) সকালে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীমকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক। প্রজ্ঞাপনে বলা হয়েছে জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে ১৪ জুলাই জাতীয় সংসদ সচিবালয়ের নতুন সচিব হিসেবে কানিজ মওলাকে নিয়োগ দেওয়া হয়। সংসদ সচিবালয়ের সচিব হিসেবে মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হন তিনি।
আমার বার্তা/জেএইচ