ই-পেপার বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সংসদে সংরক্ষিত নারী আসন বিলুপ্তির সুপারিশে ক্ষুব্ধ মহিলা পরিষদ

আমার বার্তা অনলাইন:
১৫ জুলাই ২০২৫, ১৮:৪৮

জাতীয় ঐকমত্য কমিশনের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বিলুপ্তির সুপারিশের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংস্থাটি বলছে, সংরক্ষিত নারী আসন বিলুপ্তির এই সুপারিশ আমাদের সংবিধানের মূল নীতির পরিপন্থি এবং জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ (৩২.৭), জাতিসংঘ ঘোষিত সিডও সনদ ও এসডিজির সঙ্গেও সাংঘর্ষিক।

মহিলা পরিষদ মনে করে, যৌক্তিক কারণ ছাড়াই নারী আন্দোলনের দীর্ঘ পাঁচ দশকের সুপারিশ এবং বর্তমান নারী বিষয়ক সংস্কার কমিশন, নির্বাচন বিষয়ক সংস্কার কমিশন, সংবিধান বিষয়ক সংস্কার কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সুপারিশ উপেক্ষা করে এমন সুপারিশ দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে বলেন, আমরা গভীর বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম গতকাল ১৪ জুলাই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক সভায় জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সংসদে নারী আসন বিষয়ে আলোচনায় সংবিধানে উল্লেখিত জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বিলুপ্তির সুপারিশ করা হয়, যা ঐকমত্য কমিশনের একান্তই নিজস্ব প্রস্তাব। যা সংবিধানের মূল নীতির পরিপন্থি এবং জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ (৩২.৭), জাতিসংঘ ঘোষিত সিডও সনদ ও এসডিজির সঙ্গেও সাংঘর্ষিক।

কমিশনের চেয়ারম্যানের বক্তব্যে আমরা দেখলাম যে, অধিকাংশ রাজনৈতিক দলগুলো সংসদে ১০০টি সংরক্ষিত নারী আসনের পক্ষে একমত হয়েছেন যদিও নির্বাচন পদ্ধতি নিয়ে ঐক্যমত প্রতিষ্ঠা হয়নি, আলোচনা অব্যাহত থাকবে।

বাংলাদেশের নারী সমাজ দেশের অর্থনৈতিক, সামাজিক অগ্রগতিতে অংশগ্রহণ করে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। কিন্তু এখন পর্যন্ত জাতীয় সংসদে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজের যথাযথ এবং কার্যকর প্রতিনিধিত্ব নাই। যার কারণ হিসেবে বলা যায়, নারীর প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী নারীকে নেতৃত্বে আনার জন্য রাজনৈতিক দলগুলোর কার্যকরী পদক্ষেপে ধীরগতি এবং নির্বাচনে নারীকে প্রার্থী করার ক্ষেত্রে পরিকল্পিত উদ্যোগহীনতা।

মহিলা পরিষদ মনে করে, জাতীয় সংসদে কমপক্ষে এক-তৃতীয়াংশ নির্বাচিত নারী সদস্যের উপস্থিতি নারী সমাজের স্বার্থ ও মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখবে এবং জনগণের কাছে তাদের দায়বদ্ধতা তৈরি করবে। এ কথা আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে, কোনো সিদ্ধান্ত নিতে কমপক্ষে ৩৩ শতাংশ নারীর উপস্থিতি নিশ্চিত করতে পারলে নারীর ক্ষমতায়নের পথ প্রশস্ত হয়। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে এটি একটি ইতিবাচক পদক্ষেপ যা কিনা আমদের দেশের জন্য এখনো প্রাসঙ্গিক।

মহিলা পরিষদ অত্যন্ত ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছে যে, নারীর চলমান অগ্রযাত্রাকে অব্যাহত রাখার ক্ষেত্রে এবং লিঙ্গীয় সমতা ও নারীর মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এখনও অনেক চ্যালেঞ্জ বিদ্যমান যা একটি বৈষম্যহীন, সমতা ভিত্তিক সমাজ গঠনের অন্তরায় এবং যেখানে প্রতিনিয়ত নারী বিরোধী এবং গণতন্ত্র বিরোধী শক্তি সক্রিয় রয়েছে।

আমরা মনে করি এ রকম একটি অবস্থায় নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিরোধী একটি সুপারিশ দায়িত্বহীনতার পরিচয়, যা নারী বিরোধী শক্তিকে প্রকারান্তরে উৎসাহিত করবে।

মহিলা পরিষদ দীর্ঘ পাঁচ দশক ধরে নারীর রাজনৈতিক ক্ষতায়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে যে আন্দোলন করে আসছে সেখানে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন সংখ্যা এক-তৃতীয়াংশ বৃদ্ধি এবং সেখানে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। যাতে করে সংরক্ষিত নারী আসনের প্রতিনিধিরা মনোনয়নের মাধ্যমে নয়, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে সমান অধিকার, মর্যাদা এবং দায়িত্বের সঙ্গে ফলপ্রসূ এবং কার্যকর ভূমিকা পালন করতে পারে।

এ ব্যাপারে মহিলা পরিষদ সব রাজনৈতিক দল বিশেষ করে নারী রাজনৈতিক কর্মীদের সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে।

মহিলা পরিষদের ৬ দাবি :

১. জাতীয় সংসদের সাধারণ আসনে নারী-পুরুষ উভয়ই নির্বাচন করতে পারবে।

২. জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন থাকবে।

৩. সংরক্ষিত নারী আসন সংখ্যা ন্যুনতম এক তৃতীয়াংশে উন্নীত করতে হবে।

৪. সংরক্ষিত নারী আসনে মনোনয়নের প্রথা বাতিল করতে হবে।

৫. একটি সুনির্দিষ্টি নির্বাচনী এলাকা থেকে সংরক্ষিত নারী আসনে জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

৬. এই ব্যবস্থাটি ২/৩ টার্মের জন্য থাকবে।

আমার বার্তা/এমই

প্রশাসন জনবান্ধব হলে রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত হয়: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানুষের সেবা করার চেয়ে মহৎ কাজ

বিভ্রান্তি এড়াতে নৌকা প্রতীক সরানো হয়েছে: ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে ফেলার পেছনে কোনো রাজনৈতিক চাপ নেই বলে

তিস্তায় ১২ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের পথে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন,

সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-সারজিসরা

সেনাবাহিনী ও পুলিশের পাহারায় গোপালগঞ্জ ছেড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) বিকেল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশাসন জনবান্ধব হলে রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত হয়: ধর্ম উপদেষ্টা

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে নিহত ২

চলতি বছরেই জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ডের বিচার শেষ হবে

বিভ্রান্তি এড়াতে নৌকা প্রতীক সরানো হয়েছে: ইসি সচিব

আনসার একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মহাপরিচালক

তিস্তায় ১২ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের পথে: পরিবেশ উপদেষ্টা

সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-সারজিসরা

ব্রাহ্মণপাড়ায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

ব্লকেড সরিয়ে নিন, রাজপথের একপাশে অবস্থান করুন: নাহিদ

সীমান্ত ব্যাংক লিমিটেডে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

গোপালগঞ্জের সহিংসতা একেবারেই অমার্জনীয়: প্রধান উপদেষ্টা

গোপালগঞ্জে যথাযথ ব্যবস্থা না নেয়া হলে সরকারকে দায় নিতে হবে: জামায়াত আমির

দুর্যোগের সময় নির্ভরযোগ্য তথ্য পেতে টিকটকের নতুন টুল

বর্বরতার জন্য যারা দায়ী, তাদের বিচারের মুখোমুখি হতেই হবে

জমি নিয়ে বিরোধে হত্যার ঘটনায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সীমান্ত হত্যার প্রতিবাদে সরকার নমনীয় নয়: তৌ‌হিদ হো‌সেন

কিশোরগঞ্জের হাওড়ে দরিদ্র মানুষকে চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী

জুলাই শহীদদের স্মরণে ৮৬৪ স্থানে ফলক নির্মাণ হবে: ফারুক-ই-আজম

জুলাই শহীদ ওয়াসিমের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ছাত্রদলের

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে কথা বলতে নারাজ পররাষ্ট্র উপদেষ্টা