আসন্ন ঈদুল আজহায় দেশের সড়ক ও মহাসড়কের ওপর কোনো কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভা শেষে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, সড়ক ও মহাসড়কের ওপর কোনো কোরবানির পশুর হাট বসানো যাবে না। এ ছাড়া হাটের গরুগুলো যেন সড়কে উঠে না আসে, সে বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, ঈদের সময় এসব বিষয় নিয়মিত মনিটর করা হবে। কোথায় কতটুকু জায়গায় পশুর হাট বসবে, তার নির্দিষ্ট ম্যাপ ও স্কেল সংশ্লিষ্ট সবাইকে প্রদান করতে হবে।
অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি প্রসঙ্গে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বাসে যেন অতিরিক্ত ভাড়া আদায় না হয়, সে বিষয়টি নজরদারির আওতায় আনা হবে। কোরবানির পশু পরিবহনের সময় যাতে চাঁদাবাজির শিকার না হয়, সে বিষয়েও প্রশাসন সতর্ক থাকবে।
তিনি বলেন, ঈদের সময় সড়ক-মহাসড়কে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য সবাইকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। যাত্রী এবং পশুবাহী যানবাহনের যাতায়াত নির্বিঘ্ন করতে সর্বাত্মক চেষ্টা করা হবে।
আমার বার্তা/এল/এমই