নির্বাচনকালীন সময়ে বিভাগ ও জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় গঠিত কোর কমিটিতে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নির্বাচন কমিশনের অনুরোধের প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. মামুন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ সংক্রান্ত একটি চিঠি সম্প্রতি সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পাঠানো হয়েছে। নির্দেশনার একটি অনুলিপি নির্বাচন কমিশনকেও পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয়ের জন্য বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসককে সভাপতি করে কোর কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনকালীন সময় এ কার্যক্রমের সুষ্ঠু সমন্বয়ের স্বার্থে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও ওই কমিটিতে অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশন অনুরোধ জানায়। সেই আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এই নির্দেশনার ফলে নির্বাচনকালীন সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সভা ও কার্যক্রমে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারাও সরাসরি যুক্ত থাকবেন।
আমার বার্তা/জেএইচ