ই-পেপার বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

চীনা-কোরিয়ান বিনিয়োগকারীদের জন্য প্রাতঃরাশ সভার ঘোষণা

আমার বার্তা অনলাইন:
০৮ এপ্রিল ২০২৫, ১৭:২০
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়কোরিয়ান বিনিয়োগকারী দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

চীনা ও কোরিয়ান বিনিয়োগকারীদের জন্য প্রাতঃরাশ সভা আয়োজনের ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নিয়ে বিনিয়োগকারীদের যে কোনো উদ্বেগের সমাধান ও বিনিয়োগ প্রক্রিয়া দ্রুততর করার লক্ষ্যে এ সভা আয়োজন করা হচ্ছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনা বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ ঘোষণা দেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

বিনিয়োগকারীদের বিনিয়োগ-সম্পর্কিত যে কোনো উদ্বেগের সমাধান এবং বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়াকে যেন দ্রুততর করা যায়, এজন্য এ প্রাতঃরাশ সভার আয়োজন। অনেক দেশের বিনিয়োগকারী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এ অংশ নিতে ঢাকায় এসেছেন।

বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস বলেন, গত আট মাসে আমরা বাংলাদেশে বিনিয়োগকে সহজ করতে কাজ করেছি। এর আগে কখনো এত অনুকূল বিনিয়োগ পরিবেশ ছিল না।

তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বিনিয়োগ পরিবেশ, বাণিজ্য ও শ্রম সংক্রান্ত সংস্কার বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করবে এবং চীন ও দক্ষিণ কোরিয়ার উৎপাদন কারখানাগুলোকে বাংলাদেশে স্থানান্তরের পথ সুগম করবে।

বৈঠক শেষে প্রেস সচিব জানান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান প্রতি মাসের ১০ তারিখে কোরিয়ান ও চীনা বিনিয়োগকারীদের সঙ্গে প্রাতঃরাশ সভার আয়োজন করবেন। যদিও এ সভাগুলো বিডার উদ্যোগে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা নিজেও কিছু সভায় অংশগ্রহণ করবেন এবং বিনিয়োগকারীদের নানা বিষয় শুনবেন।

প্রধান উপদেষ্টা একটি হটলাইন এবং কল সেন্টার চালুর প্রস্তাবও দেন, যার মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা সহজেই অভিযোগ জানাতে পারবেন এবং দ্রুত সমাধান পাবেন। তিনি বলেন, যে কোনো বিনিয়োগকারী এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন, এবং আমরা দ্রুত পদক্ষেপ নেবো।

বৈঠকে অবকাঠামো, বিদ্যুৎ, পরিবহন, নবায়নযোগ্য জ্বালানি, টেক্সটাইল, মোবাইল টেলিকম, বর্জ্য ব্যবস্থাপনা, লজিস্টিকস এবং তথ্যপ্রযুক্তি খাতের অন্তত ৩০ জন বিশিষ্ট চীনা বিনিয়োগকারী অংশ নেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনা বিনিয়োগকারী দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন মেইনল্যান্ড হেডগিয়ার কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট পলিন এনগান, যা বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান।

ড. ইউনূস সম্প্রতি বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথাও জানান, যেখানে প্রেসিডেন্ট শি বাংলাদেশে শীর্ষ চীনা কোম্পানিগুলোর বিনিয়োগ উৎসাহিত করার প্রতিশ্রুতি দেন।

‘তার এ আন্তরিকতা আমাকে আবেগাপ্লুত করেছে’- বলেন প্রধান উপদেষ্টা।

চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা চট্টগ্রামের চীনা অর্থনৈতিক অঞ্চল এবং মোংলায় পরিকল্পিত চীনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। চীন মোংলা বন্দরের আধুনিকায়ন করবে বলেও জানান প্রেস সচিব।

তিনি জানান, প্রধান উপদেষ্টার ‘বিশ্বের শীর্ষ উৎপাদন কেন্দ্র’ হিসেবে বাংলাদেশের রূপান্তরের আহ্বানে সাড়া দিয়ে অনেক কোম্পানি বাংলাদেশকে তাদের দক্ষিণ এশীয় উৎপাদন ও পরিচালনা কেন্দ্র হিসেবে গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে।

ড. ইউনূস বলেন, এখানে তৈরি বাজার তো রয়েছেই, তার সঙ্গে আপনি নেপাল ও ভুটানের মতো স্থলবেষ্টিত দেশগুলোকেও পণ্য সরবরাহ করতে পারবেন।

বড় কিছু চীনা কোম্পানি বৈদ্যুতিক যানবাহন রূপান্তর, লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি যেমন উইন্ড টারবাইন এবং অফশোর সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।

এর আগে দিনের শুরুতে একাধিক দক্ষিণ কোরিয়ান বিনিয়োগকারী প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

ভাটারায় হ‌বে প্রবাসী হাসপাতাল, পরিচালিত হ‌বে প্রবাসী‌দের দি‌য়েই

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ঢাকার ভাটারায় শিগগিরই প্রবাসীদের

সরকারি সফরে পরিবার নিয়ে বিদেশ যেতে পারবেন না কর্মকর্তারা

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নতুন ও কড়াকড়ি নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকার। সে অনুযায়ী, এখন

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: ড. ইউনূস

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে জানিয়ে তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত

৮০০ কোটি টাকা লোপাট: সালমানসহ ৩০ জনের নামে মামলা

বিনিয়োগকারীর প্রায় ৮০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় মুহাম্মদ ইউনূস

বিশ্বের ঘৃণিত দেশের তালিকায় ভারতের নাম, শীর্ষে আরও যেসব দেশ

ফিলিস্তিনে শিশু ও গণহত্যা বন্ধের দাবীতে ক্ষুদে শিশুদের প্রতিবাদ

শিল্পে দ্রুত গ্যাস সংযোগ প্রদানের সিদ্ধান্ত: ফাওজুল কবির

ইচ্ছাকৃত ঋণখেলাপিদের তথ্য দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

চট্টগ্রাম বন্দর থেকে ১০০ কোটি টাকা পেল সিটি কর্পোরেশন

ভাটারায় হ‌বে প্রবাসী হাসপাতাল, পরিচালিত হ‌বে প্রবাসী‌দের দি‌য়েই

উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালেই ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা

সরকারি সফরে পরিবার নিয়ে বিদেশ যেতে পারবেন না কর্মকর্তারা

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: ড. ইউনূস

৮০০ কোটি টাকা লোপাট: সালমানসহ ৩০ জনের নামে মামলা

সারাদেশে রেলপথ ব্লকেডের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

দৈনিক ভোরের কাগজের সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিল

মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি: নাহিদ ইসলাম

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্ব পালনের আহ্বান শিক্ষা উপদেষ্টার

বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছ রক্ষা করতে হবে: মৎস্য উপদেষ্টা

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে খরচ বেড়েছে ২০০০ কোটি টাকা: উপদেষ্টা

টিউলিপকে দেশে ফেরাতে আইসিটির সহযোগিতা চাওয়া হবে: দুদক

সড়কে অবরোধ প্রত্যাহার করলেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

রিয়ালকে দাঁতভাঙা জবাব দিতে চান আর্সেনাল কোচ মিকেল