ই-পেপার শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

দেশের সব খেলার মাঠ-পার্ক-উদ্যানে স্থাপনা বন্ধের দাবি

আমার বার্তা অনলাইন:
০৯ জানুয়ারি ২০২৫, ১৯:৪৬

দেশের সব খেলার মাঠ, পার্ক ও উদ্যানে স্থাপনা বন্ধসহ জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস। এছাড়াও খেলার মাঠ উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০ বাস্তবায়নের দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক যুব সমাবেশে এসব দাবি জানানো হয়।

সমাবেশ থেকে আরও কয়েকটি দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো- শহীদ আনোয়ারা উদ্যান জনসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে। পান্থকুঞ্জ পার্কের অরণ্য ফিরিয়ে দিতে হবে। কারওয়ান বাজার থেকে পলাশী পর্যন্ত এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিল করতে হবে। সবুজে ঘেরা ওসমানী উদ্যান পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। তাজউদ্দীন পার্কের ইজারা বাতিল করতে হবে এবং সব মাঠের অভ্যন্তরে নতুন-পুরাতন সব স্থাপনা অপসারণ করতে হবে।

সমাবেশে গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাঠ-পার্ক, উদ্যানে উন্নয়নের নামে উসমানী উদ্যান গত ৬ বছর ধরে বন্ধ করে রেখেছে। ধানমন্ডি মাঠে জনসাধারণ প্রবেশ করতে পারছে না। তাজউদ্দীন আহমেদ পার্ক লিজ দেওয়া হয়েছে। সারা দেশের খেলার মাঠ উদ্যান এবং পার্কের একই অবস্থা।

তিনি বলেন, ধানমন্ডি মাঠ সবুজ ভূমিটি একসময় উন্মুক্ত ছিল। কিন্তু ২০০৯ সালে ধানমন্ডি ক্লাবের নাম পরিবর্তন করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড করার পরপরই মাঠটি ঘিরে ফেলা হয়। বন্ধ হয়ে যায় সর্বসাধারণের বিচরণ ও খেলাধুলা। ধানমন্ডি মাঠসহ সারা দেশে সরকারের বিভিন্ন সংস্থার তত্ত্বাবধানে থাকা খেলার মাঠগুলো আসলে সর্বসাধারণের এজমালি মালিকানাধীন সম্পত্তি। এর ওপর ব্যক্তির বা গোষ্ঠীর বা কোম্পানির মালিকানা চাপিয়ে দেওয়া লুণ্ঠনেরই আরেক নাম।

তিনি আরও বলেন, রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটে শহীদ আনোয়ারা পার্ক ছিল এলাকার মানুষের কাছে আশীর্বাদস্বরূপ। একসময় হাজারো মানুষ ছোট্ট উদ্যানটিতে হাঁটাচলা করতো, শিশুরা খেলতো, কম আয়ের মানুষ ক্লান্তি দূর করতে জিরিয়ে নিতো। কিন্তু মেট্রো রেলের অফিস এবং অবকাঠামো রাখায় বন্ধ রয়েছে গণঅভ্যুত্থানের স্মৃতি বিজড়িত পার্কটি। বছর কয়েক আগেও ফার্মগেটের গা ঘেঁষা ছোট্ট এ উদ্যানটি ছিল সবুজ গাছ গাছালিতে ভরা। সেখানে এখন রাখা হয়েছে নির্মাণসামগ্রী।

আলমগীর কবির বলেন, পান্থকুঞ্জ পার্কে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজের ফলে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য বিপন্ন হয়েছে। পার্কের গাছ কেটে গড়ে তোলা হয়েছে অনেক স্থাপনা।

বাপার এই সাধারণ সম্পাদক বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) গুলশান মডেল টাউনের নকশা অনুযায়ী, ৮ দশমিক ৮৭ একর আয়তনের পার্কটির অবস্থান গুলশান ২ নম্বরের ১৩০-এ প্লটে। আগে নাম ছিল গুলশান সেন্ট্রাল পার্ক। ২০২২ সালের ডিসেম্বরে নতুন নামকরণ হয় শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক। পার্কের ৫ দশমিক ৫৪ একর জায়গা অনেক দিন ধরে ইয়ুথ ক্লাবের দখলে।

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটিতে অবস্থান ওসমানী উদ্যানের। ২০১৮ সালের ২৭ জানুয়ারি রাজধানীর গুলিস্তানের কাছে ওসমানী উদ্যানে ‘গোস্বা নিবারণী’ পার্কের উদ্বোধন করেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন। ১০ মাসেই সব কাজ শেষ করার কথা। ৬ বছর চলে গেলো তবু তাদের কাজ শেষ করতে পারেনি।

যুব সমাবেশে এ সময় গ্রীন ভয়েসের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরাসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ-বদলি-শৃঙ্খলায় পরামর্শ দিতে তিন কমিটি

মাঠ প্রশাসনসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ ও পররাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নিয়োগ,

হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই

সরাসরি হজ কার্যক্রমে অংশ নিতে এজেন্সির সর্বনিম্ন হজযাত্রী নির্ধারণের ক্ষেত্রে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই

ঘোষণাপত্রে কিছুটা সময় লাগতে পারে, ধৈর্য ধরার আহ্বান মাহফুজ আলমের

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সবার সঙ্গে আলোচনা করে জুলাই গণঅভ্যুথানের ঘোষণাপত্র প্রস্তুত করা

আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে। অন্তর্বর্তীকালীন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শমী কায়সারের ঋণসহ ব্যবসায়িক তথ্য তলব

দেশের সব খেলার মাঠ-পার্ক-উদ্যানে স্থাপনা বন্ধের দাবি

রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৪০ জন

সিলেটে শপিং মলের দোকান থেকে আড়াইশ ভরি স্বর্ণ চুরি

পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী সাময়িক বরখাস্ত

ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ-বদলি-শৃঙ্খলায় পরামর্শ দিতে তিন কমিটি

আকুর দায় পরিশোধে রিজার্ভ কিছুটা কমলো

সাবেক এমপি শফিউল ইসলাম তিন দিনের রিমান্ডে

বাহাত্তরের সংবিধানে মুক্তিযুদ্ধকে ছিনতাই করা হয়েছে: মামুনুল হক

ভারত কী উদ্বাস্তু হিসেবে হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে: প্রশ্ন রিজভীর

ক্ষমতায় টিকে থাকার একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে: ফখরুল

শেষ ওভারে ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন সোহান

হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই

ঘোষণাপত্রে কিছুটা সময় লাগতে পারে, ধৈর্য ধরার আহ্বান মাহফুজ আলমের

সরাইলে থেকে বাল্বহেড নৌকায় যাচ্ছে ঢাকার ইটভাটায়

আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে: প্রেস সচিব

আলাদিনের চেরাগ নেই যে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করব: বাণিজ্য উপদেষ্টা

শাহবাগ ছাড়লেন আন্দোলনরত বিডিআর পরিবারের সদস্যরা

শেখ হাসিনাকে ফেরানোর চিঠির কথা স্বীকার করেছে দিল্লি

হাত-পা বাঁধা থাকায় বদির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি