ই-পেপার শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১

শুধু হুংকার নয়, ভারতের ক্ষতিকর সব প্রকল্প বাতিল করুন: আনু মুহাম্মদ

নিজস্ব প্রতিবেদক:
২০ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৫
আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১৯:০১
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরুর আগে বক্তব্য দেন অধ্যাপক আনু মুহাম্মদ

বাংলাদেশে ভারত যে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, সাম্প্রদায়িকতার যে উসকানি দিচ্ছে- তার বিরুদ্ধে আমাদের সদা জাগ্রত থাকতে হবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।

তিনি বলেন, সরকারের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের বলবো, ভারতের বিরুদ্ধে হুংকার দেওয়াই যথেষ্ট নয়। বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য ভারতের সুনির্দিষ্ট যেসব প্রকল্প আছে, সেগুলো বাতিল করার ব্যবস্থা করতে হবে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু আগে এসব কথা বলেন তিনি। ‘৭১ থেকে ২৪ বিজয়ের লড়াই: ৫৩ বছরের সকল লড়াইয়ের স্মৃতি যাপনে পদযাত্রা’ করে গণতান্ত্রিক অধিকার কমিটি।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, অনেকে ভারতের বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু রামপাল বিদ্যুৎকেন্দ্র যেটা বাংলাদেশের সর্বনাশ করছে- সেটা বাতিল করার কথা বলছেন না। আমরা সেটা বাতিল করার দাবি জানাই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়ার অর্থায়নে করা হলেও এটি ভারতের ব্যবস্থাপনায় তৈরি হচ্ছে। ভারতের আধিপত্য এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মধ্যেও আছে। ভয়ঙ্কর এই প্রকল্প বাতিলের দাবি জানাই। সীমান্ত হত্যা বন্ধের দাবি জানাই।

তিনি বলেন, বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই, দেশের কোনো সংখ্যালঘু বা কোনো মানুষ যেন নিপীড়নের শিকার না হয় সেটি নিশ্চিত করতে হবে। জুলাই হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি যারা মব ভায়োলেন্স, জোর জবরদস্তি করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অধ্যাপক আনু মুহাম্মদ আরও বলেন, ২০০৬ সালে পোশাকশ্রমিকরা তাদের মজুরির দাবিতে আন্দোলন করেছেন। ২০০৬ সালে কৃষকদের বিশাল আন্দোলনে ২০ জন শহীদ হন। ফুলবাড়ির গণঅভ্যুত্থানে তিনজন শহীদ হন। ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণের বিরুদ্ধে আন্দোলন তৈরি হয়। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ক্ষমতা চিরস্থায়ীকরণের বাসনায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। এরপর ২০১৪ সাল থেকে একের পর এক আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

তিনি বলেন, এর মধ্যে জাতীয় সম্পদ তেল, গ্যাস, কয়লাসহ যেসব চুক্তি করা হতে থাকে এর বিরুদ্ধে আন্দোলন হয়। সুন্দরবন রক্ষার জন্য আন্দোলন, রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন বাংলাদেশের মানুষকে ব্যাপকভাবে ঐক্যবদ্ধ করে। পাশাপাশি গণতন্ত্র রক্ষার আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, বাংলাদেশের শিক্ষক-শিক্ষার্থী-কৃষক-শ্রমিক-নারীদের আন্দোলন এই দেশে তৈরি হয়েছে। যে আন্দোলনের শক্তির ওপর দাঁড়িয়ে গত জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত একটা সরকারকে উৎখাত করে। এর মাধ্যমে বাংলাদেশের জনগণ আবারও প্রমাণ করেছে তাদের উপরে স্বৈরশাসনের আধিপত্য আছে কিন্তু জনগণের প্রতিরোধ ও শক্তি, সর্বজনের বাংলাদেশ গড়ার যে ঐক্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষায় মানুষ কখনো হাল ছাড়েনি। সে লড়াই অব্যাহত আছে এবং সে লড়াই অব্যাহত রাখার বার্তা নিয়ে আমরা আজ এই পদযাত্রার আয়োজন করেছি।

এই অর্থনীতিবিদ বলেন, ভারত, চীন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান যে কোনো বহিরাগত শাসকশ্রেণির সাম্রাজ্যবাদ যে নামেই ডাকি না কেন, কারও আধিপত্য এই দেশ গ্রহণ করবে না। আজ যারা ক্ষমতায় আছেন তাদের বৈষম্যহীন বাংলাদেশের এই ক্ষেত্র গুলোতে যথাযথ ভূমিকা পালনের দাবি জানাবো। সরকার গঠনের দুই মাসের মধ্যে আমরা সরকারের আশু করণীয় কাজের তালিকা করে সরকারকে জানিয়েছি। তিন মাস পর তার পর্যালোচনা করেছি। ছয় মাস পরে আমরা আবারও পর্যালোচনা করবো।

পরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বাহাদুর শাহ পার্কের উদ্দেশে পদযাত্রা শুরু হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

আমার বার্তা/এমই

শেখ মুজিবকে নায়ক বানাতে জাতীয় নেতাদের ইতিহাস মোছা হয়েছে

‘শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে যাননি। আওয়ামী লীগ শেখ মুজিবকে ইতিহাসের নায়ক করতে গিয়ে অনেক জাতীয়

আওয়ামী লীগের তিন সংসদ নির্বাচন তদন্ত করবে ইসি

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত বিতর্কিত তিনটি জাতীয় সংসদ নির্বাচনসহ সব নির্বাচনের অনিয়ম ও

১০ জানুয়ারি দেশব্যাপী জোবায়েরপন্থিদের বিক্ষোভের ডাক

তাবলিগ জামাতের সাদপন্থিদের গ্রেপ্তার, বিচার ও নিষিদ্ধ করার দাবিতে ১০ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক

১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন

২৫ নয়, ২১ বছরেই করা যাবে নির্বাচন, সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, দুবারের বেশি প্রধানমন্ত্রিত্ব নয়,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পা ভেঙে দিল বিএনপির কর্মীরা

কোস্ট গার্ডের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলিতে নিহত ১

বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুরের সাধারণ সভা অনুষ্ঠিত

টেকনাফে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবাসহ ১৬ জন আটক

চলতি বছর ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ৫৬

গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুকের ওপর হামলা

সাদপন্থিদের ইজতেমা করার অধিকার নেই: মামুনুল হক

শেখ মুজিবকে নায়ক বানাতে জাতীয় নেতাদের ইতিহাস মোছা হয়েছে

কাশ্মীরে গভীরে খাদে ট্রাক পড়ে ভারতীয় ৩ সেনা নিহত

খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে ভারতীয় মিডিয়ায় বিভ্রান্তিকর রিপোর্ট

গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ মঈন খানের

আওয়ামী লীগের তিন সংসদ নির্বাচন তদন্ত করবে ইসি

১০ জানুয়ারি দেশব্যাপী জোবায়েরপন্থিদের বিক্ষোভের ডাক

নির্বাচনের আগেই সব সংস্কার প্রয়োজন নেই: জোনায়েদ সাকি

ঢাবির অধীনে ৭ কলেজের ভর্তি পরীক্ষার সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ

কাতারের কাটারা কালচার ভিলেজে বাংলাদেশি চিত্রকর্ম প্রদর্শনী

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজির মৃত্যু

চাঁদাবাজি-দখলদারিমুক্ত বাংলাদেশ গড়তে চাই: শফিকুর রহমান

তুরাগ-উত্তরায় সভা-সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার

আমার বার্তা সংবাদ প্রকাশের পর দুই ইটভাটাকে জরিমানা