ই-পেপার সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

ঢাবিতে প্রবেশ সীমিত না রাখার দাবি শিক্ষক নেটওয়ার্কের

আমার বার্তা অনলাইন
০৩ জানুয়ারি ২০২৫, ২১:৫০

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বলছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিড় কমাতে যানবাহন ও বহিরাগতদের চলাচল সীমিত করার উদ্যোগ প্রত্যাহার করতে হবে। সংগঠনটির বক্তব্য, ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশাধিকার সীমিত করার সিদ্ধান্ত জনদুর্ভোগের কারণ। এতে জনমনে বিশ্ববিদ্যালয় সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। যানবাহন ও মানব চলাচলের জন্য বিশ্ববিদ্যালয়কে উন্মুক্ত করার দাবি জানাচ্ছেন তারা।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে শিক্ষক নেটওয়ার্কের সদস্যরা সাক্ষাৎ করেন। আজ শুক্রবার সাক্ষাতের আলোচনার বিষয়ে সংগঠনটির ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।

সাক্ষাতে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়েমা হক, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম, প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, শিক্ষক নেটওয়ার্কের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরীন, অধ্যাপক কামরুল হাসান মামুন, অধ্যাপক মারুফুল ইসলাম, অধ্যাপক কামাল আহমেদ চৌধুরী, তাসনীম সিরাজ মাহবুব, রুশাদ ফরিদী, মোশাহিদা সুলতানা, কাজলী সেহরীন ইসলাম, দীপ্তি দত্ত, মারজিয়া রহমান ও সামিনা লুৎফা উপস্থিত ছিলেন।

সাক্ষাতে শিক্ষক নেটওয়ার্কের সদস্যরা ক্যাম্পাস উন্মুক্ত চলাচল, ডাকসু ও শিক্ষক সমিতি নির্বাচনের তারিখ ঘোষণা এবং সিন্ডিকেট, সিনেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের বিষয়গুলোসহ অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অংশীজনের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন।

বিভিন্ন দিবস ও উৎসব ঘিরে স্বাভাবিক সময়ের চেয়ে ভিড় বেশি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভিড়ভাট্টা কমাতে বিজয় দিবসের আগ দিয়ে গত ১৩ ডিসেম্বর ক্যাম্পাসে যানবাহন ও বহিরাগতদের চলাচল সীমিত করতে সাতটি প্রবেশপথে ব্যারিকেড বসায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে ক্যাম্পাসে গাড়ি প্রবেশ সীমিত রাখার নির্দেশনা দেয়া হয়। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বিকেল ৩টা থেকে রাত ১০টা এবং অফিস চলাকালীন দিনগুলোতে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা ব্যতীত অন্য কোনো যানবাহন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ ঠেকানোর নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কও বিজ্ঞপ্তিতে বলেছে, আমাদের মনে রাখা দরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ রাষ্ট্রের এক ঐতিহাসিক জনপরিসর। জাতীয় গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা থাকার কারণে জাতীয় অনেক উদযাপনও ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক। চব্বিশের গণঅভ্যুত্থানসহ প্রায় সব জাতীয় ও রাজনৈতিক আন্দোলন এখানেই শুরু হয়েছে। এ ছাড়া নানান সভা-সেমিনার, বুদ্ধিবৃত্তিক চর্চার প্রাণকেন্দ্রও এই বিশ্ববিদ্যালয়। প্রাকৃতিক পরিবেশ হিসেবেও এই এলাকাটুকু পুরো শহরের নিঃশ্বাস ফেলার জায়গা। আশপাশে গুরুত্বপূর্ণ হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, বিপণিকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অফিস কাছাকাছি হওয়ায় সিটি করপোরেশনের যে রাস্তাগুলো ক্যাম্পাসের ভেতর দিয়ে চলে গেছে, সেগুলোতে যান চলাচল ক্যাম্পাসের বাইরের নাগরিকদের অধিকার।

উপাচার্যের সঙ্গে সাক্ষাতে মেট্রোরেলের পিলারে শেখ হাসিনার ‘ঘৃণার প্রতীক’ মুছে ফেলার বিষয়টি নিয়েও নিন্দা জানিয়েছে শিক্ষক নেটওয়ার্ক।

চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষানবিশ এসআইরা

চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের দায়ে

১২ দিনের মধ্যে পুড়ে যাওয়া ভবনের সংস্কার কাজ সম্পন্ন হবে: গণপূর্ত সচিব

আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে সচিবালয়ে পুড়ে যাওয়া ৭ নম্বর ভবনের চারটি ফ্লোরের সংস্কার

কামরাঙ্গীর চরে ছারপোকা তাড়ানোর ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি লেডিস ব্যাগের কারখানায় ছারপোকা তাড়ানোর ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ায় আবু বকর সিদ্দিক নাঈম (২১)ও

খুলে দেওয়া হয়েছে ৭ নম্বর ভবন, সচিবালয়ে প্রবেশ করছে গাড়ি

সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবন খুলে দেওয়া হয়েছে। নয় তলা ভবনের পুড়ে যাওয়া চারটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটকদের পছন্দের জায়গা হয়ে উঠেছে সোনার চর

চট্টগ্রামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নাসিরনগরে ইঁদুরের ঔষধ খেয়ে তিন সন্তানের জননীর আত্মহত্যা

থ্রি-জিরো তত্ত্ব বাস্তবায়নে ভূমিকা রাখবে সমবায় অধিদপ্তর: আসিফ

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

তারেক রহমানকে রিমান্ডে নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে: খোকন

ইসরায়েলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

আরও ২১ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য চাইল বিএফআইইউ

বাউফলে গভীর রাতে বিএনপির অফিসে দুর্বৃত্তের আগুন

সরাইলে ১০ টাকা মূল্যে শীতবস্ত্র বিক্রি; ক্রেতাদের ভীড়

দিনেদুপুরে সাগর পথে অনুপ্রবেশ করেছে ৩৬ রোহিঙ্গা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লংগদু‘তে ছাত্রদলের নানা আয়োজন

রাজবাড়ীতে শীতবস্ত্র বিতরণ করলেন সেনাপ্রধান

সেবা পাওয়া জনগণের অধিকার, পুলিশ জনগণকে সেবা দিতে বাধ্য

গভীর রাতে শীতার্তদের পাশে ভূঞাপুরের ইউএনও

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থীকে শাস্তি

দেশে ৪৬ টেলিভিশন চলার মতো বাজার নেই: কামাল আহমেদ

ফাহিমের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

বাংলাদেশ-আলজেরিয়া পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের আহ্বান

ভারতের মহারাষ্ট্রে ১৩ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার