ই-পেপার বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

দেশে মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বেড়েছে: জরিপ

আমার বার্তা অনলাইন:
২৭ নভেম্বর ২০২৪, ১৪:৩৩
আপডেট  : ২৭ নভেম্বর ২০২৪, ১৪:৩৪

রাজনৈতিক পট পরিবর্তনের পরে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে মতপ্রকাশের স্বাধীনতা বেড়েছে। এমনটি মনে করছেন দেশের ৬০ দশমিক ৪ শতাংশ মানুষ। একইভাবে ৬১ দশমিক ২ শতাংশ মানুষের ধারণা, বর্তমানে সময় সংবাদমাধ্যম আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।

বুধবার (২৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভয়েস অফ আমেরিকা বাংলা। গণমাধ্যমটি গত ১৩ থেকে ২৭ অক্টোবর দেশের আট বিভাগে ১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সী ১ হাজার মানুষের মধ্যে একটি জরিপ পরিচালনা করে। সেখানে এই তথ্য উঠে এসেছে।

জরিপের ফল অনুযায়ী, ২৫ দশমিক ২ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে মতপ্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগ সরকারের সময়ের মতোই রয়েছে। ১৪ দশমিক ২ শতাংশ উত্তরদাতা মনে করেন, অন্তর্বর্তী সরকারের সময় মতপ্রকাশের স্বাধীনতা কিছুটা কম। এ বিষয়ে শূন্য দশমিক ২ শতাংশ উত্তরদাতা কোনো মন্তব্য করতে চাননি।

পুরুষদের মধ্যে ৬৪ দশমিক ৩ শতাংশ এবং নারীদের মধ্যে ৫৬ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, বর্তমান সরকারের অধীনে মতপ্রকাশের স্বাধীনতা আগের চেয়ে বেশি।

আর তরুণদের (১৮ থেকে ৩৪ বছর বয়সী) মধ্যে ৫৭ দশমিক ১ শতাংশ এবং ৩৫ বছরের বেশি বয়সী ৬৩ দশমিক ৮ শতাংশ মানুষ মনে করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে মতপ্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বেড়েছে।

এ ব্যাপারে গ্রামাঞ্চলে ৫৮ দশমিক ৪ শতাংশ এবং শহরাঞ্চলে ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ একমত হয়েছেন যে, অন্তর্বর্তী সরকারের অধীনে মতপ্রকাশের স্বাধীনতা বেশি।

এদিকে, জরিপে অংশগ্রহণকারী ৬১ দশমিক ২ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সংবাদমাধ্যমগুলো আওয়ামী লীগ আমলের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে। তবে এই দুই আমলের মধ্যে সংবাদ মাধ্যমগুলোর স্বাধীনতা ভোগের ক্ষেত্রে কোনো পার্থক্য দেখেন না বলে জানিয়েছেন ১৮ দশমিক ৫ শতাংশ মানুষ।

একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ আমলের চেয়ে সংবাদমাধ্যমগুলো কম স্বাধীন বলে মনে করেন ১৩ দশমিক ৩ শতাংশ। এ ছাড়া ৬ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা এ ব্যাপারে জানেন না ও শূন্য দশমিক ২ শতাংশ মানুষ এ বিষয়ে কথা বলতে চাননি।

অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ আমলের তুলনায় সংবাদমাধ্যম অপেক্ষাকৃত বেশি স্বাধীনতা পাচ্ছে বলে মনে করেন শহরের ৭৩ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা। আর গ্রামের উত্তরদাতাদের মধ্যে এমন মত পোষণ করেন ৫৭ দশমিক ১ শতাংশ।

তরুণদের (১৮ থেকে ৩৪ বছর বয়সী) মধ্যে ৬৫ দশমিক ৭ শতাংশ এবং ৩৫ বছর ও তার চেয়ে বেশি বয়সী উত্তরদাতাদের মধ্যে ৫৬ দশমিক ৫ শতাংশ মনে করেন, অন্তর্বর্তী সরকারের আমলে পতিত আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় সংবাদমাধ্যম অপেক্ষাকৃত বেশি স্বাধীনতা ভোগ করছে।

আর পুরুষদের মধ্যে ৬৮ দশমিক ২ শতাংশ এবং নারীদের মধ্যে ৫৪ দশমিক ২ শতাংশ উত্তরদাতা অন্তর্বর্তী সরকারের সময়ে আগের আমলের চেয়ে সংবাদমাধ্যম বেশি স্বাধীনতা ভোগ করছে বলে মত দিয়েছেন।

অপরদিকে, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনেও সরকারের আন্তরিকতা লক্ষ্য করা গেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে বলেন, আপনারা আমাদের সমালোচনা করুন। সংবাদমাধ্যম ও মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে। আমরা সবাইকে বলে দিয়েছি, আপনারা মন খুলে আমাদের সমালোচনা করেন। আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল।

তিনি আরও বলেন, মিডিয়া যাতে কোনো রকম বাধাবিপত্তি ছাড়া নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে, সে জন্য একটি মিডিয়া কমিশন গঠন করা সরকারের সক্রিয় বিবেচনাধীন।

পরে ১৭ সেপ্টেম্বর ‘গণমাধ্যম সংস্কার কমিশন’ গঠন করা হয়।

আমার বার্তা/এমই

দ্বি-কক্ষ সংসদের সিদ্ধান্ত নেওয়া হবে অংশীজনের মতামতের ভিত্তিতে

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, বিভিন্ন মহল থেকে দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা

নির্বাচনের পর পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের কেউ খোঁজ নেয় না

রাজনৈতিক দলগুলো ভোটের সময় আসে। এরপর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর কোনো খোঁজ-খবর নেয় না কেউ।

যারা হিন্দু-মুসলিম বিভাজনকারীরা ইতিহাস থেকে হারিয়ে যাবে

বাংলাদেশে যারাই হিন্দু-মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করবে, তারা দেশের ইতিহাস থেকে হারিয়ে যাবে

শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে আছি: শ্রম উপদেষ্টা

শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে থাকার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বি-কক্ষ সংসদের সিদ্ধান্ত নেওয়া হবে অংশীজনের মতামতের ভিত্তিতে

তিন মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় বেড়ে দ্বিগুণ

ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মার্কিন দূতাবাস থেকে বাসায় খালেদা জিয়া

নির্বাচনের পর পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের কেউ খোঁজ নেয় না

ছাত্র-জনতার বিপ্লবকে বিতর্কিত করতে ফ্যাসিবাদীরা কাজ করে যাচ্ছে

আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়ে রেকর্ড গড়ল বাংলাদেশ

আইনজীবী হত্যাকাণ্ডে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ

কর ফাঁকির মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি

যারা হিন্দু-মুসলিম বিভাজনকারীরা ইতিহাস থেকে হারিয়ে যাবে

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো ৩০০ টন পেঁয়াজ

সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ, ঝুলেই থাকলো বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি

খামারি থেকে সরাসরি বাজারে ডিম আনার ব্যবস্থা করবে সরকার

শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে আছি: শ্রম উপদেষ্টা

আইনজীবী হত্যার নিউজে পুলিশের বক্তব্য নেয়নি রয়টার্স: সিএমপি

ভারতের সাথে চুক্তি বাতিলের দাবীতে অবস্থান কর্মসূচি

মার্কিন দূতাবাসে গেলেন খালেদা জিয়া

দেশে মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বেড়েছে: জরিপ

ধর্মীয় উন্মাদনা বাংলাদেশে দেখতে চাই না: মির্জা ফখরুল

আইনজীবী হত্যায় ভিডিও ফুটেজের মাধ্যমে ছয়জন শনাক্ত