ই-পেপার বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

ডি-চকে পিটিআইয়ের কর্মী-সমর্থকরা, স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি

আন্তর্জাতিক ডেস্ক:
২৬ নভেম্বর ২০২৪, ১৮:১৭
ইসলামাবাদের মূল কেন্দ্র ডি-চকে ইমরান খানের সমর্থকরা। ছবি সংগৃহীত

পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ ও সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে রাজধানী ইসলামাবাদ অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা। বিক্ষোভে উত্তাল ইসলামাবাদ থেকে পিটিআইয়ের কর্মী-সমর্থকদের ছত্রভঙ্গ করতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। হাজার হাজার নেতাকর্মী ইসলামাবাদের প্রাণকেন্দ্র ডি-চকে পৌঁছানোর পর সেখানে আইনশৃঙ্খলাবাহিনীর সাথে ভয়াবহ সংঘর্ষ হয়েছে।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিনিধি কামাল হায়দার ডি-চক থেকে বলেছেন, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পাক রেঞ্জার্সের সদস্যরা স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি ছুড়েছেন। তিনি বলেন, এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে তীব্র কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে। ডি-চকের আকাশে কাঁদানে গ্যাসের ঘন মেঘ তৈরি হয়েছে।

হায়দার বলেন, নিরাপত্তাবাহিনীর তীব্র গুলি ও কাঁদানে গ্যাসের শেলের ব্যবহারে বিক্ষোভকারীরা পিছু হটলেও পরবর্তীতে আবারও ডি-চকে ফিরেছেন। ইসলামাবাদে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।

‘‘আমরা আহত কয়েকজন বিক্ষোভকারীদের নিয়ে যেতে দেখেছি। তারা বলছেন, আহতের সংখ্যা প্রচুর হলেও তারা ডি-চক ছাড়বেন না। সেখানে আরও বেশিসংখ্যক মানুষের সমাগম হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে...। সরকার কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করে, সেটি গুরুত্বপূর্ণ।’’

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ডি-চকে জড়ো হওয়া পিটিআই সমর্থকদের দ্রুত ছত্রভঙ্গ করার লক্ষ্যে রেঞ্জার্সের সদস্যরা তাজা গুলি চালিয়েছে। তাজা গুলির পাশাপাশি কাঁদানে গ্যাসের শেলও ব্যবহার করছে রেঞ্জার্স।

ইসলামাবাদের চারপাশের সড়ক-মহাসড়কে আইনশৃঙ্খলাবাহিনীর বসানো প্রতিবন্ধকতা গুঁড়িয়ে দিয়ে মঙ্গলবার সকালের দিকে ইসলামাবাদের প্রাণকেন্দ্র ডি-চকে পৌঁছান পিটিআইয়ের হাজার হাজার কর্মী-সমর্থক। সেখানে পৌঁছে কন্টেইনারে উঠে তারা ইমরান খানের মুক্তির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন এবং পিটিআইয়ের পতাকা উত্তোলন করেন।

ইমরান খানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে কর্মী-সমর্থকের বিশাল একটি বহর এখনও ইসলামাবাদ থেকে কয়েক কিলোমিটার দূরে রয়েছে। কর্তৃপক্ষের কঠোর প্রতিক্রিয়ার কারণে এই বহরের ইসলামাবাদ অভিমুখী গতি কমিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা আলী আমিন গান্দাপুর পিটিআইয়ের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের ডি-চকে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

পিটিআই প্রধানের ঘনিষ্ট এই সহযোগী বলেছেন, ‘‘ইমরান খান নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না। এটা আমাদের দেশ। এই দেশকে স্বাধীন করতে আমাদের পূর্বপুরুষেরা আত্মত্যাগ করেছেন।’’

আমার বার্তা/এমই

ইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধবিরতিতে যা বলল যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মঙ্গলবার (২৬

লেবাননে ইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধবিরতি কার্যকর

অবশেষে লেবাননে ইসরায়েল এবং ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বুধবার স্থানীয় সময়

যুদ্ধবিরতির আগে লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২২

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে অন্তত ২২ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। এটি

পাকিস্তানে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

পাকিস্তানে পিটিআই সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে উভয় পক্ষকে শান্ত থাকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরে শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ

ইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধবিরতিতে যা বলল যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

অপরাধীদের ধরার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী যথেষ্ট: ফারুকী

লেবাননে ইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধবিরতি কার্যকর

দিল্লিতে রিয়াজ হামিদুল্লাহ বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার

চট্টগ্রামে আইনজীবী হত্যা: যৌথবাহিনীর অভিযানে আটক ২০

গুলশান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়ি চুরি

যুদ্ধবিরতির আগে লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২২

বাংলাদেশ ধর্মীয় সহনশীলতা ও সহাবস্থানে বিশ্বে অনন্য: তৌহিদ

২৭ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

ব্রাহ্মণপাড়ায় ১০ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

বরেণ্য সাংবাদিক নুরুদ্দিন আহমেদকে নেপালে সংবর্ধনা প্রদান

চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়

আইনজীবী হত্যার নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টার ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ঢাকা মহানগর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি

ইসকনের আন্দোলনে দেশি-বিদেশি ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সরকারি চাকুরেদের শুধু নিজেদের অধিকার আদায়ের কথা ভাবলে চলবে না

ভৈরবে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

সংঘাত অস্থিরতার দায় সরকার এড়াতে পারে না: এবি পার্টি

ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা সফল হবে না: তারেক রহমান