ই-পেপার শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

৩১৩ জনকে ডিঙিয়ে সেই সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্নার আগাম জামিন

আমার বার্তা অনলাইন:
১০ এপ্রিল ২০২৫, ১৪:৪৬

চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী স্বামীর মতো নিজেও বেশ আলোচিত এই তামান্না। সাজ্জাদকে গ্রেপ্তারের পরপরই কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ঢেলে স্বামীকে ছাড়িয়ে আনার পাশাপাশি তাকে গ্রেপ্তারের সঙ্গে জড়িত সকলকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি। তামান্নার জামিনের প্রক্রিয়া নিয়েও এবার দেখা দিয়েছে বিতর্ক।

বুধবার (৯ এপ্রিল) বিচারপতি মো. মাহবুব উল আলম এবং বিচারপতি মো. হামিদুর রহমান পরিচালিত একটি বেঞ্চ এই আগাম জামিন দিয়েছেন। এরপরই আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তামান্নার জামিন প্রক্রিয়ার চাঞ্চল্যকর তথ্য দেন।

পোস্টে হাইকোর্টের ওয়েবসাইটের লিংক জুড়ে দিয়ে জুলকারনাইন দেখান, ৫৪৭টি মামলার আগাম জামিনের শুনানিতে বিচারক ১৫০ নম্বর পর্যন্ত শুনানির পর ৩১৩ জনকে ডিঙিয়ে ৪৬৩ নম্বরে থাকা তামান্না শারমিনের সিরিয়ালে চলে যান। ২০ এপ্রিলের আগে কোর্টের শেষ কার্যদিবসে দেড়শ আসামির পর, ৪৬৩ নম্বরে থাকা তামান্নার মামলা ঠিক কোন যৌক্তিকতায় ১ মিনিটে শুনানি শেষ করে আগাম জামিনের সিদ্ধান্ত দিয়ে দেওয়া হলো, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

জুলকারনাইন তার পোস্টে লিখেন, চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ যিনি কিছু দিন আগে গ্রেফতার হয়েছেন এবং গ্রেফতারপরবর্তীতে তার স্ত্রী তামান্না শারমিন ‘কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে আদালত ও জামিন’ কিনে নেওয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে রীতিমতো অপমানের চূড়ান্ত করেছেন। সেই তামান্নাকে আজ (বুধবার) আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

তিনি আরও লিখেন, আশ্চর্যের বিষয় হলো- আজ বিজয় ৭১ ভবনের ২৫ নম্বর কোর্টে (৯ম তলায়, বিচারপতি মো. মাহবুব উল আলম এবং বিচারপতি মো. হামিদুর রহমান পরিচালিত ৫৪৭টি মামলার আগাম জামিনের শুনানি থাকলেও দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত সিরিয়াল নম্বর ১৫০ পর্যন্ত শুনানি চলে, এবং তারপরই বিচারক, সাজ্জাদের স্ত্রী তামান্না শারমীনের মামলায় চলে যান এবং ১ মিনিটের মধ্যেই জামিন মঞ্জুর করে দেন। এরপর তিনি দ্রুততার সঙ্গে আরও কয়েকটি মামলার শুনানি শেষ করেন।

জুলকারনাইন আরও লিখেন, সাধারণত আদালত গুরুত্ব বিবেচনায় অর্থাৎ সচরাচর কারও জটিল রোগ বা আপনজন মারা গেলে তখন মূল সিরিয়াল ভেঙে যে কোনো একটি সিরিয়ালের মামলা ধরতে পারে। কিন্তু ১৫০'র পর, ৪৬৩ নম্বরে থাকা তামান্নার মামলা ঠিক কোন যৌক্তিকতায় ১ মিনিটে শুনানি শেষ করে আগাম জামিনের সিদ্ধান্ত দিয়ে দেওয়া হলো?

প্রসঙ্গত, ট্টগ্রামে পুলিশের খাতায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গত ১৫ মার্চ ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই প্রতিক্রিয়া জানিয়ে তার স্ত্রী তামান্না শারমিনের বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে তামান্নাকে বলতে শোনা যায়, আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না।

ভিডিওতে ১৭ মামলার আসামি সাজ্জাদ হোসেনকে ১০ থেকে ১২ দিনের মধ্যে জামিনে ছাড়িয়ে আনবেন বলে জানান স্ত্রী তামান্না শারমিন। তিনি বলেন, আমার জামাই গ্রেপ্তার হয়েছে, এতে হতাশ হওয়ার কিছু নেই। মামলা যখন আছে, গ্রেপ্তার হবেই। আপনারা যারা ভাবতেছেন, আর কোনোদিন বের হবে না, তাদের জন্য এক বালতি সমবেদনা।’

প্রতিপক্ষকে হুমকি দিয়ে তামান্না বলেন, এত দিন আমরা পলাতক ছিলাম, এখন তোমাদের পলাতক থাকার পালা শুরু। খেলা শুরু হবে এখন।

এর আগে, গত ৩০ জানুয়ারি সাজ্জাদকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ। ঠিক তার আগের দিন নগরের বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমানকে ফেসবুক লাইভে এসে হুমকি দেন সাজ্জাদ হোসেন।

পুলিশ জানায়, ফেসবুকে লাইভে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার ওসিকে বিবস্ত্র করে পেটানোর হুমকি দেন সাজ্জাদ। লাইভে সাজ্জাদ আরও বলেন, ‘ওসি আরিফ দেশের যে প্রান্তেই থাকেন না কেন, তাকে নগরের অক্সিজেনে ধরে এনে পেটানো হবে। প্রয়োজনে মরে যাব, কিন্তু হার মানব না।’ এ ছাড়া পুলিশ কমিশনারের উদ্দেশে তিনি বলেন, ‘ওসি আরিফ চাঁদাবাজিসহ আমার সন্তান হত্যায় জড়িত, তাকে যাতে বদলি করা হয়।’ পরে এ ঘটনায় ওসি আরিফুর রহমান থানায় জিডি করেন। পরে তার অবস্থান সংক্রান্ত তথ্য পুলিশকে দিতে পারলে তথ্যদাতাকে উপযুক্ত অর্থ পুরস্কার ঘোষণা করেন নগর পুলিশের কমিশনার।

গত বছরের ১৭ জুলাই অস্ত্রসহ সাজ্জাদকে একবার গ্রেপ্তার করে চান্দগাঁও থানা-পুলিশ। কিন্তু, পরের মাসেই জামিনে বের হন তিনি। এরপর ৪ ডিসেম্বর নগরের অক্সিজেন এলাকায় পুলিশ ধরতে গেলে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান তিনি। এতে পুলিশসহ পাঁচজন আহত হন।

আমার বার্তা/এমই

ফু-ওয়াং ফুডসের সাবেক এমডি ও তার দুই মেয়ের বিরুদ্ধে মামলা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং ফুডস লিমিটেডের প্রায় ৭০ কোটি ৮৪ লাখ ৭৭ হাজার ৪৩৮ টাকার হিসাব

সাবেক এমপির বিরুদ্ধে জমি-ফ্ল্যাট, ব্যাংক হিসাব জব্দ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলমান থাকায় নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খানের (দিলীপ)

পুলিশ পরিদর্শক মামুন হত্যা : আরাভ খানের যাবজ্জীবন

সাত বছর আগে পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় দুবাইয়ে পলাতক

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম

সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিষ্টিতে সুপারশপের মতো ভ্যাট অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে: এনবিআর চেয়ারম্যান

ফু-ওয়াং ফুডসের সাবেক এমডি ও তার দুই মেয়ের বিরুদ্ধে মামলা

সীমান্তে অব্যাহত বাংলাদেশি হত্যায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রডবাহী ট্রাক উল্টে দীর্ঘ যানজট

বাজারে কাঁকরোলের কেজি ১৪০, বেগুনের সেঞ্চুরি

রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর ১৫৬১ তম সভা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের মামলায় আসামি ট্রাম্পের ৩ কর্মকর্তা

আইএমএফের শর্ত পূরণে পিছিয়ে বাংলাদেশ

আবার রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে: নুর

ড. ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন: হিলারি

হিলিতে সপ্তাহের ব্যবধানে কেজিতে পেঁয়াজে দাম বেড়েছে ২০ টাকা

উড়ে গেল বাসের ছাদ, তবু ১০ কিলোমিটার চালিয়ে গেলেন চালক

হারের কষ্ট না ভুলতেই নিষেধাজ্ঞার শঙ্কায় রিয়াল তারকা

সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে মেসির পরিকল্পনা

৪০ সেকেন্ডে ৩ প্রশ্ন, তারপরই ভারতীয়র ভিসা আবেদন প্রত্যাখ্যান

গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৪০

বেড়েছে তেল, পেঁয়াজ ও সবজির দাম, কমেছে মুরগির

ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত বন্দরে মার্কিন হামলায় নিহত অন্তত ৩৮

হবিগঞ্জে ট্রাক-পিকআপের সংঘর্ষে দুই নারীসহ নিহত ৪