মোহামেডানের সেরা একাদশের সাতজন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহিদুল ইসলাম অংকন, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও তাওহিদ হৃদয় দলে নেই।
তাদের মধ্যে নিয়মিত অধিনায়ক তামিম, অংকন, মিরাজ, তাইজুল ও হৃদয় এবারের লিগে দলের সেরা পারফরমার। এতগুলো কার্যকর পারফরমার না থাকা মানেই শক্তির ৬০ ভাগেরও বেশি কমে যাওয়া। নির্ভরযোগ্য এসব পারফরমারদের বাদ দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে মোহামেডান কী করতে পারবে?
অতিবড় মোহামেডান সমর্থকও তা নিয়ে ছিলেন সংশয়ে। উপায়ও ছিল না। মোহামেডানের দল সাজানোই কঠিন হয়ে পড়েছিল। পেসার মোস্তাফিজুর রহমান, মারকুটে টপঅর্ডার তৌফিক তুষার, বাঁহাতি স্পিনার নাবিল সামাদ ও মিডলঅর্ডার কাম অফস্পিনার ফরহাদ হোসেনকে শেষ মুহূর্তে দলে টেনেছে সাদা কালোরা।
আজ বৃহস্পতিবার সুপার লিগের নিজেদের প্রথম ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে নতুন করে দলে আসা ৩ জন- মোস্তাফিজ, তৌফিক তুষার ও ফরহাদ হোসেনকে নিয়ে জোড়াতালি দিয়ে একাদশে রেখে সাজাতে বাধ্য হয়েছে মোহামেডান।
পুরো লিগে খেলার বাইরে থাকা পারফরমার দিয়ে দল সাজিয়ে সুপার লিগে ভালো করা সহজ কাজ নয়। মাঠে নেমে সাদা-কালোরা পারেনিও।
বৃহস্পতিবার শেরে বাংলায় লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে চরম বিপাকে পড়েছে মোহামেডান। টস হেরে আগে ব্যাট করতে নেমে সাদা-কালোদের সে কি করুণ অবস্থা! মাত্র ১০০ রানে ৭ উইকেট নেই।
আমার বার্তা/এল/এমই