ই-পেপার রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

মিষ্টিতে সুপারশপের মতো ভ্যাট অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে: এনবিআর চেয়ারম্যান

আমার বার্তা অনলাইন:
১৮ এপ্রিল ২০২৫, ১২:৪৩

মিষ্টি ব্যবসায়ীরা ভ্যাট ফাঁকি দিচ্ছেন বলে অভিযোগ করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, তিনি নিজেও বহু দোকান থেকে মিষ্টি কিনেছেন। কেউ ভ্যাটের রিসিট দেন না। তারা ইলেক্ট্রনিক্স ফিসক্যাল ডিভাইস বা ইএফডি ব্যবহার করেন না। ভবিষ্যতে মিষ্টির দামের সঙ্গেই ভ্যাট যুক্ত করা হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব বোর্ড ভবনে আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি।

বর্তমানে মিষ্টির ওপর ১০ শতাংশ ভ্যাট রয়েছে। গত বছর এই ভ্যাট ছিল সাড়ে ৭ শতাংশ। প্রাক-বাজেট আলোচনা সভায় এই ভ্যাট কমানোর প্রস্তাব দেন বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব শ্রী ননী গোপাল ঘোষ। তিনি বলেন, মিষ্টির ওপর যখন সাড়ে ৭শতাংশ ভ্যাট ছিল তখন অনেক বেশি রাজস্ব আদায় হয়েছে। ভ্যাট বাড়ার কারণে বিক্রি কমছে, রাজস্বও কমছে। তাই ভ্যাট ১০ শতাংশ কমিয়ে ৩ শতাংশ করা হোক।

এর জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট ফ্রি করে দিলে রাজস্ব বাড়বে-এটা একটা আজগুবি কথা। মিষ্টি ব্যবসায়ীরা ১৫ শতাংশের ওপর অঙ্ক করে দেখলেন রাজস্ব আদায় কম, সাড়ে ৭ শতাংশ হলে বেশি হয়-এ রকম জাদুকরি দেশে বাস করলে তো হবে না।

নিজের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে আব্দুর রহমান খান জানান, তিনি বহু মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনেছেন। কোনো দোকানদারই তাকে ভ্যাটের রিসিট দেননি। তারা ইএফডি মেশিনও ব্যবহার করেন না। ভ্যাট দেন জনগণ। তিনি নিজেও যতবার মিষ্টি কিনেছেন সব জায়গায় ভ্যাট দিয়েছেন। কিন্তু সেই ভ্যাট সরকারের কোষাগারে যায়নি।

ভ্যাট আদায় নিশ্চিত করতে মিষ্টিতে সুপারশপের মতো ভ্যাট অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান।

তিনি বলেন, মিষ্টির দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত করা হবে। ভ্যাট আলাদা করে ধরা হবে না। ক্রেতা ভ্যাট দেখে চমকে উঠবে না। এমন একটা আদেশ প্রস্তুত করা হয়েছে। মোট মূল্যের ওপর ভ্যাট ধরা হবে। ক্রেতার জানার দরকার নেই যে তিনি কত টাকা ভ্যাট দিয়েছেন। এই একই পদ্ধতি এখন সুপারশপে রয়েছে।

সভায় স্থানীয় সোলার প্যানেল উৎপাদকদের ৫০০ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। যাত্রীবাহী নৌযানের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ওপর মুসক অব্যাহতির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটারওয়ে অ্যাসোসিয়েশন।

এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি) জেট ফুয়েলের ওপর আমদানি শুল্ক ও মূসক অব্যাহতি, উড়োজাহাজের বিভিন্ন যন্ত্রপাতির ওপর কর হ্রাসের প্রস্তাব করেছে। এছাড়া ৬৫ শতাংশ কাঁচামালের ওপর সম্পূর্ণ শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব ট্রান্সফরমার অ্যান্ড সুইচগিয়ার।

যাত্রীদের ট্রাভেল ট্যাক্সের ব্যাপারে এনবিআর চেয়ারম্যান বলেন, বর্তমানে যাত্রীদের ট্রাভেল ট্যাক্স এয়ারলাইন কোম্পানিগুলো তাদের টিকিটের দামের সঙ্গে যোগ করে নিয়ে নেয়। এই ট্রাভেল ট্যাক্সের টাকা সরকারের টাকা, কিন্তু অনেক ক্ষেত্রেই এই টাকা সরকার পায় না। অনেক ক্ষেত্রেই এয়ারলাইন কোম্পানিগুলো সরকারি কোষাগারে এটা জমা দেয় না বা কখনো কখনো কোম্পানি দেউলিয়া হয়ে যায়, তারা ব্যবসা বন্ধ করে চলে যায়। সরকারের কোটি কোটি টাকা পাওনা থাকলে সেটা দেয় না। এসব কারণে এনবিআরের পরিকল্পনা হচ্ছে-যাত্রীদের ট্রাভেল ট্যাক্স যাত্রী নিজে দেবে। তারা টাকা জমা দিয়ে চালান নেবে এবং সেটা দেখিয়ে বিমানে উঠবে। তিনি বলেন, এবারের বাজেটের মূল লক্ষ্য হচ্ছে ট্রেন্ড ফ্যাসিলিটেড করা হবে। লুফ হোলগুলো বন্ধ করা হবে। যতটা সম্ভব বৈষম্য কমানো হবে।

আমার বার্তা/এল/এমই

প্রয়াত আবদুল্লাহ হিল রাকিব স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) গভীর শ্রদ্ধা ও শোকের সাথে সংগঠনটির প্রাক্তন সিনিয়র

ট্রিলিয়ন ডলারের ইন্টেরিয়র ডিজাইন ব্যবসায় বাংলাদেশের রয়েছে উজ্জ্বল সম্ভাবনা

আবাসন ও নির্মাণ শিল্পের পশ্চাৎসংযোগ খাত হলো ইন্টেরিয়র ডিজাইনিং বিজনেস। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে স্থানিক

সরকার চাইলেই আর কর অব্যাহতি নয়, হবে সংসদীয় প্রক্রিয়ায়

রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন সঠিকভাবে না হলে কর ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা করা কঠিন বলে মন্তব্য করেছেন

জয়েন করে দেখলাম ডেঞ্জারাস কার্গো পড়ে আছে ১৪ বছর: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, আমি জয়েন করার পর পর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোনে আহত-নিহতদের স্মরণে দোয়া মাহফিল করেছে কক্সবাজার প্রেসক্লাব

কুমারখালী যদুবয়রা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

ব্রাহ্মণপাড়ায় হত্যা মামলার বাদীকে হুমকি-দমকী, অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন 

প্রয়াত আবদুল্লাহ হিল রাকিব স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ক্রীড়া ও ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করতে চায় বিএনপি: আমিনুল হক

নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে হবে: প্রধান উপদেষ্টা

জুলাই শহীদদের স্মরণসভায় অনুপস্থিত উপদেষ্টারা, ক্ষোভ রাশেদ খানের

বিজ্ঞান ও কর্মমুখী শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার: গণশিক্ষা উপদেষ্টা

লিবিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড়, আটক ১৫০০

২১ লাখ টাকার অবৈধ কাঠসহ ট্রাক জব্দ করেছে কোস্ট গার্ড, দুই পাচারকারী আটক

এয়ার টিকেট সিন্ডিকেটে জড়িত আওয়ামী নেতা জুম্মন চৌধুরী

চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা: মোস্তফা জামাল

জুলাই যোদ্ধারা গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসের অংশ: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

সেপ্টেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ

মাইলস্টোনের শিক্ষিকা মাহরিনের কবরে বিজিবি ও শিক্ষার্থীদের ফুলেল শ্রদ্ধা

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে সরকার অর্থ ছাড় বন্ধ রাখায় বড় বিপর্যয়ে সিআরইসি

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ১৪ রাজনৈতিক দল-জোট

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ‘শিক্ষক-শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় দিবস’ বর্জন

রিজিওনাল সেলস ম্যানেজার পদে নিয়োগ দেবে ওয়ালটন

খাল দখলকারীদের মনোনয়ন দেওয়া হবে না: আমীর খসরু