ই-পেপার সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

এক মাসে ইউক্রেনে ৬ হাজারের বেশি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

আমার বার্তা অনলাইন
০৩ আগস্ট ২০২৫, ১১:০৯

ইউক্রেনে রুশ ড্রোন হামলার নতুন রেকর্ড হয়েছে সদ্য সমাপ্ত জুলাই মাসে। রাশিয়া এই মাসে ইউক্রেনের ওপর ৬ হাজারের বেশি ড্রোন হামলা চালিয়েছে, যা ২০২২ সালে দেশটিতে পূর্ণমাত্রায় আক্রমণ শুরুর পর থেকে এক মাসে সর্বোচ্চ।

বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্ট এই তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, এই ড্রোন হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন। ঘরবাড়ি, একটি কিন্ডারগার্টেন ও একটি অ্যাম্বুলেন্সসহ বহু বেসামরিক অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের বিমান বাহিনীর প্রকাশিত তথ্য বলছে— গত জুলাইয়ে রাশিয়া ৬ হাজার ২৯৭টি দূরপাল্লার ড্রোন ছুড়েছে, যা জুন মাসের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি। অন্যদিকে কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, গত মাসে রাশিয়া ৬ হাজার ১২৯টি শাহেদ ড্রোন ছুড়েছে, যা গত বছরের জুলাইয়ের তুলনায় ১৪ গুণ বেশি। তখন রাশিয়া এই ধরনের ড্রোন মাত্র ৪২৩টি ব্যবহার করেছিল।

ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত জানান, প্রকৃত ড্রোন হামলার সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ হিসাবগুলো অনুমানভিত্তিক।

আল জাজিরা বলছে, শুধু গত ৯ জুলাই রাতেই রাশিয়া ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ৭৪১টি ড্রোন ও ডিকয় ছুড়ে, যা গত বছরের পুরো জুলাই মাসের চেয়ে বেশি। ওই দিনের হামলায় ইউক্রেনের সুমি, দোনেৎস্ক ও খেরসন অঞ্চলে অন্তত আটজন নিহত হন, যদিও ইউক্রেনীয় বাহিনী সেদিনের ১০টি ছাড়া সব ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়।

৯ জুলাইয়ের হামলার আগের দিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তার প্রশাসন ইউক্রেনকে আরও “প্রতিরক্ষামূলক অস্ত্র” সরবরাহ করবে। এর কিছুদিন আগেই পেন্টাগন অস্ত্রের স্বল্পতা দেখিয়ে কিছু অস্ত্র ডেলিভারি বন্ধ রেখেছিল।

ট্রাম্প বলেন, “তাদের নিজেদের রক্ষার সামর্থ্য থাকতে হবে”। ইউরোপীয় মিত্ররা ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক রেথিয়ন কোম্পানির তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্থায়ন করবে বলেও জানান তিনি।

এমন অবস্থায় জুলাইয়ের শেষ দিন পর্যন্ত রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকে। গত ৩১ জুলাই কিয়েভে চালানো এক হামলায় অন্তত ৩১ জন নিহত হন, যাদের মধ্যে পাঁচ শিশু ছিল। আহত হন আরও ১৫৯ জন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ওই হামলায় রাশিয়া ৩০০টিরও বেশি ড্রোন এবং আটটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এএফপির বরাত দিয়ে জানানো হয়েছে, জুলাইয়ে রাশিয়া ইউক্রেনে ১৯৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা ২০২৪ সালের জুন ছাড়া সেই বছরের অন্য যেকোনো মাসের তুলনায় বেশি।

কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, জুন মাসে রাশিয়া মোট ৫ হাজার ৩৩৭টি ড্রোন ছুড়েছিল, যা জুলাইয়ের পর দ্বিতীয় সর্বোচ্চ। এর মধ্যে গত ৯ জুন একদিনেই ছোড়া হয় ৪৭৯টি ড্রোন— যে সময়ের ঠিক আগে ইস্তাম্বুলে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশ বন্দি বিনিময়ে সম্মত হয়।

চলতি মাসে তুরস্কে শান্তি আলোচনা চললেও এখন পর্যন্ত স্থায়ী অস্ত্রবিরতিতে পৌঁছানো যায়নি। এদিকে ট্রাম্প হুমকি দিয়েছেন, রাশিয়া ও তার পণ্য আমদানিকারক দেশগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

আমার বার্তা/জেএইচ

যুক্তরাজ্য বিদেশি শিক্ষার্থীদের জন্য চালু করল ই-ভিসা

যুক্তরাজ্য। ভিসার জন্য কাগজের নথিপত্রের পরিবর্তে ই-ভিসা ব্যবস্থা চালু করেছে দেশটি। এর ফলে গত ১৫

নিজের প্রেস সচিবের প্রশংসা করলেন ট্রাম্প

নিজের প্রেস সচিব ক্যারোলিন লেভিটের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ক্যারোলিনে

জাপানের বাজারে টোটো কোম্পানি নিয়ে এলো স্মার্ট টয়লেট

স্মার্ট টয়লেট নিয়ে এসেছে জাপানের টোটো নামের একটি কোম্পানি। যা ইতোমধ্যে বিক্রি শুরু হয়েছে। এই

চীন-পাকিস্তান সিল্ক রোডে যুক্ত হতে চায় ইরান: পেজেশকিয়ান

চীন ও পাকিস্তানের মধ্যে গড়ে তোলা সিল্ক রোডের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে ইরানের সামনে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম

কুমারখালী পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন, ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

ছাত্র-জনতার প্রত্যাশা পূরণে ছাত্রদলের ৯ দফা প্রতিশ্রুতি

স্বাস্থ্যখাত সংস্কারের গতি যেন হারিয়ে না যায়: ড. হোসেন জিল্লুর

নতুন সংবিধান প্রণয়নসহ ২৪ দফা ইশতেহার ঘোষণা এনসিপির

জুলাইয়ে এলো ৩০ হাজার কোটি টাকার রেমিট্যান্স

মুজিববাদী সংবিধান ভেঙে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি: সারজিস

বাকৃবিতে প্রতিবাদের লাল রঙ, নিশানায় বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান

বাসা আর বাসভবনের বৈষম্য দূর করতে হবে: মোয়াজ্জেম হোসেন আলাল

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ১১১৫০ আসন, ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০

জবিতে শিক্ষককে অপমানের অভিযোগে রেজিস্ট্রারের বিরুদ্ধে মানববন্ধন

খিলক্ষেতে আওয়ামী কর্মীদের প্রশিক্ষণ দেয়ার ঘটনায় ২৬ জন গ্রেপ্তার

শহিদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে হবে: তারেক রহমান

জনগণই দেশের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

শহীদের ভাইয়ের বক্তব্য দিয়ে এনসিপির সমাবেশ শুরু

বরগুনায় ডেঙ্গু আক্রান্ত ছাড়িয়েছে ৫ হাজার

শেখ হাসিনাকে এই দেশে রাজনীতি করার সুযোগ দেবো না: মির্জা ফখরুল

যুক্তরাজ্য বিদেশি শিক্ষার্থীদের জন্য চালু করল ই-ভিসা