ই-পেপার শনিবার, ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

যুদ্ধের মধ্যেই রাশিয়ায় বড় ধরনের নৌ মহড়া শুরু

আমার বার্তা অনলাইন:
২৪ জুলাই ২০২৫, ১২:১৯
আপডেট  : ২৪ জুলাই ২০২৫, ১২:২৫

ইউক্রেন যুদ্ধের মধ্যে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। প্রশান্ত ও আর্কটিক মহাসাগর এবং বাল্টিক ও ক্যাস্পিয়ান সাগরে একযোগে চলছে বিশাল এই নৌ মহড়া। ‘জুলাই স্টর্ম’ নামে এ মহড়ায় অংশ নিচ্ছে ১৫০টির বেশি যুদ্ধজাহাজ ও ১৫ হাজার সেনা।

স্থানীয় সময় বুধবার (২৩ জুলাই) শুরু হয় রাশিয়ার সামরিক মহড়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মহড়ার উদ্দেশ্য হলো বহুমুখী যুদ্ধ পরিস্থিতিতে সক্ষমতা যাচাই করা। পাশাপাশি, সমুদ্রপথে অর্থনৈতিক ও সামরিক স্বার্থ রক্ষা এবং নতুন প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা করা।

জুলাই স্টর্ম মহড়ায় ব্যবহৃত হচ্ছে আধুনিক অস্ত্রসজ্জা, দূরপাল্লার মিসাইল সিস্টেম, ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ও সাবমেরিন বিধ্বংসী প্রযুক্তি। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলেকজান্ডার ময়সিভ নিজে নেতৃত্ব দিচ্ছেন এই অভিযানে। আগামী ২৭ জুলাই পর্যন্ত চলবে এই সামরিক মহড়া।

এদিকে প্রায় সাত সপ্তাহ পর গত বুধবার (২৩ জুলাই) তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এদিন রুদ্ধদ্বার বৈঠক করেন দুই দেশের প্রতিনিধিরা। বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। তবে এদিন দুই পক্ষের মধ্যে সহস্রাধিক বন্দি বিনিময় হয়েছে।

বন্দি বিনিময় নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া থেকে একদল যুদ্ধবন্দি এরই মধ্যে দেশে ফিরিয়ে এসেছে। তিনি আরও বলেন, তুরস্কে মস্কোর সাথে আলোচনার ফলে ১ হাজারেরও বেশি বন্দি সেনা এখন মুক্ত। তবে ইউক্রেনীয় বন্দিদের বিনিময়ে কতজন রুশ সেনাকে ফিরিয়ে দেয়া হয়েছে তা জানা যায়নি।

আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৪০ মিনিটের সংক্ষিপ্ত বৈঠকে রাশিয়া ও ইউক্রেন আরও বন্দি বিনিময় নিয়ে আলোচনা করেছে। তবে যুদ্ধবিরতির শর্তাবলী এবং দুই দেশের শীর্ষ নেতাদের সম্ভাব্য বৈঠকের বিষয়ে পক্ষগুলো এখনও একমত হতে পারেনি।

আলোচনার পর ইউক্রেনের প্রতিনিধি দলের প্রধান রুস্তেম উমেরভ বলেন, ‘বৈঠকে মানবিক ব্যাপারগুলোতে আমাদের অগ্রগতি হয়েছে, তবে শত্রুতা বন্ধের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।’ উমেরভ জানান, ইউক্রেন আগস্টে মাসে জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি বৈঠকের প্রস্তাব দিয়েছে।

তবে রাশিয়া বলছে, শীর্ষ দুই নেতার বৈঠক চুক্তি স্বাক্ষরের জন্য হবে, আলোচনার জন্য নয়। মস্কোর প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেডিনস্কি বলেন, এখনই দুই নেতার বৈঠক হওয়ার সময় আসেনি। তিনি জানান, রাশিয়া ইউক্রেনের সাথে আলোচনায় আরও যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয়েছে, যার মধ্যে ৩ হাজারেরও বেশি মৃত সেনার মৃতদেহও রয়েছে।

এদিকে দুই দেশের মধ্যে আলোচনা হলেও লড়াই অব্যাহত রয়েছে। যুদ্ধের ময়দানে দুই পক্ষই পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে। গত বুধবার খেরসনে ইউক্রেনীয় ড্রোন হামলায় কয়েকজন রুশ সেনা হতাহত হয়েছেন। বিপরীতে রাশিয়ার পাল্টা গ্লাইড বোমায় ক্রমাতর্স্ক ও সুমি অঞ্চলে বেশ কয়েকজন হতাহত হয়েছে। দুই পক্ষই দাবি করেছে, শত্রু সেনাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

এদিকে বিতর্কিত এক বিল পাস করে বিপাকে পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাতীয় দুর্নীতি বিরোধী সংস্থাগুলোর ক্ষমতা সীমিত করে নতুন আইন পাসের প্রতিবাদে রাজধানী কিয়েভের পাশাপাশি লভিভ, ওডেসা ও জাপোরিঝিয়ায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।

আমার বার্তা/এল/এমই

কোনো সংবাদ শেয়ার করার আগে যাচাই করতে হবে: কাবার ইমাম

কোনো সংবাদ শেয়ার করার আগে অবশ্যই তা  যাচাই করতে হবে এবং ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত

মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদের ফিলিস্তিনের জনগণের জন্য জরুরি সহায়তা প্রদান

মরক্কোর রাজা আল-কুদস কমিটির চেয়ারম্যান মহামান্য বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ, আল্লাহ তাঁর সহায় হোন, ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি

আফগানদের দ্রুত দেশে ফেরার নির্দেশ দিল পাকিস্তান

আফগানদের দ্রুত নিজেদের দেশে ফেরত যাওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান। শুক্রবার ওই নির্দেশের পর কয়েকহাজার আফগান

রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করলেন ট্রাম্প

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক ‘উচ্চমাত্রার উসকানিমূলক’ মন্তব্যের জবাব দিতে রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের অভিযোগ প্রমাণ হলে ১৫ বছরের সাজা হতে পারে হাকিমির

কোনো সংবাদ শেয়ার করার আগে যাচাই করতে হবে: কাবার ইমাম

কুমিল্লায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের

মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদের ফিলিস্তিনের জনগণের জন্য জরুরি সহায়তা প্রদান

চাকসুর লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে গঠনতন্ত্র অনুমোদন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা এক শিক্ষার্থীর

আ. লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না

এমপিওভুক্ত শিক্ষকরা পাচ্ছেন প্রতি বছর বেতন বাড়ার বিশেষ সুবিধা

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, আহত ২

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু-চিকুনগুনিয়া রোগী

চট্টগ্রামে বিষধর সাপের কামড়ে কিশোরের মৃত্যু

মাইকিং করেও ভবন থেকে নামানো যাচ্ছে না দোকানদারদের

টাঙ্গাইলে পাঁচ লাখ টাকা চাঁদা চেয়ে ব্যবসায়ীকে চিঠি

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে চাকরির সুযোগ

আগষ্ট মাসের ১ম রবিবার জানা যাবে এলপিজির দাম বাড়বে নাকি কমবে

হাসপাতালে কাতরাচ্ছে বাসের রেডিয়েটর বিস্ফোরণে দগ্ধ শিশু

আফগানদের দ্রুত দেশে ফেরার নির্দেশ দিল পাকিস্তান

জাবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

পিকেএফ এএইচকেসির প্রতিষ্ঠাতা এম এ হালিম গজনবী মারা গেছেন