ই-পেপার বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

৬ষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়াল মাদ্রাসা শিক্ষা বোর্ড

আমার বার্তা অনলাইন
২০ আগস্ট ২০২৫, ১১:১৭

২০২৫ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় আবারও বাড়িয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফি দিয়ে অনলাইনে (ইএসআইএফ পূরণের মাধ্যমে) রেজিস্ট্রেশন ফি জমা ও তথ্য এন্ট্রির প্রক্রিয়া আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে। এরপর ২০ সেপ্টেম্বরের মধ্যে তথ্য এন্ট্রির কাজ সম্পন্ন করতে হবে।

সম্প্রতি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে। ফি জমা হওয়ার পরই তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রির অপশন পাওয়া যাবে। তবে কেবল নতুন শিক্ষার্থীর তথ্যই এন্ট্রি করা যাবে। পূর্বে এন্ট্রিকৃত শিক্ষার্থীর তথ্য আর সম্পাদনা বা মুছে ফেলার সুযোগ থাকবে না।

এর আগে চলতি বছরের ৭ এপ্রিল প্রকাশিত প্রাথমিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ১৩ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে। পরে ১০ মে পর্যন্ত বিলম্ব ফি দিয়ে ফি জমা এবং ১২ মে পর্যন্ত তথ্য এন্ট্রির সময় নির্ধারণ করা হয়। পরবর্তী সময়ে ৮ মে নতুন বিজ্ঞপ্তি দিয়ে সময় বাড়িয়ে ২৯ মে পর্যন্ত ফি জমা এবং ১ জুন পর্যন্ত তথ্য এন্ট্রির সুযোগ দেওয়া হয়। সর্বশেষ বিজ্ঞপ্তিতে তৃতীয় দফায় এই সময়সীমা ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত হলো।

বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীর বয়স ২০২৫ সালের ১ জানুয়ারি তারিখে কমপক্ষে ৯ বছর এবং সর্বোচ্চ ১৫ বছরের মধ্যে হতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ২০ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে। রেজিস্ট্রেশনের সময় শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদে উল্লিখিত নাম, পিতা-মাতার নাম ও জন্ম তারিখ হুবহু অনলাইনে পূরণ করতে হবে। একইভাবে পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের নামও জন্ম নিবন্ধনের সঙ্গে মিল থাকতে হবে।

এছাড়া রেজিস্ট্রেশনের জন্য অভিভাবকের সচল মোবাইল নম্বর আবশ্যক। একটি মোবাইল নম্বর ব্যবহার করে কেবল একজন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করা যাবে। জন্ম নিবন্ধন নম্বর ছাড়া কোনো শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না।

বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৬ষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন ছাড়া কোনো শিক্ষার্থীকে পরবর্তী স্তরে (৮ম শ্রেণি) রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না। ফলে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা বাধ্যতামূলক। অন্যথায় এর দায়ভার প্রতিষ্ঠানপ্রধানকেই বহন করতে হবে।

২০২৫ সালের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে শিক্ষার্থীপ্রতি ৫০ টাকা এবং রেড ক্রিসেন্ট ফি ৮ টাকা। বিলম্ব ফি ছাড়া মোট ৫৮ টাকা এবং বিলম্ব ফি যুক্ত হলে ১০৮ টাকা পরিশোধ করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া রেড ক্রিসেন্ট ফির ৬০ শতাংশ (১২ টাকা) প্রতিষ্ঠান নিজস্ব যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমের জন্য সংরক্ষণ করবে। অবশিষ্ট ৪০ শতাংশ (৮ টাকা) মাদ্রাসা শিক্ষা বোর্ডে জমা দিতে হবে।

এছাড়া, শিক্ষার্থীর তথ্য এন্ট্রির সময় ভুল এড়াতে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বোর্ড। এ সংক্রান্ত কোনো সমস্যার সমাধানের জন্য প্রতিষ্ঠান প্রধানকে ইআইআইএন ভিত্তিক সিম নম্বর দিয়ে অফিস সময়ে ০১৭১৩-০৬৮৯০৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বোর্ডের একাধিক বিজ্ঞপ্তি অনুযায়ী, সময়সীমা বাড়ালেও রেজিস্ট্রেশনের শর্তাবলিতে কোনো পরিবর্তন আসেনি।

আমার বার্তা/জেএইচ

যোগ্য প্রার্থী সংকটে শূন্যই থাকল ৫৮ হাজার শিক্ষক পদ

ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ

আখেরি চাহার সোম্বা, সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি

পবিত্র আখেরি চাহার সোম্বা বুধবার (২০ আগস্ট)। দিনটি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের দেশগুলোতে অত্যন্ত মর্যাদা ও

শিক্ষা সচিবকে ফুলেল শুভেচ্ছা মাউশি ও শিক্ষক নেতৃবৃন্দের

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষাবিভাগের সচিব হিসেবে পদায়ন পেয়েছেন প্রশাসন ক্যাডারের ১৩ তম ব্যাচের কর্মকর্তা

এইচএসসির শেষ দিনের পরীক্ষায় অনুপস্থিত ১০ হাজার ৮৬০ শিক্ষার্থী

২০২৫ সালের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। শেষ দিনেও সারাদেশে মোট ৩ লাখ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

আধিপত্যবাদী শকুরীরা দেশের মানচিত্র খুবড়ে খাওয়ার চেষ্টা করেছে: রিজভী

বাগেরহাটের মোংলায় স্বামীকে তালাক দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

যোগ্য প্রার্থী সংকটে শূন্যই থাকল ৫৮ হাজার শিক্ষক পদ

ইবিতে ‌অভ্যুত্থানবিরোধীদের তালিকা নিয়ে জুলাই স্বপক্ষের নেতৃবৃন্দের অসন্তোষ

চাহিদার চেয়ে এক কোটি মেট্রিক টন খাদ্য বেশি উৎপাদন হয়েছে

গাইবান্ধার হরিপুর-চিলমারী সড়কের মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যা করে যুবকের আত্মহত্যা

দুদকের আরও এক উপ-পরিচালক সাময়িক বরখাস্ত

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

মিয়ানমারে নির্বাচনের আবহে বিমান অভিযান জান্তার, নিহত ৩৬

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

আগামী বছর মহাকাশে প্রথম নভোচারী পাঠাবে পাকিস্তান

নোবিপ্রবিতে হলের খাবারে ভর্তুকির দাবিতে বিক্ষোভ

জুলাইযোদ্ধাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে নিয়োগ আটকানোর অভিযোগ

ঢাকাস্থ আলজেরিয় দূতাবাসের জাতীয় মুজাহিদ দিবস উদযাপন

ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ১৭.৯ শতাংশ

ওয়ারী থেকে ৪ হাজার ইয়াবাসহ তরুণ মাদক কারবারি গ্রেপ্তার

বঞ্চিত ৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ

হাতির প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ করতে হবে: উপদেষ্টা রিজওয়ানা