ই-পেপার বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে জাল বিজ্ঞপ্তি দিয়ে ভুয়া নির্দেশনা

আমার বার্তা অনলাইন
৩০ জুলাই ২০২৫, ১৩:০৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের প্রাইভেট ব্যাচ বা কোচিং নিষিদ্ধ সংক্রান্ত একটি ভুয়া ও জালিয়াতিপূর্ণ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইনে ছড়িয়ে পড়েছে। এতে বলা হয়, শিক্ষার্থীদের প্রাইভেট ব্যাচে পড়ানো আইনবিরোধী ও শাস্তিযোগ্য অপরাধ—এমনকি শিক্ষকদের চাকরিচ্যুতি, বেতন স্থগিতসহ একাধিক শাস্তির বিধানও উল্লেখ করা হয়।

এটি পুরোপুরি ভিত্তিহীন ও ভুয়া বলে নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফকির রফিকুল আলম।

বুধবার (৩০ জুলাই) দুপুরে তিনি ঢাকা পোস্টকে বলেন, বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। আমি এমন কোনো বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করিনি। যেখানে আমার সই আছে, সেটি স্ক্যান করে বসানো হয়েছে। এটি জালিয়াতি এবং আইনত শাস্তিযোগ্য অপরাধ।

ডিন আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো নির্দেশনা বা নীতিমালা জারি হলে তা সংযোগ বিভাগ থেকে পাঠানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে (www.nu.ac.bd) প্রকাশ করা হয়। অথচ এই বিজ্ঞপ্তিটি কোনো অফিসিয়াল সোর্সে নেই এবং প্রকাশিতও হয়নি।

অন্যদিকে, ভুয়া বিজ্ঞপ্তিতে ২০১০ সালের জাতীয় শিক্ষানীতির কিছু অনুচ্ছেদ, সরকারি কর্মচারীদের আচরণবিধি, এবং শিক্ষা মন্ত্রণালয়ের একটি পুরনো বিজ্ঞপ্তির কিছু অংশ হুবহু কপি-পেস্ট করে মিথ্যা দাবি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। এতে বলা হয়, নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট ব্যাচ বা কোচিং করানো যাবে না এবং তা করলেই শিক্ষক বরখাস্ত, বেতন বন্ধ, এমনকি পরীক্ষা ও শ্রেণির দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হতে পারে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য অনুযায়ী, এসব তথ্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং এর পেছনে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের আশঙ্কা রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ারও প্রস্তুতি নিচ্ছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, কিছু মহল ইচ্ছাকৃতভাবে এমন ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে শিক্ষকদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চাচ্ছে। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষক-ছাত্র সম্পর্ক, শ্রেণীকক্ষে স্বাভাবিক পরিবেশ ও পরীক্ষার পূর্বপ্রস্তুতি বিঘ্নিত করতেই এই মিথ্যা প্রচার চালানো হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের গুজব বা ভুয়া নোটিশে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে এবং যে কোনো ধরনের নির্দেশনা যাচাই করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও অনুমোদিত সোর্স ফলো করারও আহ্বান জানানো হয়েছে।

আমার বার্তা/জেএইচ

ভর্তির নির্দেশিকা প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুই বছর মেয়াদি এইচএসসি ও সমমান পর্যায়ের কারিগরি শিক্ষায় ভর্তির নির্দেশিকা প্রকাশ করেছে

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শুরু ৩ আগস্ট

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোতে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ৩ আগস্ট, যা চলবে

শিক্ষার্থীদের নাম-জন্ম তারিখের ভুল সংশোধনের সুযোগ দিল মাদরাসা বোর্ড

২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের নাম, জন্মতারিখ, ছবি ও পিতা-মাতার নামসহ গুরুত্বপূর্ণ তথ্য

পলাতক শিক্ষকদের তথ্য চাইল রাজশাহী অঞ্চলের শিক্ষা দপ্তর

বেসরকারি কলেজ, স্কুল অ্যান্ড কলেজ ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত যেসব শিক্ষক ও কর্মকর্তা সাময়িক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণ আমাদের কাছে এসে সমস্যার কথা বলছে: মির্জা ফখরুল

নভোএয়ারের নতুন পরিচালক হিসেবে যোগ দিলেন সোহেল মজিদ

নতুন সংকট ভুয়া সমন্বয়ক: দুদক চেয়ারম্যান

সংঘবদ্ধ চক্রের হাতে জিম্মি ডেসটিনি

সব এআই মডেল উন্মুক্ত না থাকার ইঙ্গিত দিলেন মার্ক জুকারবার্গ

জেনে নিন বজ্রপাতের সময় গোসল কতটা ঝুঁকিপূর্ণ

ঢাকায় মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদের সিংহাসনে আরোহণ দিবস পালন

রিয়াদ যে আপনার শেল্টারে ছিল সেটা আমি জানতাম: জুলকারনাইন

অপরিবর্তিত থাকছে রেপো সুদহার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অগ্রাধিকার

রাবিপ্রবির ১০ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার ও সনদ বাতিল

জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা

ভর্তির নির্দেশিকা প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শুরু ৩ আগস্ট

প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে: প্রেস সচিব

জুলাই সনদ বাস্তবায়নের মূল দায়িত্ব রাজনৈতিক নেতাদের: আলী রীয়াজ

দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া না থাকলে তিক্ততা সৃষ্টি হবে

বিএনপি ক্ষমতার যাওয়ার জন্য অস্থির নয়: মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের সম্ভাবনা

ট্রেনের সময় বদলে যাচ্ছে চট্টগ্রাম–কক্সবাজার রুটে

ডিসেম্বরে মিয়ানমারে নির্বাচন, থাকছে না জরুরি অবস্থা