খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার ১ নম্বর জলমা ইউনিয়নের দারোগা বিট এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহত যুবদল নেতা ওহিদুল ইসলাম বাদল (৩৮) জলমা ইউনিয়ন যুবদলের সভাপতি। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাদল ব্যক্তিগত কাজে বাইরে গেলে পূর্ব থেকে ওঁত পেতে থাকা একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো কুরাল ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। হামলার পর তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।
পরে এলাকাবাসী বাদলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন আহত বাদল। তিনি অভিযোগ করে বলেন, "আমাকে যারা কুপিয়েছে, তারা যুবদলেরই কিছু নেতা-কর্মী। দলে কিছু বিষয় নিয়ে তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। আগেও তারা আমাকে হুমকি দিয়েছে। আজ সেই পুরনো রাগ থেকেই পরিকল্পিতভাবে আমাকে হত্যা করার চেষ্টা করেছে।"
বাদল আরও বলেন, "এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমি তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।"
এদিকে এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।
এ বিষয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনা জানার পর পুলিশ অভিযান চালাচ্ছে। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।