সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে চট্টগ্রাম মহানগর শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পালকে প্রাথমিক সদস্য পদ থেকে সাময়িক বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌরভকে সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার সঙ্গে সব পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে চট্টগ্রামের সাবেক চার ছাত্রদল নেতাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নয়তো গৃহীত হতে পারে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা।
সহ-সভাপতি পদমর্যাদায় জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে (সৌরভ প্রিয় পাল) কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
এদিকে, একই সময়ে পাঠানো অপর এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক চার নেতাকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। তারা হলেন- চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বাপ্পি দে ও বিপ্লব চৌধুরী বিল্লু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুকান্ত তালুকদার ও অপু চৌধুরী আকাশ।
জানা গেছে, বুধবার (৩০ জুলাই) সোয়া সাতটার দিকে সৌরভ প্রিয় পালের নেতৃত্বে প্রায় অর্ধশত যুবক চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদের কার্যালয়ে সংঘবদ্ধ হামলা চালায়। অফিস ভাঙচুরের পাশাপাশি এ সময় তারা নারীদের ওপরও হামলা চালায়। একপর্যায়ে চট্টগ্রাম মহানগর জন্মাষ্টমী উদযাপন পরিষদের মহিলা সম্পাদিকা দীপা মহাজনকে ব্যাপক মারধর করে। তারা ওই নারীকে পেটাতে পেটাতে প্রধান সড়কে নিয়ে আসে। ওই নারীর কাছ থেকে মোবাইল সেট ও স্বর্ণের চেইন কেড়ে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক এক শীর্ষ নেতার নির্দেশে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত দীপা মহাজনের চিকিৎসায়ও বাধা দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতারা অভিযোগ করেন, হামলা ও ভাঙচুরে বিএনপি নেতা ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পাল ছাড়াও অংশ নেন যুবদল নেতা ও কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত বাপ্পি দে, সাবেক ছাত্রদল নেতা অপু চৌধুরী আকাশ, সুকান্ত তালুকদার জুয়েল, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সঞ্জয় চক্রবর্তী মানিক, চকরিয়া পৌর বিএনপির সদস্য মিঠুন আচার্য্য, সীতাকুণ্ডের যুবদল নেতা মিঠুন বৈষ্ণব, সুব্রত আইচ ও রয়েল পালসহ আরও অনেকে।
পরে রহমতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নওশাদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সৌরভ প্রিয় পালের নেতৃত্বে দুর্বৃত্তদের জন্মাষ্টমীর অফিস কক্ষ থেকে বের করতে চাইলে তারা সনাতনী নেতাদের বিরুদ্ধে নানা স্লোগান দেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম জানান, চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদের অফিস দখলের চেষ্টা ও হামলার ঘটনায় সৌরভ প্রিয় পালকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আমার বার্তা/জেএইচ